২য় পর্ব ঃHTML ট্যাগের পরিচিতি
হ্যালো!
আমি হিমেল ।
হাজির হলাম HTML শেখার ২য় পর্বে ।
আজকের বিষয় ঃ HTML ট্যাগের পরিচিতি ।
HTML ‘ট্যাগ’ কি?
HTML ‘ট্যাগ’ হলো ঃ HTML লেখার জন্য যে কোড ব্যাবহার করা হয় তাই ‘ট্যাগ’।
নিচে HTML এর প্রধান কিছু ট্যাগের বর্ণনা দেওয়া হলো ঃ
- <html>..</html> : এই ট্যাগটি দ্বারা HTML ফাইল বোঝায়।
- <head>..</head> : এই ট্যাগটি দ্বারা HTML এর হেডিং বোঝায়।
- <body>..</body> :এই ট্যাগটি দ্বারা HTML এর বডি বোঝায়।
- <p>..</p>: এই ট্যাগটি দ্বারা প্যারাগ্রাফ বোঝায়।
- <table>..</table>:এই ট্যাগটি দ্বারা টেবিল তৈরি করতে হয়।
Note: প্রতিটি HTML ট্যাগের opening ট্যাগ এবং end ট্যাগ দিতে হয়।যেমনঃ <p>your post</p>।
HTML এর উদাহরনঃ
<html>
<body>
<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>
</body>
</html>
ব্রাউজারে দেখাবে ঃ
My First Heading
My first paragraph.
Email:Himelmamun@gmail.com
Comments (No)