সুইং ট্রেডিং

সুইং ট্রেডিং 

সুইং ট্রেডিং হল একটু বেশী সময়ের ট্রেডিং স্টাইল যেখানে আপনার ট্রেড কয়েকদিন পর্যন্ত ধরে রাখার মত ধৈর্য আছে।
এটা তাদের জন্য যারা সবসময় চার্ট মনিটর করতে পারেনা কিন্তু দিনে কয়েকঘন্টা মার্কেট অ্যানালাইজ করার মত সময় দিতে পারে।

এটা তাদের জন্য যাদের ফুল টাইম চাকরি অথবা লেখাপড়া আছে, কিন্তু আপ-টু-ডেট থাকার জন্য পর্যাপ্ত পরিমানে সময় নেই।

সুইং ট্রেডিং মেডিয়াম টার্মের ট্রেন্ড চিনহিত করার প্রচেস্টা করে আর যখন লাভের উচ্চ সম্ভাবনা থাকে তখন মার্কেটে এন্ট্রি করা হয়।

ট্রেড যেহেতু একদিনের বেশী সময় ধরে খোলা থাকে, ভলাটিলিট মোকাবেলার জন্য বড় স্টপ লস ব্যাবহার করতে হয়, আর ট্রেড মানি ম্যানেজমেন্ট অনুযায়ী করতে হয়।

হয়ত এখানে ট্রেডকে নিজের বিপরীতে যেতে দেখা যেতে পারে। ছোট টাইমফ্রেমে অনেক ওঠানামা হওয়ার কারনে।
এসময়ে নিজের অ্যানালিসিসের উপর বিশ্বাস রেখে শান্ত থাকা জরুরী।

ট্রেডের যেহেতু বড় ধরনের টার্গেট সেট করা হয়, তাই স্প্রেড এখানে কোন সমস্যা হবে না। একারনে যেসব পেয়ারে বেশী স্প্রেড আর কম লিকুইডিটি থাকে সেগুলোও ট্রেডের সুযোগ পাওয়া যাবে।

সুইং ট্রেডিং 1

আপনি সুইং ট্রেডার হওয়ার চিন্তা করতে পারেন যদিঃ

– আপনি কয়েকদিন ধরে নিজের ট্রেড ধরে রাখতে পারেন।
– আপনি কম ট্রেড করতে রাজি আছেন, কিন্তু আপনি আগে নিশ্চিত হতে চান যে আপনার ট্রেডগুলোর খুভ ভালো সেটআপ আছে।
– আপনার বড় স্টপ লসে সমস্যা হয় না।
– যখন ট্রেড আপনার বিরুদ্ধে যায় তখন আপনি শান্ত থাকতে পারেন।

সুইং ট্রেডের চিন্তা করবেন না যদিঃ

 আপনি দ্রুত গতির ট্রেডিং পছন্দ করে থাকেন।
– আপনার ধৈর্য ক্ষমতা কম আর আপনি সথিন নাকি ভুল সেটা তৎক্ষণাৎ জানতে চান।
– যখন ট্রেড আপনার বিরুদ্ধে যায় তখন আপনার ঘাম বেরিয়ে অস্থির হয়ে উঠেন।
– আপনি মার্কেট অ্যানালাইজ করার জন্য কয়েকঘন্টা সময়ও বের করতে পারেন না।
– মানুষের বাসার সামনে গিয়ে সারাদিন দাড়িয়ে থাকা থেকে নিজেকে বিরত থাকতে পারেন না।

যদি আপনার ফুল টাইম চাকরি থেকে থাকে আর তার পাশেপাশে ট্রেড করতে পছন্দ করেন তাহলে সুইং ট্রেডিং আপনার জন্য!

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ