চিনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান Huawei তাদের নোভা সিরিজের নতুন ডিভাইস Huawei Nova 3i দেশের বাজারে কিছুদিনের উন্মোচন করবে।
৬.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে সম্বলিত এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে (4×2.2 GHz Cortex-A73 & 4×1.7 GHz Cortex-A53) অক্টা-কোর প্রসেসর, ৪ জিবি র্যাম, ডুয়েল (১৬+২) মেগাপিক্সেল রিয়ার ও (২৪+২) মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এন্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসটি আগামি আগস্ট মাসে বাজারে আসবে।
চলুন Huawei Nova 3i স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেই,
ডিজাইনঃ
- Colors – Black, Pearl White, Iris Purple
- Size – 157.6 mm x 75.2 mm x 7.6 mm
- Weight – 169 g
পারফরমেন্সঃ
- Operating System – Android 8.1 Oreo
- Chipset – Hisilicon Kirin 710
- CPU – (4×2.2 GHz Cortex-A73 & 4×1.7 GHz Cortex-A53) Octa-Core processor
- GPU – Mali-G51 MP4
ডিসপ্লেঃ
- Size and Type – 6.3″ IPS LCD Capacitive Touchscreen, 16M colors
- Resolution – 1080 x 2340 pixels (409 ppi density)
ক্যামেরাঃ
- Primary Camera – Dual (16 MP + 2 MP), LED flash, HDR, panorama
- Front Camera – Dual (24 MP + 2 MP)
মেমোরিঃ
- RAM – 4 GB
- Internal memory – 128 GB
- MicroSD Card Slot – Support Up to 256 GB (uses SIM 2 slot)
সেন্সর এবং কানেক্টিভিটিঃ
- Network – 2G, 3G, 4G
- Connectivity – Micro USB 2.0, Wi-Fi Direct, hotspot, Bluetooth 4.2
- Sensors – Fingerprint (rear-mounted), Accelerometer, Proximity sensor, Gravity Sensor, Ambient Light Sensor, Gyroscope, Compass
- GPS – Yes, with A-GPS, GLONASS, BeiDou
ডুয়েল (২৪ + ২) মেগাপিক্সেল সেলফি ক্যামেরা Huawei Nova 3i এর অন্যতম আকর্ষণ। স্মার্টফোনটির দাম এখনো নির্ধারন করা হয় নাই।
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।