OTP কি ? OTP পুরো নাম কি? এটি কি কাজে ব্যবহার করা হয় ? What is OTP? What is the full name of OTP? Is it used for work? 1
OTP কি ? OTP পুরো নাম কি? এটি কি কাজে ব্যবহার করা হয় ?

আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই OTP নামটা শুনেছি। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে সবকিছুর জন্য Security খুব প্রয়োজন। এই সিকিউরিটির জন্য কিন্তূ OTP ব্যবহার করা হয় , যেমন অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদি কাজ সম্পন্ন করার জন্য কিন্তু OTP এর প্রয়োজন হয়। একাউন্ট করে নিন 100 টাকা প্রতি রেফারে 10 টাকা

Best Online Earning Site

OTP কি ? বা OTP পুরো নাম কি? (OTP full from)

OTP এর পুরো নাম হলওয়ান টাইম পাসওয়ার্ড(one time password)এই কোড টা আপনি একবার ব্যাবহার করতে পারবেন পারবেন কখনোই আপনারা একই OTP দুবার ব্যবহার করতে পারবেন না।

OTP ব্যবহার এর সময়সীমা কিন্তু খুব কম থাকে OTP ব্যবহার করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে 5 মিনিট বা দশ মিনিট মিনিট সময় দেওয়া হয়। OTP ব্যবহারের টাইম শেষ হয়ে গেলে সেই OTP আপনি আর ব্যবহার করতে পারবেন না। এটার ফলে কিন্তু আপনারা যে কোন একাউন্টে সুরক্ষিত করে রাখতে পারবেন।


কোন কোন মাধ্যমে OTP আসে :

OTP মূলত তিনটি মাধ্যমে আমাদের আমাদের কাছে আসে

১. OTP SMS message :

বেশিরভাগ ক্ষেত্রে OTP মেসেজের মাধ্যমে আমাদের কাছে আসে কোন কিছু verify করার জন্য , যেমন যে কোন অ্যাপস বা ওয়েবসাইটে লগইন করার সময়, বা ব্যাংকের টাকা তোলা ও জমা করার সময় কিন্তু OTP আমাদের কাছে এসএমএস এর মাধ্যমে আসে

২. OTP is voice message :

SMS এর মাধ্যমেরone time passwordএর বিকল্প মাধ্যম হলো voice message । অনেক ক্ষেত্রে SMS এর OTP কিন্তু আমাদের মোবাইলে আসে না সেকত্রে কল করে কিন্তু আমাদেরকে OTP বলে দেওয়া হয়

৩. OTP is push notification :

মূলতtwo factor authenticationএর সময় push notification এর মাধ্যমে one time password সেন্ড করা হয়।

OTP এর ব্যবহার :

কোন কোন ক্ষেত্রে OTP মূলত ব্যবহার করা হয় সেগুলো নিম্নে আলোচনা করা হল।

• অনলাইন ভেরিফিকেশনের সময় কিন্তু OTP ব্যবহার করা হয়।

• যে কোন অ্যাপস এ বা ওয়েবসাইটে লগইন করার সময় কিন্তু OTP ব্যবহার করা হয়।

• যে কোন অ্যাপস এ বা ওয়েবসাইটে এ পেমেন্ট করার সময় আপনার রেজিস্টার মোবাইল (ব্যাঙ্কিং) নাম্বারে একটা OTP আসে, ওই OTP টা সাবমিট না করলে কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল হবে না।


OTP কেন ব্যবহার করা হয় :

বর্তমানে মূলত সিকিউরিটির জন্য OTP ব্যবহার করা হয়। কেও যদি আপনার ব্যাংকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনে থাকে তাহলে সে লগইন করার পর কিন্তু ওই ওয়েবসাইটে রেজিস্টার মোবাইল নাম্বার একটি OTP জাবে OTP টা না সাবমিট করলে কিন্তু সে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবে না।

বা ধরুন আপনার ফেসবুকের মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড কেও জেনে গেছে , যদি আপনার ফেসবুকের two-factor authentication অন করা থাকে, সে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে গেলে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর এ একটি OTP আসবে ওই ওইOTPটা না দিলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না

OTP ব্যবহারে সর্তকতা :

আপনাদেরকে অনেকেই অপরিচিত নাম্বার থেকে কল করে OTP জানতে চাই, আপনারা কিন্তু কখনই তাদেরকে OTP দেবেন না, আপনি OTP দিয়ে দিলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা হাতিয়ে নিবে, সুতরাং কেউ অপরিচিত নাম্বার থেকে কল করলে তাকে কখনোই আপনিও টিপে দেবেন না সবসময় সতর্ক থাকবেন।

আশাকরি আপনারা OTP বিষয়ে সমস্ত কিছু তথ্য জানতে পারলেন, আপনাদে র যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।

By ইনকাম নিউজ

আমি একজন ফ্রিল্যান্সার। নিজে আয় করার পাশাপাশি নতুনদের সহযোগীতা করতে ভালবাসি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ