ব্রেকআউট ট্রেডিং কিভাবে করবেন?

Breakout Trading কি এবং কিভাবে আমি এই ব্রেকআউট ট্রেডিং থেকে সুবিধা পেতে পারি? বেশ কয়েকদিন ধরে আমরা এই বিষয়ে কিছু প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে। ব্রেকআউট ট্রেডিং হচ্ছে এডভান্স লেভেল এর ট্রেডিং এর বিষয়। অর্থাৎ, আপনি যেভাবে আমাদের সাথে থেকে ফরেক্স ট্রেডিং শিখছেন এবং এখানে চলে এসেছেন তার মানে হচ্ছে- আপনি প্রতিনিয়ত নতুন বিষয় সমূহ জানতে পারছেন এবং ট্রেডিং এ আপনার অভিজ্ঞতাও ধীরে ধীরে বাড়ছে।

ব্রেকআউট ট্রেডিং কিভাবে করবেন? 1
ব্রেকআউট ট্রেডিং কিভাবে করবেন?

মার্কেট প্রাইসে ব্রেকআউট তখনই সংঘঠিত হয় যখন প্রাইস কোনও নির্দিষ্ট ট্রেডিং রেঞ্জ এর মধ্যে থেকে ব্রেক করে সেই পজিশন থেকে বের হয়ে আসে।

এছারাও প্রাইস যখন কোনও বিশেষ প্রাইস টেকনিক্যাল টুল এর প্রাইস লেভেলে চলে আসে তখন এই ব্রেকআউট ট্রেডিং সংঘঠিত হয়ে থাকে। যেমন, সাপোর্ট-রেসিস্টেন্স লেভেল, পিভট পয়েন্ট লেভেল, ফিবনাচি লেভেল ইত্যাদি।

Breakout Trading এর মূলমন্ত্র হচ্ছে, প্রাইস যখন কোনও লেভেলে এসে ব্রেক করবে তখনই ট্রেডে এন্ট্রি নিয়ে নেয়া এবং যতক্ষণ পর্যন্ত সেই মুভমেন্ট বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত সেই এন্ট্রিকে ধরে রাখতে হবে।

Volatility vs. Volume

স্টক মার্কেট এর মতন, ফরেক্স মার্কেটের কোনও নির্দিষ্ট কারেন্সি পেয়ারের সর্বমোট কত ভলিউম এর ট্রেড হয়েছে সেটা জানা এক কথায় অসম্ভব।

স্টক মার্কেটে এই ভলিউম এর তথ্য এর মাধ্যমে আমরা ভালো Breakout Trading করতে পারি, এটা স্টক মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। যেহেতু ফরেক্স ট্রেডিং এ এই বিষয় সম্পর্কে জানা সম্ভব হয় না, সুতরাং আপনারা ধরে নিতে পারেন এটি আমাদের জন্য অনেক বড় একটি অসুবিধা।

ফরেক্স ট্রেডিং এর এই অসুবিধার জন্য, সঠিক নিয়মে রিস্ক ম্যানেজমেন্ট করার উপর ট্রেডারদের সবসময়ই নির্ভরশীল হতে হয়। আর ব্রেক আউট ট্রেড করতে হলে, এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যিক।

যদি দেখেন, খুব কমে সময়ের মধ্যেই প্রাইসের পরিবর্তন এর হার অনেক বেশী তাহলে বুঝতে হবে মার্কেটে প্রাইসের মুভমেন্ট অনেক বেশী কিংবা Volatility High!

অন্যদিকে, যদি দেখেন প্রাইস এর এই মুভমেন্ট অনেক কম তাহলে ধরে নিবেন প্রাইসের Volatility Low!

স্বাভাবিক কারনেই যখন মার্কেটে প্রাইসের মুভমেন্ট খুব বেশী থাকে তখন আমরা এন্ট্রি গ্রহন করতে চাই। কারন এই সময়গুলোতেই সবচেয়ে বেশী পরিমান প্রফিট পাওয়া যায়। একটি বিষয় কি কখনো চিন্তা করে দেখেছেন, মারাত্মক এই মুভমেন্ট এর সময় আপনার কোনও ভুল এন্ট্রি, আপনার ট্রেডিং একাউন্ট এর ব্যালেন্স একদম শেষ করে দিতে পারে? যদি চিন্তা না করে থাকেন, তাহলে এখন থেকেই আমাদের সাথে চিন্তা করা শুরু করুন। High Volatility ট্রেডারকে এন্ট্রি গ্রহনে অনেক বেশী পরিমান আকৃষ্ট করে থাকে কিন্তু ঠিক একই সময়ে অনেক ট্রেডারই ব্যালেন্স শেষ করে শুন্য হয়ে ফরেক্স ট্রেডকে বিদায় জানান। আমরা চাই না, আপনি এই ধরনের দলের মধ্যকার সদস্য হন।

আমাদের এই আর্টিকেল এর প্রধান লক্ষ্য হচ্ছে, কিভাবে Breakout Trading এর সুবিধার জন্য প্রাইসের এই Volatility কে কাজে লাগানো যায় সে বিষয়ে জ্ঞান অর্জন করা। কোনও কিছু না জেনে কিংবা না বুঝে ভলাটাইল মার্কেটে ট্রেড করার থেকে ভালো হচ্ছে, যেইসব কারেন্সি পেয়ারের মুভমেন্ট কম থাকে সেখানে ট্রেড করা।

শেষ কথা

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ