Hammer Candlestick কি ?

আমরা জানি যে, Japanese Candlestick বা সংক্ষেপে শুধু Candlestick অনেক ধরনের হয়, তার মধ্যে এক বিশেষ ধরনের Candlestick হচ্ছে Hammer Candlestick । যা দেখতে নিম্নরূপ –

Hammer Candlestick কি ? 1
Hammer Candlestick কি ?

Hammer Candlestick কে সাধারণ ভাবে Bullish Reversal Candlestick বলা হয় । কারণ Hammer Candlestick আবির্ভূত হয় মূলত Downtrend মার্কেটের শেষ পর্যায়ে এসে, অর্থাৎ যখন এই বিশেষ ধরনের Candlestick আবির্ভূত হয় তখন মার্কেটে Downtrend শেষ হয়ে Uptrend শুরু হওয়ার বিরাট সম্ভাবনা দেখা দেয় ।

Hammer (হাতুড়ি) কেন বলা হয় ?

আমরা জানি যে, Downtrend মার্কেটে Price ক্রমান্বয়ে কমতে থাকে এবং এমন একসময় আসে যখন Price কমতে কমতে মার্কেটের একদম তলানিতে এসে পৌঁছায় তখন ইংরেজীতে এই অবস্থাকে বলা হয় – “The market is hammering out a bottom”, যার অর্থ দাঁড়ায় “মার্কেট তলানিতে পৌঁছে যাচ্ছে”, এই “Hammering out” শব্দটি থেকেই “Hammer Candlestick” শব্দটি এসেছে ।

Hammer Candlestick কেন তৈরী হয় ?

Hammer Candlestick তখনই গঠিত হয় যখন কোন Downtrend মার্কেটে কোন ট্রেডের Trading Price ঐ ট্রেডের Opening Price অপেক্ষা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়, কিন্তু Closing এর সময় Closing Price এর মান Opening Price অপেক্ষা বেশী হয়ে যায় (Bullish) আর বেশী হতে না পারলেও Opening Price এর খুব কাছাকাছি থাকে (Bearish), তখন Candlestick টা দেখতে অনেকটা হাতুড়ি বা Hammer এর মত হয় । নীচে Bullish এবং Bearish উভয় প্রকার Hammer Candlestick এর গঠন কাঠামো দেখান হল –

Hammer Candlestick কি ? 2

নীচে একটি Chart এ উপরোক্ত উভয় প্রকার Hammer Candlestick এর বাস্তব প্রয়োগ দেখান হল, Chart এ দেখা যাচ্ছে যে, Bullish এবং Bearish উভয় প্রকার Hammer Candlestick এর আবির্ভাবের পর মার্কেটে Uptrend শুরু হয়েছে –

Hammer Candlestick কি ? 3

Hammer Candlestick এর শর্তাবলী :

যে সকল কারণে কোন Candlestick কে “Hammer Candlestick” বলা যায়, সে সকল কারণগুলো নিম্নরূপ –
১. Candlestick এর Lower Shadow টি Body অপেক্ষা কমপক্ষে ২ গুণ বা তার বেশী বড় হতে হবে
২. Candlestick এর কোন Upper Shadow থাকবে না বা থাকলেও খুব ছোট হতে হবে
৩. Candlestick এর Body ট্রেডিং রেঞ্জের (Trading Range) ভিতরে থাকতে হবে
৪. Candlestick এর Body যে কোন রঙের হতে পারে (Bullish / Bearish) তবে Bullish বেশী কার্যকর

Hammer Candlestick এ উপস্থিতিতে মার্কেটের সাধারণ অবস্থা :

সাধারণত Hammer Candlestick যখন আবির্ভূত হয় তখন RSI ইন্ডিকেটর এর মান 20% এর নীচে চলে যায় অর্থাৎ Chart এ RSI < 20 দেখতে পাওয়া যায় । তবে RSI এর মান 30 অপেক্ষা কম (RSI < 30) হলেই বলা যায় যে, মার্কেটে Oversold বা বিক্রেতা-শূন্য অবস্থা বিরাজ করছে, এই অবস্থায় মার্কেটে স্বাভাবিকভাবেই Buy এর খুব চাপ আসে আর Price উপরের দিকে Jump দেয় । অর্থাৎ মার্কেটে Uptrend শুরু হয় ।

Hammer Candlestick কি ? 4

মার্কেটের Uptrend এর Confirmation :

Hammer Candlestick আবির্ভূত হলেই মার্কেটে Uptrend শুরু হবে – এমনটি ভাবা উচিত নয় । মার্কেটের Uptrend নিশ্চিত হওয়ার জন্য Hammer Candlestick এর পরে শক্তিশালী Bullish Candlestick এর উপস্থিতি একান্তই জরুরী ।

Inverted Hammer

Hammer Candlestick কি ? 5

Inverted Hammer মূলতঃ তখনই তৈরী হয় যখন Open, Low এবং Close প্রায় এক সমান হয়ে যায় । এই Candlestick দেখতে Hammer Candlestick এর ঠিক উল্টা এবং এটির Upper Shadow টি Body এর দ্বিগুনের চেয়ে বড় হয় । মূলতঃ Downtrend মার্কেটের তলায় Inverted Hammer দেখতে পাওয়া যায় এবং Uptrend Reversal এর সতর্ক সংকেত প্রদান করে কিন্তু Buy এর জন্য কোন শক্তিশালী সিগন্যাল প্রদান করে না । কাজেই, Inverted Hammer এর পরের Candlestick দেখে সিদ্ধান্ত নিতে হয় যে, মার্কেট Downtrend এ থাকবে, নাকি Uptrend এ ঘুরে দাঁড়াবে ।

Hammer Candlestick কি ? 6

Buy এর জন্য Stop Loss এবং Target কতটুকু হওয়া উচিত ?

Hammer Candlestick এর সাথে Confirmation Candlestick এর উপস্থিতি দেখে Buy এর সিদ্ধান্ত নেওয়া উচিত ।

Buy Price সেট : Confimation Candlestick এর Closing Price এর কিছু উপরে ।

Stop Loss সেট : Hammer Candlestick এর Lower Shadow এর নীচে কয়েক Pips নীচ পর্যন্ত ।
Target সেট : ১ম পর্যায়ে, Buy Price থেকে Stop Loss পর্যন্ত যত Pips হয়, সেই পরিমাণ । ১ম পর্যায়ের লাভ গ্রহনের পর প্রয়োজন বোধে Stop Loss এর স্থান পরিবর্তন করে ২য় পর্যায়ে, Buy Price থেকে Stop Loss পর্যন্ত যত Pips হয়, তার দ্বিগুণ পরিমাণ ।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ