পিপ্স ও পিপেটিস কি ? ও এর মধ্যে পার্থক্য কি ?
ফরেক্স মার্কেট এ কোন কারেন্সি পেয়ার কত মুভ করলো এটা নিধারণ করা হয় পিপ্স ও পিপেটিস দিয়ে। আমরা ফেইসবুক পেজ বা গ্রুপ সহ বিভিন্ন জায়জায় দেখতে পাই লিখা থাকে আমি আজকে ২০০ পিপ্স লাভ করলাম। তাহলে এটা থেকে বুঝতে পারলাম ফরেক্স মার্কেট এ পিপ্স বা পিপেটিস এর হিসাবে লাভ লস হয়। এখন আমরা জানবো কিভাবে পিপ্স ও পিপেটিস এর হিসাব করা হয়
পিপ্স : ফরেক্স মার্কেটে একটি পেয়ার এ দশমিক এর পরে যে ৪ সংখ্যা থাকে সেই সংখ্যার পরিবর্তন কে পিপ্স বলে। উদাহরণ হিসেবে বলা যায় ধরুন EURUSD পেয়ার এখন ১.০৫০০ আছে কিছু ক্ষণ পরে EURUSD পেয়ার ১.০৫১০ তে চলে গেল এখন কত পিপ্স মুভ হল?
এটা এই ভাবে হিসাব করতে হবে ১.০৫১০ – ১.০৫০০ = ১০। এখানে ১০ পাইলাম তাহলে এখানে ১০ পিপ্স পরিবর্তন হয়েছে। এই ভাবে আপনি ফরেক্স মার্কেট এ যত পেয়ার আছে সব পেয়ারের কত পিপ্স মুভ করলো বের করতে পারবেন। শুধু আপনাকে জানতে হবে আগে কত প্রাইস ছিল আর এখন কত প্রাইস আছে। এই দুই প্রাইস এর ব্যাবধান হল পিপ্স। আপনি কয়েক বার হিসাব করলে আপনার জন্য সহজ হয়ে যাবে।
আগে সব ব্রোকার গুলো দশমিক পরে ৪ ডিজিট ছিল।তাই তখন সবাই ট্রেড করলে লাভ লস হিসাব পিপ্স এ করা হত।
পিপেটিস : ফরেক্স মার্কেটে একটি পেয়ার এ দশমিক এর পরে যে ৫ সংখ্যা থাকে সেই সংখ্যার পরিবর্তন কে পিপেটিস বলে। উদাহরণ হিসেবে বলা যায় ধরুন EURUSD পেয়ার এখন ১.০৫০০০ আছে কিছু ক্ষণ পরে EURUSD পেয়ার ১.০৫১০০ তে চলে গেল এখন কত পিপ্স মুভ হল?
এটা এই ভাবে হিসাব করতে হবে ১.০৫১০০ – ১.০৫০০০ = ১০০ এখানে ১০০ পাইলাম তাহলে এখানে ১০০ পিপ্স পরিবর্তন হয়েছে। এই ভাবে আপনি ফরেক্স মার্কেট এ যত পেয়ার আছে সব পেয়ারের কত পিপ্স মুভ করলো বের করতে পারবেন। শুধু আপনাকে জানতে হবে আগে কত প্রাইস ছিল আর এখন কত প্রাইস আছে। এই দুই প্রাইস এর ব্যাবধান হল পিপেটিস । আপনি কয়েক বার হিসাব করলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে।
এখন কার সময় প্রায় সব ব্রোকার গুলো দশমিকের পরে ৫ ডিজিটে হিসাব হয় তার কারণে এখন পিপেটিস এ হিসাব করা হয়। তবে পুরোনো ট্রেডার বেশির ভাগ এখনো পিপ্স বলে থাকে আর হিসাব করার সময় লাস্ট এর ডিজিট বাদ দিয়ে হিসাব করে। আপনি যদি আপনি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে পিপ্স ও পিপেটিস দুইটায় বুঝা উচিত।
পিপ্স ও পিপেটিস এর মধ্যে পার্থক্য
পিপ্স ও পিপেটিস এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। যেই পার্থক্য গুল আছে তুলে ধরা হলো :-
পিপ্স | পিপেটিস |
পিপ্স অনেক আগে ছিল | এখন সব ব্রোকার পিপেটিস |
দশমিকের পর ৪ ডিজিট থাকে | দশমিকের পর ৫ ডিজিট থেকে |
মার্কেট অনেক স্লো মুভ করে | মার্কেট অনেক দ্রুত মুভ করে |
পিপ্স এ প্রফিটের হিসাব হয় | পিপেটিস এ প্রফিট হিসাব হয় |
আমাদের শেষ কথা:
আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন তাহলে আপনাকে পিপ্স ও পিপেটিস সম্পর্কে জানতে হবে। এই ব্যাপারে আপনার যদি কোন মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বাক্স এ কমেন্ট জানান।
Comments (No)