Jewellery From Mother’s Milk: বুকের দুধ থেকে গয়না বানাচ্ছেন ভারতীয় মহিলা! অর্ডার আসছে সারা পৃথিবী থেকে 2023 Surat Woman Makes Jewellery From Mother’s Milk: মাতৃদুগ্ধ থেকে গয়না বানাচ্ছেন সুরাটের মহিলা। সারা পৃথিবী থেকে আশছে অর্ডার।
সন্তানের স্মৃতিতে থেকে যাওয়ার জন্য মায়ের বহু কিছু করেন। আদি যুগ থেকেই তো আমাদের দেশে রয়েছে কাঁথা তৈরির রেওয়াজ। সদ্যজাতর জন্য কাঁথা সেলাই তো মায়েরা যুগের পর যুগ ধরে করে আসছেন। কিন্তু এখন দিনকাল বদলেছে। এখন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে স্মৃতি রক্ষা করার কৌশলেও এসেছে নানা ধরনের বদল।
যুগ যুগ ধরেই নারী কিংবা পুরুষ, সবারই সাজের অন্যতম উপকরণ গয়না। এই গয়নারও বৈচিত্র্যের শেষ নেই। যুগের সঙ্গে সঙ্গে বদলেছে গয়নার ধরন। বর্তমানে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয় গয়না ব্যবহারে। দামি রত্ন থেকে শুরু করে স্বর্ণ, রুপা, কাঠ, মাটিসহ নানা কিছু। তবে কখনও কি শুনেছেন, মায়ের বুকের দুধ থেকে তৈরি গয়নার কথা?
বিদেশে বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়েছে মাতৃদুগ্ধ থেকে গয়না তৈরির কৌশল। হালে ভারতেও এই পদ্ধতিতে গয়না বানাতে শুরু করেছেন সুরাটের এক মহিলা। তাঁর নাম অদিতি।
প্রাথমিক পর্যায়ে নিজের স্তন্য থেকে সন্তানের জন্য গয়না তৈরি করেছিলেন অদিতি। গয়না বলতে নেকলেস। পেশায় দন্তচিকিৎসক অদিতির বহু দিন ধরেই শিল্পের প্রতি ঝোঁক আছে। এমনই জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। আর সেই কারণেই নানা সময়ে গয়না ডিজাইনের চেষ্টা করেছিলেন তিনি। আগে অন্য নানা জিনিস দিয়ে গয়না তৈরির চেষ্টা করেন। কিন্তু হালে তিনি জানতে পারেন এই মাতৃদুগ্ধ দিয়ে গয়না তৈরির কথা। জানার পরেই নেমে পড়েন কাজে। তৈরি করেন ফেলেন একের পর এক গয়না।
sohojbuy.com
কী কী জিনিস লাগে এই গয়না তৈরিতে? সংবাদমাধ্যমকে অদিতি জানিয়েছেন, সোনা বা রুপোর কাঠানোর উপর তিনি গয়নাগুলি তৈরি করেন। বিশেষ কায়গায় মাতৃদুগ্ধ জমানো হয়। তার পরে সেই জমানো দুধ তিনি কাঠামোর মধ্যে রাখেন। এর মধ্যে শিশুর চুল বা মায়ের চুল দিয়ে নানা রকম নক্সা বানিয়ে দেন। সব মিলিয়ে দিন ১৫ লাগে যে কোনও একটি গয়না ডিজাইন করতে। এমনই জানিয়েছেন শিল্পী।
এগুলি ঠিক করে রাখতে পারলে, সারা জীবন থেকে যাবে বলে জানিয়েছেন শিল্পী। তাঁর বক্তব্য, এগুলি সারা জীবন রেখে দেওয়ার মতো উপহার হতে পারে সন্তানের কাছে।
হালে ভারতে এর জনপ্রিয়তা বেড়েছে। সারা ভারত থেকেই এই ধরনের গয়নার অর্ডার পাচ্ছেন তিনি। এমনই জানিয়েছেন অদিতি। তবে বলেছেন, বিদেশের মানুষও তাঁর তৈরি গয়নার ডিজাইন পছন্দ করছেন। যদিও বিদেশে ইতিমধ্যেই বেশ কিছু শিল্পী এমন কাজ করছেন। কিন্তু তাঁর গয়নার ডিজাইন অনেকের এত পছন্দ হয়েছে যে, তাঁরা বিদেশ থেকে অর্জার পাঠাচ্ছেন তাঁর কাছে।
কয়েক বছর আগে বিদেশের এমনই এক শিল্পীর কথা জানা গিয়েছিল। জানা গিয়েছিল, তিনি মাসে এই ধরনের গয়না ডিজাইন করে প্রায় ১৫ লক্ষ টাকা উপার্জন করেন। অদিতির রোজগার কত, তা অবশ্য তিনি খোলসা করেননি।
মাতৃদুগ্ধ থেকে গয়না বানিয়ে চমক মহিলার, বছরে আয় ₹15 কোটি
মাতৃদুগ্ধ দিয়ে গয়না বানানোর ব্যবসা শুরু করে সকলকে তাক লাগালেন এক মহিলা। গয়না বিক্রি করে ওই মহিলা আশা করছেন টার্নওভার হবে 15 কোটি টাকা। সম্প্রতি সকলকে অবাক করে এই ব্যবসায় সাফল্য পেয়েছেন ওই মহিলা। এই গয়নাতে জড়িয়ে থাকে মায়ের ভালোবাসা ও আবেগ। সন্তানের সঙ্গে মায়ের একাত্মতাকে আরও ভালো করে ফুটিয়ে তুলতে এই গয়না একটি অপশন বলছেন তিন বাচ্চার মা সাফিয়া
এই সময় ডিজিটাল ডেস্ক:
গয়নার কথা শুনলেই সবার আগে মাথায় আসে সোনা, হিরে বা রূপোর গয়নার কথা। কিন্তু বর্তমানে ব্যবসা চলছে মায়ের দুধের গয়নার। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবেই এমনটা ঘটছে। আর এই ব্যবসা থেকে প্রচুর টাকাও আয় করছেন ব্যবসায়ীরা।
মাতৃদুগ্ধের গয়না কী?
লন্ডনে এই অসম্ভবকে সম্ভব করেছেন তিন বাচ্চার মা সাফিয়া রিয়াধ (Safiyya Riyadh)। নিজের দুধ দিয়ে তৈরি গয়না তৈরি করেন তিনি। সাফিয়া ও তাঁর স্বামী আদম রিয়াধ (Adam Riyadh) ম্যাজেন্টা ফ্লাওয়ারস (Magenta Flowers) নামে একটি কোম্পানি চালান। এই কোম্পানি মূলত, এতদিন ধরে বিশেষ মুহূর্তের ফুল সংরক্ষণ করে তা দিয়ে গয়না বানাত। সম্প্রতি কোম্পানি মাতৃদুগ্ধ গয়নায় সংরক্ষণ করে নতুন ধরনের গয়না বানাচ্ছে।
দম্পতি জানিয়েছে, 2019 সালে প্রথম আত্মপ্রকাশ করেছিল ম্যাজেন্টা ফ্লাওয়ারস (Magenta Flowers)। শুরুটা নড়বড়ে হলেও, 2023 সালে কোম্পানি আশা করছে তাঁদের টার্নওভার হবে 15 কোটি টাকা! এ পর্যন্ত 4,000টি অর্ডার পেয়েছে কোম্পানি। প্রথমে শুধু ফুল দিয়ে বিশেষ গয়না বানালেও, গত বছর লকডাউনে তাঁরা একটি আর্টিকেল থেকে এ বিষয়ে জানতে পারেন। তখনই সিদ্ধান্ত নেন, নিজেদের ব্যবসায় এটিকে অন্তর্ভুক্ত করতে পারবেন তাঁরা।
Comments (No)