স্ক্রিল নেটেলার কি বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে?

 

যারা অনলাইনে ফ্রীল্যান্সিং করে আয় করেন তাদের সাধারনত যে সকল পেমেন্ট প্রসেসরে পেমেন্ট নিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে নেটেলার এবং স্ক্রীল।  কিন্তু গতকাল কাল থেকে নেটেলার এবং স্ক্রীলের ওয়েব সাইটে ঢোকা যাচ্ছিলো না। কেউ কেউ প্রক্সি বা ভিপিএন ব্যবহার করে ঢুকতে পারলেও লেনদেন করতে পারছিলোনা।  ফলে মারাত্মক সমস্যায় পরে গিয়েছে ফ্রীল্যান্সার কমিউনিটি।

কেন এমনটা হচ্ছে তার সঠিক খবর কেউই দিতে পারছিলোনা। অনেকেই ধারনা করছিলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সাইট দুটি বন্ধ করা হয়েছে। অনলাইন জুয়ারীরা এই দুটি পেমেন্ট প্রসেসর ব্যবহার করে জূয়া খেলে থাকে। পবিত্র রমাদান মাসে হয়তো সেই জুয়া বন্ধ করতেই হয়তো এমন সিন্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু  বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অনেকেই নিটেলার কর্তুপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানায় তাদের সার্ভারে প্রবলেমের কারনে এমনটা হচ্ছে। খুব শিঘ্রই এটার সমাধান করবে। এ বিষয়ের কথপকথনের  একটি ভিডিও অনলাইনে দেখা গেছে। এখন নিটেলার এবং স্ক্রীল নিয়ে এই ধোয়াসা কাটার জন্য আরো একদিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।

নেটেলার বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ