আপনি হয়ত ফরেক্স ট্রেড করতে আগ্রহী । কিন্তু আপনি জানেন না কিভাবে ফরেক্স ট্রেড করে । অনেকের কাছেই পিপস, লিভারেজ এগুলো শুনেছেন, কিন্তু ট্রেড না করায় এগুলো কিছুই বুঝতে পারছেন না । তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন । কারন যেহুতু কিছুই পারেন না, লস করার সম্ভবনাটাই বেশী । কিন্তু এই আধুনিক যুগে আপনি কিন্তু কোন টাকা খরচ না করেই টেস্ট ট্রেড করতে পারেন । এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে । ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন । আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই । এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য । আপনি যত ট্রেড করবেন, আপনি ততো ট্রেড শিখবেন । আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয় । কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে । তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত ।
কতদিন ডেমো ট্রেডিং করা উচিত ?
এ প্রশ্নের উত্তর একেকজন একেকটা বললেনও আমি বলল নূন্যতম ২ মাস ডেমো ট্রেড করা উচিত । কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই
ডেমো ট্রেড করলে কি লাভ ?
ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন । বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন আপনার লস করার কারনগুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন । নতুন কোন EA কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন । সর্বমোট আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে ।
ডেমো অ্যাকাউন্ট ওপেন:
ডেমো অ্যাকাউন্ট বেশ কয়েকভাবেই ওপেন করা যায় । আমি এখানে সবচেয়ে সহজ একটি সিষ্টেম বর্ণনা করলাম ।
মেটা ট্রেডারটি ডাউনলোড ও ইনষ্টল করার পর তা ওপেন করুন । তাহলে নিম্নের মতো উইন্ডো প্রদর্শিত হবে ।
১. এখন File মেনু থেকে Open an account এ ক্লিক করুন । তাহলে নিচের মতো উইন্ডো প্রদর্শিত হবে ।
২. এটি যথাযথভাবে পুরণ করে I agree to subscribe to your newsletters এর পূর্বে চেক মার্ক দিয়ে Next বাটনে ক্লিক করুন । তাহলে নিম্নের উইন্ডোটি আসবে –
৩. এখানে এক বা একাধিক ডেমো সার্ভার দেখাতে পারে । যদি একাধিক সার্ভার দেয়ায় তবে কোন একটি সার্ভার সিলেক্ট করে Scan বাটনে ক্লিক করতে হবে । Scan সম্পূর্ণ হলে Next বাটনে ক্লিক করুন । তাহলে নিম্নের মতো উইন্ডো ওপেন হবে ।
৪. এই উইন্ডোতে আপনার তৈরীকৃত ডেমো অ্যাকাউন্টের ডিটেল দেখাচ্ছে । Finish বাটনে ক্লিক করলেই ডেমো অ্যাকাউন্ট তৈরী হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবে মেটাট্রেডার।
কিছু কিছু ব্রোকার আছে যেখানে এভাবে ডেমো অ্যাকাউন্ট খুলতে গেলেও সংশ্লিষ্ট ব্রোকারের সাইটটি ওপেন হয় এবং সেখানেই নির্দিষ্ট ফর্ম পুরণ করে ইমেইলে আগত আইডি পাসওয়ার্ড দিয়ে মেটাট্রেডারে লগইন করে ডেমো অ্যাকাউন্ট খুলতে হয় । যেমন – Ironfx, XM ইত্যাদি ।
Comments (No)