Google Search Console কি ? কিভাবে ব্যাবহার করবেন ?

Hi Friends আসা করি আপনারা সবাই ভালো আছেন ।আজকে আমি যে বিষয় এর উপর আলোচনা করবো সেটা হচ্ছে : Google Search Console কি ? কিভাবে ব্যাবহার করবেন ? । আপনি যদি এই বিষয়ে অজ্ঞত থাকেন তাহলে আজকের Topic আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ ।

Google Search Console

Friends আপনি যদি একটা ওয়েবসাইট বানান তাহলে Google Search Console আপনাকে অবশ্যই ব্যাবহার করতে হবে ।তা না হলে আপনার ওয়েবসাইট কখনো Rank করবে না এবং Google বুঝতে পারবে না যে আপনার কোনো ওয়েবসাইট আছে ।

আজকে আমি Google Search Console ব্যাবহার করতে গেলে কোন কোন পয়েন্টস Follow করতে হবে ? সুবিধা কি ? কোথায় Error আসে ? আরো অনেক কিছু Step By Step বলবো ।তাই আমি বলবো Google Search Console নিয়ে আমার আর্টিকেল টি ভালো ভাবে পড়লে আপনার সমস্ত Doubts Clear হয়ে যাবে ।

Google Search Console কি ?

Google Search Console বা Webmaster Tool হচ্ছে Google এর একটি বিষয় বস্তু । যেখানে কোনো ওয়েবসাইট কে Rank করার জন্য Submit করা হয় । ওই ওয়েবসাইট এর Overview ,Performance ,URL inspection, Check করা এবং আরো অনেক কিছু Google Search Console ব্যাবহার করে বোঝা যায়।

ওয়েবসাইট যদি আপনি Submit না করেন তাহলে ওই ওয়েবসাইট কখনো Rank করবে না এমনকি Google বুঝতে পারবে না যে আপনার কোনো ওয়েবসাইট আছে।

Google Search Console কিভাবে ব্যাবহার করবেন ?

Google Search Console ব্যাবহার করতে গেলে কতগুলো Step Follow করতে হবে :

প্রথমত আপনাকে Google এ সার্চ করতে হবে Google Search Console .প্রথম লিংক টা ক্লিক করার পর আপনি নিচে এই ধরনের একটা window দেখতে পাবেন ।
Google Search Console

তারপর আপনি Start Now বটম এ ক্লিক করবেন । ওখানে URL prefix অপসন এ আপনি আপনার ওয়েবসাইট এর URL copy করে পেস্ট করবেন তারপর CONTINUE বটম এ ক্লিক করবেন ।

এখানে আপনি Multiply অপসন পাবেন কিভাবে আপনি আপনার Google Search Console একাউন্ট কে Verify করবেন ?

এখানে আমি prefer করবো আপনি HTML Tag ,ওই অপসন এ ক্লিক করে Code টাকে Copy করে নিবেন ।

এখানে Instruction বলা আছে : “Copy the meta tag below, and paste it into your site’s home page.It should go in the section, before the first section”

এর মানে আপনার Template এর tag এর নিচে এই Code টাকে Paste করতে হবে ।

আমি Blogger এর জন্য দেখাচ্ছি ,আপনি যদি WordPress ব্যাবহার
করে থাকেন তাহলে ও একই Step Follow করতে হবে।

copy the code and paste it in blogger template

Code Paste করার পর আপনি Google Search Console এ গিয়ে
Verify এর উপর ক্লিক করবেন । কিছু সময়ের মধ্যে আপনার Google Search Console একাউন্ট Verify হয়ে যাবে। তারপর আপনি Go To Property এর উপর ক্লিক করলে এই ধরনের একটা Window দেখতে পাবেন ।

Overview Section : এই section এ ওয়েবসাইট এর কিছু gist দেখতে পাবেন ।Starting এ blank দেখাবে কিন্তু আপনার ওয়েবসাইট টি কিছু দিন হয়ে গেলে আপনি সমস্ত কিছু analysis করতে পারবেন । আমি নিচে বিস্তারিত ভাবে বলছি :

Overview page

Performance Section : এই section এ আপনি ওয়েবসাইট এর Performance details দেখতে পাবেন। এখানে আপনি সাধারণত সার্চ ইঞ্জিন unique রেজাল্ট দেখতে পাবেন ।Google Analytics রেজাল্ট এর সাথে কোনো মিল নেই । এখানে আপনি ওয়েবসাইট এর :

Total clicks -অর্থ্যাৎ আপনার কীওয়ার্ড সার্চ করে যতজন Visitors আপনার ওয়েবসাইট এ এসেছে ।

Total impressions : অর্থ্যাৎ যতজন Visitors আপনার ওয়েবসাইট টি Google এর যে পেজ এ ছিল ওই পেজ এ এসেছে ।

Average CTR : average CTR মানে আপনার ওয়েবসাইট এ Total impression এর মধ্যে Total Clicks কত হয়েছে।যদি ১০০ impression এর মধ্যে ১০ clicks হয় তাহলে আপনার average CTR হবে ১০% ।

Performance Page

Performance Types

QUERIES : এই সেকশন এ আপনি কোন Keyword এর উপর কতটা impression এবং কতটা clicks এসেছে দেখতে পাবেন ।

PAGES : এই সেকশন এ আপনি কোন ব্লগ পোস্ট এর উপর কতটা impression এবং কতটা clicks এসেছে দেখতে পাবেন ।

COUNTRIES : এই সেকশন এ আপনি কোন countries থেকে আপনার ওয়েবসাইট এ ভিসিটর্স আসছে দেখতে পাবেন ।যেমন আমার ব্লগ টি বাংলা ভাষায় তাই বেশিরভাগ লোক ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে আমার ব্লগ এ আসে ।

DEVICES : ডিভাইস মানে Mobile,বা Desktop কোন ডিভাইস থেকে আপনার ওয়েবসাইট এ Traffic আসছে ।

SEARCH APPEARANCE : ফ্রেন্ডস যখন কোনো ভিসিটর্স মোবাইল কিংবা ডেস্কটপ এ আপনার ওয়েবসাইট টি ওপেন করেছে এবং ওই সময় যদি ওর internate speed কমে যায় তাহলে light version আপনার search appearance এ update হয়ে যাবে ।

DATES : এই সেকশন এ আপনি প্রত্যেক date এ আপনার ওয়েবসাইট এ কতটা impression এর মধ্যে কতটা clicks এসেছে দেখতে পাবেন ।সাধারণত আপনি আজকে যদি ডেটা দেখেন তাহলে আপনাকে লাস্ট ২ দিন পর্যন্ত ডেটা দেখাবে ।

performance types page

URL Inspection : আপনার ওয়েবসাইট টিকে যদি Google এ শীঘ্রই Rank করতে চান তাহলে আপনার ওয়েবসাইট এর URL কে এখানে পেস্ট করে সার্চ করতে হবে ।তারপর আপনাকে index এর জন্য request indexing বটম এ ক্লিক করতে হবে ।

তারপর আপনার URL কে Google এ live করতে গেলে Test Live URL বটম এ ক্লিক করতে হবে । ফলে আপনি নিচে এমন ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন ।

URL Inspection

Coverage Section : Coverage section এ আপনার ওয়েবসাইট এ Error দেখতে পাবেন ।এখন আমার ওয়েবসাইট এ কোনো Error নাই তাই Zero দেখাচ্ছে । যদি আপনার ওয়েবসাইট এ Error আসে তাহলে আপনি solve করে নিবেন ।

coverage section

Sitemap Section : এই section এ আপনি আপনার ওয়েবসাইট এর sitemap submit করবেন । যদি আপনি sitemap submit না করেন তাহলে আপনার ওয়েবসাইট Google এ Rank করতে অনেক problem হবে । sitemap কিভাবে জেনারেট করতে হয় নিচে আর্টিকেল টি পড়ুন :

XML sitemap কি ? কিভাবে Generate করবেন ? Google Search Console কিভাবে Add করবেন ?

Removals : যদি আপনি কোনো পোস্ট কে কিছু সময়ের জন্য Google এ না দেখাতে চান সেটা যে কোনো কারণে তাহলে আপনি ওই পোস্ট এর URL টাকে copy করবেন দিয়ে NEW REQUEST
এর উপর ক্লিক করে পেস্ট করবেন সেখানে Remove this URL only ওই অপসন টিকে ঠিক রাখবেন দিয়ে next অপসন এ ক্লিক করবেন ফলে এটি ৬ মাস এর জন্য Google এ show করবে না। এটি সাধারণত blogger এর জন্য temporary কিন্তু WordPress এ আপনি Yoast SEO Plugin ব্যাবহার করে পার্মানেন্ট off করতে পারবেন ।

Core Web Vitals : এই section এ আপনি আপনার ওয়েবসাইট এর speed check করতে পারবেন ।সাধারণত এখানে দুটো Device Mobile এবং Desktop এ ওয়েবসাইট এর speed analyze করতে পারবেন । আপনার ওয়েবসাইট এর Speed কিভাবে কমেছে সবকিছুই বুঝতে পারবেন ।

Website speed analyze in desktop
Website Speed in Desktop

Mobile Usability : এখানে আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইট এর কোনো Error Mobile এ আসছে কিনা ।আমার এখানে Error জিরো এসেছে ।আপনার যদি এসে থাকে তাহলে সল্ভ করে নিবেন ।

Sitelinks SearchBox : এখানে ও আপনি দেখতে পাবেন আপনার কোনো Error আসছে কিনা ।Error এলে সল্ভ করে নিবেন ।

Security and Manual Action

Manual Action : এর মানে Google কি আপনার ওয়েবসাইট এ কোনো অ্যাকশন নিয়েছে কিংবা Blacklist এ ফেলেছে বা penalty করেছে যেখানে আপনার ওয়েবসাইট rank করছে না । আপনি ওই অপসন টিতে ক্লিক করবেন যদি No issues detected দেখায় তাহলে আপনার ওয়েবসাইট save আছে ।

Security issues : এখানে আপনার ওয়েবসাইট এ যদি কোনো virus অর্থ্যাৎ Malyar থাকে তাহলে আপনার ওয়েবসাইট visitors দের effect পড়তে পারে এবং ওদের system এ Virus চলে যেতে পারে ।
এখানে আপনি ক্লিক করে দেখবেন যদি No issues detected দেখায় তাহলে আপনার ওয়েবসাইট save আছে ।

Legacy tools and reports
International targeting : এখান থেকে আপনি international targeting করতে পারবেন ।আপনার ওয়েবসাইট টিকে কোন country তে দেখাতে চান আপনি টার্গেটিং করতে পারবেন ।যেমন আমি এখানে India select করেছি ।তেমনি আপনি ও country select করে Targeting করতে পারেন ।

targeting country

Crawl stats : Crawl stats এ আপনি দেখতে পাবেন যেদিন boots আসে Google থেকে ও কতটা পেজ Crawl করেছে দেখতে পাবেন ।
এবং ওই boots কতটা ডেটা ব্যাবহার করেছে বুঝতে পারবেন ।

এছাড়া boots কতটা Time Spend করেছে আপনার ওয়েবসাইট এ বুঝতে পারবেন ।

Crawl stats

Messages : Google Search Console থেকে যদি কোনো message
আসে আপনি এখানে দেখতে পাবেন । যদি কোনো Error আসে আপনি Email মাধ্যমে দেখতে পাবেন ।

নিচে দুটো অপসন আছে URL Parameters এবং Web Tools এই দুটো সেকশন ছেড়ে দিলে ও চলবে ।এগুলো আপনি ব্যাবহার করলে করতে পারেন জাস্ট কিছু details নেওয়ার জন্য ।

Links : এখানে আপনি দেখতে পাবেন আপনার কতখানি External link এবং Internal link আছে । কতটা top linking ওয়েবসাইট থেকে links create করেছেন এবং কোন anchor text এর উপর লিংক create করা হয়েছে । আপনি এখানে more অপসন এ ক্লিক করেও ভালো ভাবে জানতে পারবেন ।

Links by Google Search Console

Settings : এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই By default এই ভাবে রেখে দিন ।

Submit feedback : আপনি যদি feedback দিতে চান দিতে পারেন Google Search Console সম্বন্ধে ।

About New Version : Google Search Console এর এটি নতুন Version ।এখানে আপনি ইহা সম্বন্ধে সব কিছু জানতে পারবেন ।কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে সার্চ করে ও জানতে পারবেন ।

আরও পড়ুন : Spam Score কি ? কিভাবে Reduce করবেন ?

Conclusion
আশাকরি আমার আর্টিকেল টি পরে আপনি বুঝতে পেরেছেন :
Google Search Console কিভাবে ব্যাবহার করবেন? এই নিয়ে আর কোনো Question থাকলে অবশ্যই Comment box এ Comment করবেন ।

এবং অবশেষে আমাদের আর্টিকেল টি ভালো লেগে থাকলে
অবশ্যই নিচে Social Link গুলিতে ক্লিক করে Share করবেন ।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ