Graphic Design এবং Web Design জন্য সেরা 200 টি best App, Tool আর Resource Collection 1
Graphic Design এবং Web Design জন্য সেরা ২০০টি App, Tool আর Resource Collection

Graphic Design এবং Web Design জন্য সেরা ২০০টি App, Tool আর Resource Collection ডিজাইন নিঃসন্দেহে সৃজনশীল কাজ। এই সৃজনশীলতাকে আরো প্রাণবন্ত করতে প্রয়োজন হয় বিভিন্ন রিসোর্সের। আজ আলোচনা করব গ্রাফিক/ওয়েব ডিজাইনের জন্য প্রয়োজনীয় ২০০ অ্যাপ, টুলস্‌ আর রিসোর্স নিয়ে। চলুন দেখে নেয়া যাক।

এক নজরে বিস্তারিত [hide]

  • 1 বৃহৎ ডিজাইন নেটওয়ার্ক
  • 2 ফন্ট রিসোর্স (প্রিন্ট/ওয়েব)
  • 3কালার রিসোর্স (প্রিন্ট/ওয়েব)
  • 4 ভেক্টর আইকন, বান্ডেল, ব্রাশ এবং অন্যান্য
  • 5 ডিজাইনারদের জন্য আইপ্যাড এবং আইফোন অ্যাপ
  • 6 মোবাইল অ্যাপ ডেভেলাপমেন্ট টুলস্‌ এবং রিসোর্স
  • 7 ইনফোগ্রাফিক এবং ডাটা ভিজুয়েলাইজেশন রিসোর্স
  • 8 ইনফোগ্রাফি
  • 9 ওয়েব ডেভেলপমেন্ট টুলস্‌ এবং রিসোর্স
  • 10 ডিজাইন গ্যালারি (ইন্সপাইরেশন)
  • 11 ডিজাইন ব্লগ
  • 12 ডিজাইন ম্যাগাজিন
  • 13 গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলাপমেন্ট প্রশিক্ষণ
  • 14 ডিজাইন স্কুল
  • 15 ডিজাইন সংক্রান্ত জব খুজার মাধ্যম
  • 16 ডিজাইনারদের অ্যাফিলিয়েট সার্ভিস
  • 17 অনলাইন প্রিন্ট সার্ভিস
  • 18 বিবিধ
  • 19 ডিজাইন কমিউনিটি
  • 20ওয়েব টেষ্টিং এন্ড অপটিমাইজেশন টুল্‌স

বৃহৎ ডিজাইন নেটওয়ার্ক

সারাবিশ্বের সৃজনশীল গ্রাফিক ডিজাইনাররা নিজেদের কাজ এবং পন্য প্রদর্শনের জন্য রয়েছে জনপ্রিয় কিছু ওয়েবসাইট নেটওয়ার্ক। ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারদের কাছে এই ওয়েবসাইটগুলো খুবই কার্যকরি। বর্তমানে ডিজাইনাররা সমমনা অন্যান্য ডিজাইনার এবং ক্লায়েন্টদের কাছে তাদের পারদর্শিতা এবং যোগ্যতা প্রকাশের অন্যতম সামাজিক মাধ্যম হিসেবে বিবেচনা করেন, যেখানে সংশ্লিষ্ট শিল্পের সেবাগ্রহীতা এবং সেবাপ্রদানকারিদের মধ্যে একটি বিশ্বস্ত অনলাইন যোগাযোগ মাধ্যমের বিকাশ ঘটেছে। ডিজাইনাররা সাধারণত তাদের প্রকল্পগুলো পোর্টফোলিও হিসেবে রাখেন এবং অন্নান্য ডিজাইনার এবং বায়াররা সেগুলো পর্যবেক্ষণ করে এবং অনেক সাময় বায়াররা এখান থেকে তাদের চাহিদা উপযোগি পন্যের অর্ডার দেন, কিংবা যোগ্যতাসম্পন্ন ডিজাইনারদের তাদের কাস্টম প্রজেক্টের জন্য হায়ার করেন।

ফন্ট রিসোর্স (প্রিন্ট/ওয়েব)

ডিজাইনারদের জন্য অনেক ফন্টের প্রয়োজন হয়। সময়মত প্রয়োজনীয় ফন্টের জন্য পোহাতে হয় বিড়ম্বনা। পেশাদার কাজের জন্য প্রয়োজন হয় ভালো মানের ফন্টের তাই ফন্ট রিসোর্স এর কিছু ওয়েবসাইট। বুকমার্ক করে নিন

কালার রিসোর্স (প্রিন্ট/ওয়েব)

Graphic Design এবং Web Design জন্য সেরা 200 টি best App, Tool আর Resource Collection 2


ডিজাইনিং কিন্তু একটি সৃষ্টিশীল কাজ। এ কাজে সৃষ্টিশীলতার গুরুত্ব লেখক, শিল্পী বা কবিদের কাজে যেমন, তেমনই বেশি। কিন্তু অনেক সময় উপযুক্ত সহায়তার অভাবে ডিজাইনাররা রুচিশীল, সুন্দর কোনো ডিজাইন সৃষ্টি করতে পারেন না। এ কারণেই ওয়েবের বিশাল ভুবন থেকে এমন কিছু ওয়েব রিসোর্স খুঁজে একত্র করা হল যেগুলো ডিজাইনারদের কালার কম্বিনেশনের কাজে দারুণ সহায়তা করবে।

ভেক্টর আইকন, বান্ডেল, ব্রাশ এবং অন্যান্য

প্রত্যেক ডিজাইনারেরই অনেকগুলো টুলস আর রিসোর্স দরকার পরে, সময় মতো সঠিক টুলস না পেলে কাজ করতে অনেক অনেক ঝামেলা পোহাতে হয়। তাই ডিজাইনের প্রয়োজনীয় টুলসগুলো গুছিয়ে আলাদা আলাদা ফোল্ডারে রাখা দরকার। প্রয়োজনিয় সাইটগুলোর লিঙ্ক বুকমার্ক করে রাখুন।

অ্যাপ ডেভেলপ করতে গেলে প্রয়োজন হয় অনেক রকমের ওয়েবসাইট। ডেভেলপারদের কাছে এসব সাইট টুল হিসেবে পরিচিত। এসব সাইট থেকে প্রয়োজনীয় কনটেন্ট সংগ্রহ কাজকে সহজ করে দেয়, নিজে থেকে অনেক জিনিস তৈরির করার প্রয়োজন হয় না। তাই এরকম কিছু ওয়েব সাইটের লিংকঃ

ইনফোগ্রাফিক এবং ডাটা ভিজুয়েলাইজেশন রিসোর্স

যারা ইনফোগ্রাফি এবং ডাটা ভিজুয়েলাইজেশন কাজ করে থাকেন তাদের জন্য অসাধারণ কিছু রিসোর্সঃ

ওয়েব ডেভেলপমেন্ট টুলস্‌ এবং রিসোর্স

ক্যারিয়ার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট খুবই জনপ্রিয়।বর্তমান মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডেভেলপমেন্ট জোয়ার চলছে। আর এই ওয়েব ভেলপমেন্টকে সহজ করে দিতে ইন্টারনেট এ আছে হরেক রকমের রেস্পন্সিভ টুলস, রিসোর্স ও সাইট। তারমধ্যে কিছু সাইট এর লিংকঃ

ওয়েব টেষ্টিং এন্ড অপটিমাইজেশন টুল্‌স

Graphic Design এবং Web Design জন্য সেরা 200 টি best App, Tool আর Resource Collection 3


অনপেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এই টুলগুলো বেশ কাজের, তবে নতুনদের জন্যে এ টুলগুলোর ব্যবহার একটু কঠিন মনে হতে পারে।

By ইনকাম নিউজ

আমি একজন ফ্রিল্যান্সার। নিজে আয় করার পাশাপাশি নতুনদের সহযোগীতা করতে ভালবাসি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ