বাসায় বসেই Office করবেন যেভাবে!
এখনকার সময়ে অনেকেই বাসায় বসে Office এর কাজ মেইনটেন্স করছেন। আবার অনেকে আছেন সবসময় বাসায় বসে অনলাইনে ব্যবসা করছেন। আবার কেউবা ফ্রিল্যান্সিং করছেন।
বাসায় হোম ওয়ার্ক আর যাই হোক অতটা সহজ না। অনেকটা চ্যালেন্জিং। কারণ বাসায় সব কিছু সামাল দিয়ে নিজের কাজ কমপ্লিট করা বেশ কষ্টকর হয়ে পড়ে অনেকের। তাই কিভাবে বাসায় বসে আরও সহজে সবকিছু সামাল দেয়া যায় আসুন জেনে নেই। একাউন্ট করে নিন 100 টাকা প্রতি রেফারে 10 টাকা
১/ প্রতিদিনের কাজের একটা রুটিন করে নিন। সময় মতন সেটা পালন করার চেষ্টা করুন। প্রথম প্রথম আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। একটু সময় নিন। তারপর আস্তে আস্তে দেখবেন সব কিছু নিজের নিয়ন্ত্রণে চলে এসেছে।
২/ ডেস্টটপ এর সামনে বেশিক্ষণ কাজ করা যায় না । বা বেশিক্ষণ বসে থাকলে অনেকের চোখে সমস্য আবার কোমরের ব্যাথা দেখা দেয়। সেক্ষেত্রে বেশিক্ষণ একনাগাড়ে পিসিতে বসে থাকবেন না। হাটুন। নড়াচড়া করুন। সম্ভব হলে ইজি চেয়ার ব্যবহার করুন। যাদের চোখের সমস্যা তারা চক্ষু বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।
৩/ হাতের কাছে যথেষ্ট পানি রাখুন। বর্তমান এই সময়ের উপর বিবেচনা করে ঠান্ডা জাতীয় খাবার থেকে বিরত থাকুন। কাজের ফাঁকে প্রাকৃতিক ফলমূল খান। বেশি চাপ নিয়ে কাজ করতে গেলে ফলমূল আপনাকে প্রচুর এনার্জি দেবে।
৪/ নিজের কাজের স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ধূলাবালি ময়লা আসে না এমন জায়গায় ডেস্কটপ রাখুন। কারণ ডেস্কটপ এর সবচাইতে বড় শত্রু হচ্ছে ধূলা বালি ময়লা।
৫/ যারা রাত জেগে কাজ করেন তারা রাতের খাবার শেষে চা কিংবা কফি খেতে পারেন। এতে কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং চোখে ঘুম ঘুম ভাব চলে যাবে।
৬/ বেশিদিন কাজ করতে করতে আপনার মধ্যে একঘেয়েমি ভাব চলে আসতে পারে। মনটাই চাইবে কোথাও চলে যাই, সব কাজ কর্ম ছেড়ে।
বেড়িয়ে পরুন। দারুণ কোন জায়গায় গিয়ে ঘুরে আসুন। এতে আপনার মন প্রফুল্ল হবে এবং কাজের প্রতি একঘেয়েমি ভাব চলে যাবে।
৭/ প্রতিদিন কমপক্ষে ১ ঘন্টা নিজেকে নিয়ে ভাবুন। ব্রেইনস্টোর্মিং করুন। নিত্য নতুন আইডিয়া জেনারেট করুন। দেশকে নিয়ে ভাবুন, নিজের পরিবার কে সময় দিন।
৮/ বাসায় বসে কাজ করতে করতে অনেকে অলস হয়ে পড়েন। কখনই অলসতাকে প্রশ্রয় দেয়া যাবেনা। মনে রাখবেন আপনি নিজের বস। তাই বস হয়ে নিজেই নিজেকে হুকুম করুন, এবং সেটা পালন করুন।
৯/ আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না, বা রাখা উচিত নয়। সময়ের কাজ সময়ে শেষ করার অভ্যেস করুন।
১০/ নিজেকে সবসময় কোন না কোন কাজে ব্যাস্ত রাখুন। সময়ের অপচয় করলে তার জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। তাই কখনোই সময়ের অপচয় করবেন না।
বাসায় বসে Office করার জন্য উপরিউক্ত টিপস আপনার কাজে দিবেই। আজ এই পর্যন্তই। আগামি কোন টিউনে আবার দেখা হবে। বাসায় বসেই অফিস করবেন যেভাবে How to do Office Sitting at home
টেক রিলেটেড যেকোন তথ্য পেতে ডিজিটাল ক্রিয়েটর এর সাথেই থাকুন।
Comments (No)