স্প্রেড কি?
আপনি যখন ট্রেডে এন্ট্রি গ্রহন করতে যাবেন তখন দেখবেন একটি কারেন্সি পেয়ারে দুইটি ভিন্ন ভিন্ন প্রাইস প্রদর্শিত হচ্ছে এই দুইটি প্রাইসের মধ্যকার পার্থক্যই হচ্ছে স্প্রেড যা অনেকের কাছে Bid/Ask Spread নামেও পরিচিত।
ফরেক্স ট্রেডিং এর ভাষায়, এই BID হচ্ছে যেকোনো ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর ডিমান্ড এবং ASK হচ্ছে এর সাপ্লাইকে নির্দেশ করে থাকে।
আরও স্পষ্ট করে যদি বলি, তাহলে বিড হচ্ছে, বাইয়ার কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর জন্য কি পরিমাণ অর্থ খরচ করবেন সেটিকে বোঝায় এবং আস্ক হচ্ছে, সেই প্রাইসে সেলার কোনও কিছু বিক্রয় করলে কি পরিমাণ অর্থ পাবেন সেটি নির্দেশ করে।
সুতরাং, আপনার ব্রোকারের ট্রেডিং টার্মিনালে প্রথমে দেখুন কোনও একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার এর বিড এবং আস্ক প্রাইসটি কত রয়েছে। এরপর, অনুগ্রহ করে এই দুই প্রাইস এর পার্থক্য বের করুন। তাহলে যেই ফলাফল পাবেন সেটিই হচ্ছে ওই কারেন্সি পেয়ার এর Spread.
প্রকারভেধ
স্প্রেড দুই ধরনের হয়ে থাকে।
- Fixed Spread (স্থায়ী স্প্রেড যা পরিবর্তনশীল নয়)
- Variable Spread (যা পরিবর্তনশীল)
আজকের আর্টিকেলে আমরা মুলত আলোচনা করবো পরিবর্তনশীল কিংবা variable spread নিয়ে।
Variable Spread
নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন এই ধরনের স্প্রেড এর সর্বদাই পরিবর্তিত হতে থাকে। মার্কেট এর বিভিন্ন পজিশন কিংবা প্রাইস এর মুভমেন্ট এর উপর ভিত্তি করে এই স্প্রেড পরিবর্তনশীল। বেশীরভাগ স্ট্যান্ডার্ড লট এর ব্রোকার এর পরিবর্তনশীল কিংবা Variable Spread এর মাধ্যমে ট্রেড করার সুবিধা প্রদান করে থাকে এবং এটিই হচ্ছে ফরেক্স মার্কেট এর স্ট্যান্ডার্ড।
আপনার ব্রোকার যদি এই ধরনের স্প্রেড সাপোর্ট করে তাহলে এটির স্প্রেড, কারেন্সি পেয়ারের মুভমেন্ট এর সাথে সাথে ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকবে। এই ধরনের স্প্রেড এর ক্ষেত্রে, কারেন্সি পেয়ারের বিড এবং আস্ক প্রাইসের যেই পার্থক্য রয়েছে সেটি ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকবে।
এই ধরনের স্প্রেড মুলত Non Dealing Desk ব্রোকার অফার করে থাকে এবং স্প্রেড এর পরিমাণ মুলত সামগ্রিক মার্কেট এর ভোলাটিলিটি এবং কারেন্সি পেয়ারটির সাপ্লাই এবং ডিমান্ড এর উপর নির্ভর করে থাকে। সাধারণত, স্প্রেড এর পরিমাণ কমে যাওয়া কিংবা বৃদ্ধি পাওয়া নির্ভর করবে মার্কেট এর মুভমেন্ট এবং এর লিকুইডিটি এর উপর।
যেমন, বিভিন্ন ধরনের নিউজ এবং অর্থনৈতিক ডেটা যখন প্রকাশিত হয়ে থাকে তখন কারেন্সি পেয়ারের স্প্রেড স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় অর্থাৎ, পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। এই সময়গুলোতে মুলত কারেন্সি পেয়ারের লিকুইডিটি এর পরিমাণ কমে আসে যার ফলে স্প্রেড এর পরিমাণ বেড়ে যায়।
উধাহরন হিসাবে বলা যায়, ধরুন আপনি EUR/USD কারেন্সি পেয়ারে একটি BUY এন্ট্রি গ্রহন করতে চান যখন এর স্প্রেড ছিল ২ পিপ্স, কিন্তু আপনি যখন বাই এন্টির জন্য ক্লিক করতে যাবেন তখন খেয়াল করলেন কারেন্সি পেয়ারটির স্প্রেড এরই মধ্যে ২০ পিপ্স হয়ে গেছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কেন এরকম হল? স্প্রেড এর পরিমাণ কেন ২ থেকে ২০ পিপ্স হয়ে গেল?
উত্তর হচ্ছে, আপনি যেই সময়ে এন্ট্রি গ্রহন করার জন্য বাই অপশনে ক্লিক করতে যাবেন ঠিক তখনই আমেরিকান ডলার এর একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হল। যার প্রভাবে স্প্রেড এর পরিমাণ আগের থেকে অনেকবেশি বেড়ে গেছে।
Comments (No)