ডুয়াল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন

২টি ক্যান্ডেলস্টিক দ্বারা গঠিত ডুয়াল অথবা দ্বৈত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন

বুলিশ ও বিয়ারিশ এনগাল্ফিং প্যাটার্ন

বুলিশ ও বিয়ারিশ এনগাল্ফিং প্যাটার্ন ট্রেন্ডের শেষে ফর্ম হতে দেখা যায়। এরা শক্তিশালী রিভার্সালের সংকেত দিয়ে থাকে।

ডুয়াল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 1

বুলিশ এনগাল্ফিং প্যাটার্ন ডাউনট্রেন্ডের শেষের দিকে ফর্ম করতে দেখা যায়। প্রথম ক্যান্ডেলটা বিয়ারিশ হয়। পরের ক্যান্ডেলটা বুলিশ হয় যেটা প্রথম ক্যান্ডেলটাকে ঢেকে ফেলে।

অন্যদিকে বিয়ারিশ এনগাল্ফিং প্যাটার্ন আপট্রেন্ডের শেষের দিকে ফর্ম করতে দেখা যায়। প্রথম ক্যান্ডেলটা বুলিশ হয়। পরের ক্যান্ডেলটা বিয়ারিশ হয় যেটা প্রথম ক্যান্ডেলটাকে ঢেকে ফেলে।

ডুয়াল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 2

টুইজার টপ ও টুইজার বটম:

টুইজার ট্রেন্ড রিভার্সালের সংকেত দিয়ে থাকে। সাধারনত টুইজার ট্রেন্ডের শেষের দিকে ফর্ম হয়ে থাকে।

ডুয়াল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3

সবচেয়ে কার্যকরী টুইজারের নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকে:

  • প্রথম ক্যান্ডেলটা ট্রেন্ডের অনুরুপ হবে। যদি আপট্রেন্ড হয়, তাহলে প্রথম ক্যান্ডেলটা বুলিশ হবে।
  • ২য় ক্যান্ডেলটা ট্রেন্ডের বীপরীত হবে। যদি আপট্রেন্ড হয়, তাহলে ২য় ক্যান্ডেলটা বিয়ারিশ হবে।
  • ক্যান্ডেলের শ্যাডোগুলো সমান দৈর্ঘ্যরে হবে। টুইজার টপের সমান হাই হবে আর টুইজার বটমের সমান লো হবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ