ফরেক্স ট্রেডিং চেকলিস্ট

ফরেক্স ট্রেডিং চেকলিস্ট অনেক গুরুত্ব পূর্ণ আপনি যদি ফরেক্স মার্কেট বা স্টক মার্কেট এ ট্রেড করে থাকেন। চেকলিস্ট পারে আপনাকে একজন সফল ট্রেডারে পরিণত করতে পারে । একজন বিমান চালক যখন সে হাজার হাজার ঘন্টা বিমান চালনা করার পরও তাকে চেকলিস্ট দেখে বিমান উড়াতে হয়। আপনি যখন বাজার করতে যান তখন দেখবেন আপনি একটা লিস্ট করে যান বা লিস্ট করে দেয় আপনাকে যাতে করে কোন আইটেম মিস না করেন । এতে করে আমার সব সময় মনে করি আমরা সব কিছু মনে রাখতে পারবো কিন্তু আমরা ভুলে যায়। এই কারণে আমরা গুরুত্ব পূর্ণ কাজ গুলোকে লিস্ট করে সেই লিস্ট ধরে কাজ করি যাতে করে কাজটি সঠিক ভাবে হয়।

ফরেক্স ট্রেডিং চেকলিস্ট 1

ফরেক্স ট্রেডিং চেকলিস্ট কি ?

আপনি যখন একটা ট্রেডিং সিস্টেম নিজে তৈরী করেন বা কোথায় থেকে একটা ট্রেডিং সিস্টেম পাইলেন তখন দেখবেন সেই ট্রেডিং সিস্টেম এ ট্রেড ওপেন করার জন্য কিছু নিয়ম দেওয়া থাকে সেটায় হল ট্রেডিং চেকলিস্ট। আমরা যদি দেখি আমাদের ট্রেডিং এ লস হয় আমাদের ট্রেডিং এর চেকলিস্ট না মানার কারণে আর চেকলিস্ট মেনে যদি ট্রেড করি তাহলে লস অনেক কম হয়।

ফরেক্স ট্রেডিংয়ে আমরা কেন চেকলিস্ট ব্যবহার করবো ?

একজন বিমান চালক যেমন একটা চেকলিস্ট ভুল হলে বিমান দুর্ঘনা হতে পারে। আপনি যদি আপনার ট্রেডিং এ চেকলিস্ট ব্যবহার না করেন তাহলে আপনি আপনার ট্রেডিং সিস্টেম এর নিয়ম গুল না মানার কারণে আপনার লস হতে পারে। ফরেক্স মার্কেট এ যারা সফল ট্রেডার আছে তাদের সবার ট্রেডিং সিস্টেম আছে যেই ট্রেডিং সিস্টেম দিয়ে সে ট্রেড করে আর সেই ট্রেডিং সিস্টেম এর চেকলিস্ট আছে যেই চেকলিস্ট মেনে সে ট্রেড করে। কেও দেখে শিখে কেও বা আবার ঠকে শিখে যেহেতু আমরা জানি চেকলিস্ট ব্যবহার করতে হয় তাহলে আমরা ঠকে মানে লস করে শিখবো না। আমরা আমারদের ট্রেডিং সিস্টেম এর চেকলিস্ট আগে থেকেই বানিয়ে সেই চেকলিস্ট ধরে ট্রেড করবো।

চেকলিস্ট কিভাবে তৈরী করবো ?

আপনি আপনার ট্রেডিং সিস্টেম এর জন্য খুব সহজে চেকলিস্ট তৈরী করতে পারেন। আপনি যখন একটা ট্রেডিং সিস্টেম তৈরি করবেন তখন ট্রেড ওপেন করার জন্য যে নিয়ম গুল আপনি মনে মনে ঠিক করলেন সেটা একটা খাতায় লিখে রাখুন যেই নিয়ম গুল আপনি লিখে রাখলেন এটায় হল আপনার চেকলিস্ট। আপনি যদি অন্য কোথায় থেকে ট্রেডিং সিস্টেম পান তাহলে তার থাকে সেই ট্রেডিং সিস্টেম এর চেকলিস্ট নিয়ে নিয়নিবেন। আপনি খেয়াল করে করে দেখবেন ট্রেডিং সিস্টেম দেওয়ার সময় চেকলিস্ট দিয়ে দেয়।

উদাহরণঃ ধরলাম আপনি মুভিং এভারেজ ৫০ ও ২০০ দিয়ে ট্রেড করছেন এই ট্রেডিং সিস্টেম এর চেকলিস্ট কেমন হতে পারে –

চেকলিস্ট

১. মার্কেট ৫০ ও ২০০ মুভিং এভারেজ এর উপর থাকতে হবে (বাই ট্রেড এর জন্য )
২. ৫০ ও ২০০ মুভিং এভারেজ মার্কেট এর নিচে ক্রস করতে হবে (বাই ট্রেড এর জন্য )
৩. মার্কেট ৫০ ও ২০০ মুভিং এভারেজ এর উপরে যাবার পর রিটেস্ট করার পর ট্রেড ওপেন করতে হবে (বাই ট্রেড এর জন্য )
৪. ADX ইন্ডিকেটর এর ভেলু ২৫ এর উপর থাকতে হবে

সেল ট্রেড এর নিয়ম গুল উপরের নিয়মনের বিপরীত হবে ADX ইন্ডিকেটর টা বাদে। এই ভাবে আপনি আপনার ট্রেডিং সিস্টেম এর জন্য একটা চেকলিস্ট বানিয়ে নিতে পারেন। 

চেকলিস্ট ব্যবহারের সুবিধা

১. আপনি আপনার টেডিং সিস্টেম চেকলিস্ট এর মাধ্যমে ভাল ভাবে বুঝতে পারবেন।
২. চেকলিস্ট মেনে ট্রেড করলে আগের থেকে লস আপনার অনেক কম হবে।
৩. চেকলিস্ট আপডেট করার মাধ্যমে আপনার ট্রেডিং সিস্টেম এর লাভ এর পরিমান বাড়াতে পারবেন।
৪. আপনি নিয়ম মেনে ট্রেড করা শিখতে পারবেন

আপনি যদি ফরেক্স মার্কেট এ সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে চেকলিস্ট মেনে ট্রেড করতেই হবে। সব থেকে ভাল হয় এখন থেকেই যদি আপনি আপনার জন্য চেকলিস্ট তৈরী করে সেই চেকলিস্ট ধরে ট্রেড করেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ