Margin Call সম্পর্কে বিস্তারিত

Margin Call কিভাবে কাজ করে?

Margin Call সম্পর্কে বিস্তারিত 1
Margin Call সম্পর্কে বিস্তারিত

আপনি যখন কোন কারেন্সি-পেয়ার Buy-Sell করতে যাবেন তখন দেখতে পাবেন প্রত্যেক পেয়ার এরই একটি নির্দিষ্ট মার্জিন রয়েছে। যখন আপনি কোন নতুন ট্রেডিং পজিশন নেবেন, তখন ওই পরিমাণ মার্জিন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আবার যখন সেই ট্রেডিং পজিশনটি বন্ধ করে দেবেন, আবার আপনার অ্যাকাউন্টে সেই পরিমাণ মার্জিন ফেরত চলে আসবে। চলুন উদাহরণ দিয়ে বুঝাই-

ধরুন আপনি কোন একটি ব্রোকারে একটি মিনি অ্যাকাউন্ট খুলেছেন এবং তাতে $10,000 ডলার Deposit করলেন। এরপর যখন আপনি আপনার ট্রেডিং প্লাটফর্ম MT4 বা MT5 এ লগইন করবেন, লগইন করেই Account Information কলামে দেখতে পাবেন “Equity” দেয়া রয়েছে $10,000.00, ব্যাল্যান্স-$10,000.00, Used Margin- $0.00, Free Margin-$10,000.00। অনেকটা নিচের চিত্রটির মতন:

Margin Call সম্পর্কে বিস্তারিত 2

Free Margin সব সময় Equity এবং Used Margin এর বিয়োগফলের সমান থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের Equity ব্যবহৃত মার্জিনের চাইতে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট বন্ধ হবার কোন ভয় নেই। যখনই ইকুইটি এবং ব্যবহৃত মার্জিন সমান হয়ে যাবে কিংবা তার নিচে চলে যাবে তখনই আপনার ব্রোকার আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সকল ট্রেড বন্ধ করে দেবে।

ধরুন আপনার জন্য EUR/USD এর 1 Lot কেনার জন্য নির্ধারিত মার্জিন হচ্ছে 1%। আপনার মনে হল EUR/USD’র দাম বাড়বে, তাই আপনি 1Lot EUR/USD BUY দিলেন, আপনার Equity এখন $10,000, ব্যবহৃত মার্জিন হয়ে গেলও এখন $100 আর Free Margin রয়েছে $9,900। কারণ Mini ট্রেডিং Account এর জন্য প্রতি EUR/USD Lot এর দাম হচ্ছে । তখন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে দেখাবে অনেকটা এই রকম:

Margin Call সম্পর্কে বিস্তারিত 3

ধরে নিলাম দুর্ভাগ্যবশত মার্কেট আপনার পক্ষে যায়নি, আপনার বিপরতে গেলও কিন্তু আপনি এখনও খুব আত্মবিশ্বাসী যে মার্কেট আপনার পক্ষে যাবে। তাই এবার আপনি আগের ট্রেডটি বন্ধ না করে বরঞ্চ আরও বড় lot এ, 79 Lot এর আবার EUR/USD BUY নিলেন (হিসেব করার জন্য ধরে নিচ্ছি, আপনি দুটি ট্রেডই একই জাগায় নিয়েছেন)। এখন আপনার মোট EUR/USD lot এর BUY এর পরিমাণ হচ্ছে 80 Lot। যেহেতু প্রতি Lot এর দাম $100, তাই আপনার এখন Used Margin হয়ে যাবে $8,000 আর Free Margin থাকবে $2,000, Equity আগের মতই থাকবে।

Margin Call সম্পর্কে বিস্তারিত 4

এখান থেকে মার্কেট যদি এখন আপনার পক্ষে যায় তাহলে আপনি বিরাট একটি Profit পাবেন, আর যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। এখন কথা হচ্ছে, মার্কেট আপনার বিপরীতে গেলে কতক্ষন পর্যন্ত আপনি এই অ্যাকাউন্টটি রাখতে পারবেন।

আপনার অ্যাকাউন্টটিতে আর মার্জিন বাকি রয়েছে $2,000, যেটাকে আমরা Free Margin বলছি। এখন EUR/USD যদি মাত্র 25 pips আপনার ট্রেডিং পজিশনের বিপরীত দিকে যায়, তাহলে আপনার ট্রেডিং খতম। চিন্তা করছেন কিভাবে হিসাব করলাম 25 pips এর ব্যাপারটা। আসুন হিসেব করে দেখাচ্ছি – ধরুন আপনি EUR/USD 1.2000 মার্কেট পজিশনে BUY নিয়েছিলেন, সেখান থেকে মার্কেট কমে 1.1975 তে এসেছে, এখানে মোট pips এর পরিবর্তন হয়েছে 25 pips। আপনার মিনি Lot এর অ্যাকাউন্টে প্রতি পিপ = $1 ডলার, তার মানে দাঁড়াচ্ছে $1 X 80 Lot = $80/pip। EUR/USD যদি এক পিপ নারাচারা করে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে $80 ডলার কমবে কিংবা বাড়বে। তো এইভাবে যদি EUR/USD 25 pips কমে যায় তাহলে আপনার $2,000 Free Margin আর থাকবে না, শেষ হয়ে যাবে। তখন আপনার অ্যাকাউন্ট হয়তো অনেকটা এই রকম দেখাবে,

Margin Call সম্পর্কে বিস্তারিত 5

দেখুন এখানে আপনার Free Margin শূন্য হয়ে গেছে, এমন অবস্থা আপনার অ্যাকাউন্ট Margin Call এর আওতায় পরবে, এবং ব্রোকার আপনার লিভারেজের উপর হিসেব করে আপনার ট্রেডিং পজিশনগুলোকে বন্ধ করতে শুরু করবে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ