শুরু কথাঃ
পিসি ও মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম Online income with PC and mobile আমরা এখন প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকি। আর এ ইন্টারনেট ইউজকারীদের মধ্যে সবাইকেই দেখা যায় একটা সময় পর তারা অনলাইনে নিজেরা কিছু করতে চাচ্ছেন। গুগলে সার্চ করলেই দেখা যায় লোকেরা মোবাইল দিয়ে অনলাইন ইনকাম বিষয়ে বিভিন্ন লেখালেখি করছেন। সেটা টেবিলে থাকা কম্পিউটার দিয়েই হোক অথবা হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইন ইনকাম হোক।ইন্টারনেট ব্যবহার করে এখন মানুষজন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। তারা পারলে আপনি ও পারবেন। আপনি আপনার মোবাইল ফোন দিয়েই মাস শেষে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা বা এর চাইতেও বেশি ইনকাম করতে পারেন।তবে একটা কথা মনে রাখবেন, মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করুন আর অন্য যে কাজ ই করুন -টাকা ইনকাম করার জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে।Online Income Tunes
অনলাইনে ইনকাম কেন করবেন?
অনেকেই এমন কিছু করতে চাচ্ছেন যা মাস শেষে ভালো একটা টাকার এমাউন্ট হাতে পেতে সাহায্য করবে। শুধু শুধু ইন্টারনেটে সময় নষ্ট না করে যদি কিছু একটা করা যায়, যা খুব ভালো পরিমাণে একটা ইনকাম এনে দিবে তাহলে তো সেটা খুব ই ভালো।
অন্তত এ বেকারত্বের সময় তো অনলাইনে ইনকাম একটি দরকারী ও কার্যকরী পদ্ধতি।
অনেই শুরু তো করতে চান, কিন্তু তারা বুঝতে পারেন না যে- কিভাবে অনলাইনে ইনকাম করা যায়?
প্রোপার গাইডলাইন না থাকার কারনে অনেকেই ভালো কিছু করতে পারেন না। অথবা দেখা যায়, লোভনীয় কিছু ইউটিউব ভিডিও বা ফেসবুক পোস্ট দেখে কিছু একটা শুরু করেছেন তবে কিছুদিন পর সে কাজ ছেড়ে দিতে হয় তাদের কে।
বুঝতে পারেন- লং টাইমে অনলাইনে ইনকাম করার জন্য সে কাজ কোন কাজ ই না।
বিষয়গুলোর গুরুত্ব অনেক। পিসি না থাকার কারনে স্মার্টফোন দিয়ে অনলাইনে ইনকাম করার পথ খোঁজেন অনেকে। আর তাই আজ আমাদের আর্টিকেলের মূল টপিক হবে-
মোবাইল দিয়ে অনলাইন ইনকাম ।
তবে হ্যাঁ, এ কাজ গুলো আপনি পিসি দিয়েও করতে পারেন।
সে জন্যই আপনি স্মার্টফোন ইউজার বা পিসি ইউজার যাই হোন না কেন, আপনার জন্য এ লেখাটি অনেক কাজে আসবে।
পিসি বা এন্ড্রয়েড মোবাইল দিয়ে অনলাইন ইনকাম এর সেরা ও কার্যকরী পদ্ধতি।
অনলাইনে ইনকাম করার জন্য অনেক পদ্ধতি রয়েছে। তবে আমি এখানে এমন সব বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো, যা লং টাইম ও বেশি পরিমাণে টাকা আয়ে কাজে দেবে।
চলুন শুরু করি।
ব্লগিং বা ওয়েবসাইটের মাধ্যমে টাকা আয়। (How to Earn money by blogging?)
আপনি জানেন কি? ব্লগিং বা লেখালেখি করে মাস শেষে অনলাইনে অনেক টাকা ই ইনকাম করা সম্ভব।
পুরো পৃথিবীতে এখন কোটি কোটি মানুষ ব্লগিং করছেন। লেখালেখি টাকে তারা তাদের নেশা ও পেশা বানিয়ে নিয়েছেন।
ব্লগ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?
- এড (বিজ্ঞাপন) দেখিয়ে- (Earn money by adsense)
গুগলের ব্লগার সাইটে একটি ফ্রী একাউন্ট করে আপনার পছন্দের যে কোন বিষয়ে লেখালেখি করতে পারেন। আর সে লেখাগুলোতে গুগলের এডসেন্স বা অন্য কোন কোম্পানির যে কোন এড (বিজ্ঞাপন) দেখিয়ে টাকা ইনকাম করতে পারেন।
- কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল লেখার বেস্ট টিপস
আপনি যখন এ লেখাটি পড়ছেন, তখন হয়তো লেখার উপরে, মাঝে বা নিচে গুগলের বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। এ বিজ্ঞাপন গুলো দেখিয়ে টাকা আয় করা যায়।
আপনার লেখা যত ভালো হবে, ততবেশি মানুষ আপনার ব্লগ ওয়েবসাইটে পড়তে আসবে। আর মানুষজনের ট্রাফিক বাড়ার সাথে সাথে আপনার ইনকাম ও দিনদিন বাড়তে থাকবে।
- স্পনসর পোস্ট এর মাধ্যমে –
আপনার ওয়েবসাইট যখন একটু পুরাতন হবে ও অনেক লোক পড়তে আসবে তখন বিভিন্ন কোম্পানি তাদের সার্ভিস বা প্রোডাক্ট প্রচার ও প্রমোট করার জন্য আপনাকে লিখতে অনুরোধ করবে।
আর তার বিনিময়ে সে কোম্পানি আপনাকে টাকা পে করবে।
এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম –
আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে যে, Affiliate marketing কি? বা Affiliate marketing থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?
Online income এর অনেক গুলো জনপ্রিয় মাধ্যম গুলোর একটি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। সময় দিয়ে, একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব।
এফিলিয়েট মার্কেটিং কি? (What is affiliate marketing in bangla)
এফিলিয়েট প্রোগ্রাম হলো, অন্যকোন শপের কোন প্রোডাক্ট সম্পর্কে আপনি অনলাইনে বিক্রি করে দিবেন, আর সে বিক্রি করা জিনিসের থেকে আপনি কমিশন পাবেন।
এফিলিয়েট প্রোগ্রামে কিভাবে যুক্ত হবেন?
বর্তমান সময়ে সব ভালো ভালো কোম্পানি গুলোতে এফিলিয়েট সুবিধা রয়েছে।
অনেক বেশি কমিশন দেয় এরকম কিছু কোম্পানি হলো-
এফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হবার জন্য তাদের ওয়েবসাইট এ আপনি সম্পূর্ণ ফ্রী তে একটি একাউন্ট করতে পারবেন। একাউন্ট করার পর আপনি একটি এফিলিয়েট লিংক পাবেন।
প্রোডাক্ট বিক্রি-
আপনার যদি ভালো কোন ওয়েবসাইট থাকে, যেখানে অনেক লোক নিয়মিত আসে। সেখানে প্রোডাক্ট এর রিভিউ দিয়ে তাতে আপনার Affiliate link টি দিয়ে দিতে পারেন। Online EariIng Income
যত মানুষ সে লিংক থেকে প্রোডাক্ট টি কিনবে- ততবেশি আপনার একাউন্টে কমিশন যুক্ত হবে।
ওয়েবসাইট যদি না থাকে-
ওয়েবসাইট না থাকলেও কোন সমস্যা নেই। আপনি Affiliate link টি ফেসবুক গ্রুপ বা পেজে অথবা ইন্সট্রাগ্রামে শেয়ার করতে পারেন।
সে লিংক থেকে যত লোক প্রোডাক্ট কিনবে – এর একটা পার্সেন্টিজ আপনার একাউন্টে যোগ হবে।
মনে করুন, একটা প্রোডাক্টের দাম ২৫০০ টাকা। এতে আপনার জন্য কমিশন ধরা আছে ৮%। মানে ২৫০০টাকায় ২০০টাকা।
এখন প্রোডাক্ট সম্পর্কে আপনি রিভিউ লিখে সব জায়গায় শেয়ার করে দিলেন। প্রথম ২দিনে ১০০০ জন সে পোস্ট দেখে প্রোডাক্ট টি কিনলো মাত্র আট জন।
তারমানে, ২ দিনে একটা প্রোডাক্ট এর জন্য আপনার হয়ে গেলো ২০০*৮ = ১৬০০ টাকা।
এভাবে ৪-৫ টা প্রোডাক্ট প্রতিদিন শেয়ার করার ফলে আপনার ইনকাম কত পরিমাণে বেড়ে যেতে পারে, বুঝতে পারছেন?
এফিলিয়েট প্রোগ্রাম পিসি বা মোবাইল এর জন্য অনলাইনে টাকা আয়ের অনেক বড় একটা মাধ্যম।
ইউটিউব চ্যানেল ( YouTube channel) বানিয়ে টাকা আয়-
ইউটিউব থেকে টাকা ইনকাম বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় একটি উপায়।
আপনি চাইলে সম্পূর্ণ বিনামূল্যে একটি ইউটিউব চ্যানেল তৈরী করে নিতে পারেন। আর তাতে আপনার ভালো লাগে ও মানুষের কাজে আসে এমন ভিডিও পাব্লিশ করে টাকা আয় করতে পারেন।
কি বিষয়ে ভিডিও বানাবেন?
আপনি যে বিষয়টি নিয়ে বেশিরভাগ সময় পরে থাকেন, যে বিষয়ে ভালো জানেন সে বিষয়ে ভিডিও তৈরী করতে পারেন ও ইউটিউবে পাব্লিশ করতে পারেন।
অনেকের গেমিং এর উপর আগ্রহ থাকে সে গেমিং ভিডিও বানায়। কেউ মজার মজার ফানি ভিডিও বানায়। কেউ বা শিক্ষনীয় ভিডিও বানায়।
মোটকথা আপনার যে বিষয়ে আগ্রহ আছে, সে বিষয়ে ভিডিও বানাতে পারেন ও তাতে এডসেন্স যুক্ত করে বিজ্ঞাপন দেখাতে পারেন।
যদি আপনার ভিডিও গুলো সবার ভালো লাগে, তারা আপনার ভিডিও গুলো দেখে, তাহলে মাস শেষে ইউটিউব থেকে লক্ষ টাকা ইনকাম করা কোন ব্যাপার ই না।
এন্ড্রয়েড মোবাইল দিয়ে কি ভিডিও বানানো সম্ভব?
এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে- আমার তো ভালো কোন ক্যামেরা নেই। ভিডিও ইডিটিং করার জন্য কম্পিউটার নেই। আমি কিভাবে কি করবো?
তাদের জন্য বলি, আপনার ফোন ক্যামেরা টা যদি একটু ভালো হয় তাহলেই আপনি ভিডিও তৈরী করতে পারবেন। আর ভিডিও ইডিট করার জন্য এন্ড্রয়েড ফোনে অনেক ভালো ভালো এপ্স এখন পাওয়া যায়।
যেগুলো দিয়ে খুব সহজেই মনমতো ভিডিও তৈরী করে ফেলা সম্ভব।
আমি এখন অনেক সফল ইউটিউবার দেখি, যারা শুরু করেছিলেন শূন্য হাতে। মোবাইল দিয়ে ভিডিও করতেন, পার্সোনাল স্পেস এর জন্য বন্ধুর রুমে যেয়ে ভিডিও বানাতেন।
আর এখন তাদের নিজেদের অফিস আছে। ভিডিও ইডিট করার জন্য আলাদা লোক রাখছেন। ফ্যামিলিসহ নিজে খুব ভালোভাবে চলছেন।
মোটকথা, নিজের ইচ্ছেশক্তি অনেক বড় বিষয়।
Android apps দিয়ে টাকা আয়- (Earn money by android apps)
উপরে আমি-
ব্লগিং করে কিভাবে টাকা ইনকাম করবেন?
ইউটিউবে ভিডিও বানিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন?
ও
এফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করবেন? ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে বলেছি।
এসব গুলো বিষয় মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার জন্য বা কম্পিউটার দিয়ে অনলাইনে আয় করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি।
এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, মানে “মোবাইল এপ্স দিয়ে টাকা আয়” এ পদ্ধতি তে আপনি খুব সহজেই কোন রকম দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কাজ করতে পারবেন ও মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করতে পারবেন।
স্মার্টফোন দিয়ে অনলাইনে কাজ করার জন্য বেস্ট কিছু এপ্স-
Meesho –
Meesho নামের এ এপটি একটি কেনাবেচার এপ। এ এপ এ বিশ্বের বড় বড় নানা কোম্পানির প্রডাক্ট দেয়া থাকে। সে গুলো আপনি বিক্রি করতে পারেন।
মনে করুন, Meesho এপ্স এর একটি পণ্যের দাম ৩৫০ টাকা। আপনি এ পণ্যটির দাম ৫০০ টাকা করে এর লিংক টি আপনার ওয়েবসাইট বা সোশাল মিডিয়া(ফেসবুক, ইন্সট্রাগ্রাম) এ দিয়ে দিতে পারেন।
সে লিংক থেকে যত মানুষ এ পণ্যটি কিনবে, বাড়তি ১৫০ টাকা আপনার একাউন্ট এ যুক্ত হবে।
সুতরাং বুঝতেই পারছেন এভাবে ঘরে বসে অন্যের পণ্য বিক্রি করে মাস শেষে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
অনেকেই করছে।
ডাউনলোড – Meesho
TV-two-
ঘরে বসে মোবাইলে সহজে টাকা ইনকাম করার জন্য Tv two খুব জনপ্রিয় একটি এপ।
এ এপে আপনাকে কিছু সাধারণ কাজ যেমন- অনলাইন সার্ভে করা, ভিডিও দেখা, গেমস খেলা, এপ্স ইন্সটল করা বা এডস অপেন করার মতো কাজ গুলো দিবে।
আর এ কাজগুলো কমপ্লিট করলে আপনার একাউন্ট এ বিটকয়েন জমা হবে। পরবর্তীতে এ বিটকয়েন গুলোকে বিভিন্ন মানি কনভার্টার ওয়েবসাইট দিয়ে টাকায় কনভার্ট করে নিতে পারবেন।
Dreams time- (ছবি বিক্রির সেরা এপ)
আমরা সবসময়ই ছবি তুলে থাকি। অনেকেই হয়তো নিতান্তই শখের বশে, আবার অনেকে ফটোগ্রাফি বা ছবি তোলাকে নিয়েছেন নিজের ক্যারিয়ার হিসেবে।
আপনি যদি একটু ভালো কোয়ালিটির ছবি তুলতে পারেন, তাহলে Dreams time আপনার জন্য হবে বেস্ট একটি এপ। Dreams time এমন একটি এপ যাতে আপনি ছবি তুলে জমা দিতে পারেন।
এদের ওয়েবসাইট ও আছে।
বিশ্বের অনেক ফটোগ্রাফার ই নানা কিছুর সুন্দর ও ভালো ভালো ছবি তুলে সেখানে জমা দেন। তারপর বায়ার রা এসে সেখান থেকে ছবি কিনেন।
আপনার ফোনে যদি ভালো একটি ক্যামারা থাকে তাহলে আপনি ও হতে পারেন ফটোগ্রাফারদের একজন। আর যদি আলাদা ভালো কোন ক্যামারা থাকে তাহলে তো কথা ই নেই।
Comments (No)