অত্যান্ত গুরুত্বপূর্ন একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন জেটপ্যাক

আজকে আপনাদের পরিচয় করিয়ে দেবো অত্যান্ত গুরুত্বপূর্ন একটি প্লাগিন এর সাথে। এই প্লাগিন এই জন্য গুরুত্বপূর্ন যে এটা যেমন আপনাকে কর্মচারীর মতো কাজ করে দেবে, তেমনি এনে দেবে প্রচুর ভিজিটর। প্লাগিনটার নাম জেটপ্যাক।

Jetpack প্লাগিনটি আপনার সাইটে ওয়ার্ডপ্রেস.কম এর সকল সুবিধা এনে দেবে। এই প্লাগিনটি ওয়ার্ডপ্রেস সেলফ হোস্টেড সাইটের জন্য এমনভাবে তৈরি করা হয়ে যে প্লাগিনটি ওয়ার্ডপ্রেস.কম এর অনেক ধরনের সুবিধা এনে দেব। যেমনঃ ওয়ার্ডপ্রেস স্টাটস, ওয়ার্ডপ্রেস.কম মন্তব্য সুবিধা, সাইটের পোস্ট ফেসবুক, টুঁইটার ও অন্যান্য সাইটে অটোম্যাটিক সেয়ার, ওয়ার্ডপ্রেস.কম এর মত বিজ্ঞপ্তি ব্যবস্থা, ইমেইল সাবক্রাইব (মন্তব্য ও পোস্ট), সাইটের জন্য মোবাইল থিম এছাড়াও আরোও অনেক যা নিচের প্লাগিনটি ইন্সটল করার পরেই বুঝতে পারবেন।

সবচেয়ে উপকারী বিষয় হলো আপনি যখনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে একটা পোস্ট করবেন সাথে সাথে সেটা  ৬ টি সোস্যাল সাইটে একসাথে পোস্ট হয়ে যাবে। ফলে অটো ভিজিটর ঢুকবে। আপনাকে আলাদা করে ফেসবুক সহ অন্য সোস্যাল সাইটগুলোতে পোস্ট দিতে বা শেয়ার করতে হবেনা।

আপনার সাইট টি যদি নিউজ সাইট হয় বা মেম্বারশিপ ব্লগ হয় তাহলে দিনে অনেক অনেক পোস্ট হবে। সব পোস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে ফেসবুক সহ ৬টা সোস্যাল সাইটে অটো পাবলিশ হয়ে যাবে।

প্লাগিনটা পেতে নিচে লিংকে ক্লিক করুন বা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে jetpack লিখে প্লাগিনটি সার্চ করতে পারেন।

জেটপ্যাক – Jetpack

কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ