কোন টাইমফ্রেম এ ট্রেড করা উচিত?
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমার মেটাট্রেডার ৪ এ ১ মিনিট থেকে মাসিক চার্ট দেখতে পাই। আমি যখন ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করি তখন আমি নিজেও সিদ্বান্ত নিতে সমস্যার পড়ছিলাম কোন টাইম ফ্রেম ট্রেড করবো। যখন আমি ৯ টি টাইম ফ্রেম সম্পর্কে বুঝতে শুরু করলাম তখন আমি বুঝলাম আমার জন্য সঠিক টাইম ফ্রেম কোনটি।আপনি এই আটিকেল সম্পূণ পড়লে বুঝতে পারবেন আপনার জন্য সঠিক টাইম ফেম কোনটি।
আসলে আপনি কোন টাইম ফ্রেম এ ট্রেড করবেন এটা নির্ভর করে আপনি কতটা সময় ফরেক্স মার্কেট এ দিতে পারবেন তার উপর। আপনি যদি ফরেক্স মার্কেট এ কম সময় দিতে পারেন তাহলে আপনার বড় টাইম ফ্রেম এ ট্রেড করতে হবে। আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে সারা দিন বা দিনে ৩ থেকে ৪ ঘন্টা মার্কেট এ দিতে পারবেন তাহলে আপনি ছোট টাইম ফ্রেম এ ট্রেড করতে পারেন।
আপনি ছোট বড় যেই টাইমফ্রেম এ ট্রেড করেন না কেন সব টাইম ফ্রেম এর কিছু সুবিধা অসুবিধা আছে। তাই আপনি যেই টাইম ফ্রেম এ ট্রেড করবেন সেই টাইম ফ্রেম এর সুবিধা অসুবিধা যদি আগে থেকেই জানেন তাহলে আপনার ট্রেড করতে অনেক সুবিধা হবে আপনার লস করার সম্ভাবনা অনেক কম থাকবে। আমি এখানে ১ ঘন্টার নিচে যে টাইম ফ্রেম গুলি আছে সে গুলোকে ছোট টাইম ফ্রেম বলছি আর ১ঘন্টার উপরে যে টাইম ফ্রেম গুলো আছে সে গুলোকে আমি বড় টাইম ফ্রেম বলছি।
ছোট টাইমফ্রেম এর সুবিধা অসুবিধা নিয়ে জানবো
ছোট টাইমফ্রেম এর সুবিধা
- অনেক বেশি ট্রেড পাওয়া যায়
- প্রায় প্রতিদিন ট্রেড পাওয়া যায়
- কম সময় এ অনেক বেশি লাভ করা যায়
- অনেক বেশি ট্রেডিং সিস্টেম পাওয়া যায়
- রিক্স রিওয়ার্ড রেশিও অনেক ভাল থাকে
ছোট টাইম ফ্রেম এর অসুবিধা
- অনেক বেশি ভুল ট্রেড আসে
- স্টপ লস অনেক দ্রুত হিট করে
- অনেক ট্রেডিং সিস্টেম ছোট টাইম এ কাজ করে না
- ছোট টাইম এ ট্রেড করে লাভ করতে অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয়
বড় টাইমফ্রেম এর সুবিধা অসুবিধা নিয়ে জানবো
বড় টাইম ফ্রেম এ ট্রেড করার সুবিধা
- ভুল ট্রেড অনেক কম আসে
- স্টপ লস অনেক কম হিট করে
- প্রতিদিন একবার মার্কেট দেখলেই চলে
- রিক্স রিওয়ার্ড রেশিও অনেক ভাল থাকে
- ট্রেড ওপেন করার জন্য অনেক বেশি সময় পাওয়া যায়
- ট্রেডিং এর পাশাপাশি অনন্যাও কাজে ও সময় দেওয়া যায়
বড় টাইম ফ্রেম এ ট্রেড করার সুবিধা
- ট্রেড অনেক কম পাওয়া যায়
- বড় টাইম ফ্রেম এর ট্রেডিং সিস্টেম কম পাওয়া যায়
- বড় টাইম ফ্রেম এ ট্রেড করতে ব্যালান্স অনেক বেশি লাগে
আপনি এখন সুবিধা ও অসুবিধা জানলেন। আপনার সময় অনুযায়ী টাইম ফ্রেম সিলেট করতে হবে। আপনার যখন টাইম ফ্রেম সিলেট হয়ে যাবে তখন আপনি সেই মত আপনার ট্রেডিং সিস্টেম সিলেক্ট করলে আপনি ট্রেড করে অনেক মজা পাবেন ও ট্রেড করার জন্য সময় ও বের করতে পারবেন।
Comments (No)