Bangladesh Google Maps নতুন তিন সুবিধা





Bangladesh Google Maps নতুন তিন সুবিধা
Bangladesh Google Maps নতুন তিন সুবিধা
Bangladesh Google Maps নতুন তিন সুবিধা বাংলাদেশে রাইডারদের জন্য গুগল ম্যাপসে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। মঙ্গলবার রাজধানী গুলশানের লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে নতুন এ ফিচারগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও উপস্থিত ছিলেন গুগল ম্যাপসের ডিরেক্টর প্রডাক্ট ম্যানেজমেন্ট ক্রিশ ভিতালদেভারা; সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দক্ষিণ এশিয়া) অনল ঘোষ; গুগলের বিজনেস অ্যান্ড অপারেশন্স লিড বিকি রাসেল এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স জেসিকা বায়ার্ন।

চলুন দেখে নিই বাংলাদেশের জন্য কী সুবিধা যুক্ত হয়েছে গুগল ম্যাপসে।

মোটরসাইকেল রাইডারদের জন্য
মোটরসাইকেল রাইডারদের জন্য নতুন নেভিগেশন মোড বা পথনির্দেশনামূলক ফিচার নিয়ে এসেছে গুগল ম্যাপস। যানজট এড়ানোর পাশাপাশি সময় বাঁচাতে বাংলাদেশে অর্ধেকেরও বেশি বাসা-বাড়ির কেউ না কেউ মোটরসাইকেল ব্যবহার করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তথ্য মতে, গত আট বছরে ঢাকায় নিবন্ধকৃত মোটরসাইকেলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ।

Bangladesh Google Maps নতুন তিন সুবিধা 1

মোটরসাইকেল রাইডারদেরও রয়েছে কিছু নির্দিষ্ট চাহিদা। গাড়ি যেসব পথ দিয়ে চলাচল করতে পারে না, গুগল ম্যাপসের নতুন ফিচারের মাধ্যমে সেসব সরু পথ দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন মোটরসাইকেল রাইডাররা। এছাড়া এমন অনেক রাস্তা বা হাইওয়ে আছে যেগুলোতে দুই চাকা বিশিষ্ট যানবাহন চলাচল নিষেধ, কারণ সেসব রাস্তায় গাড়ি ও মোটরসাইকেলের গতির পার্থক্য অনেক। Online income News

আগে পায়ে হাঁটা ও গাড়ি ড্রাইভিংয়ের মিলিত সম্ভাব্য সময় ধরে নিয়ে মোটরসাইকেল রাইডাররা গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় হিসেব করতেন। কিন্তু এখন গুগল ম্যাপের নতুন মেশিন লার্নিং ফিচারের মাধ্যমে মোটরসাইকেল রাইডারদের যাত্রার সময় হবে আরও নির্ভুল, যা মোটরসাইকেলের গতির উপর ভিত্তি করে রাইডারদের জানিয়ে দেবে। অন্যদিকে, টার্ন-বাই-টার্ন ডিরেকশন বা দিক-নির্দেশনায় যুক্ত করা হয়েছে গুগল ষ্ট্রিট ভিউয়ের ছবি নির্ভর নেভিগেশন সিস্টেম। এতে করে গুগল ম্যাপসের মাধ্যমে মোটরসাইকেল রাইডাররা পরবর্তীতে গন্তব্যে রওনা দেয়ার আগে ট্রিপের পূর্বপরিকল্পনা করতে পারবেন অনায়াসে।

টার্ন-বাই-টার্ন ভয়েস ডিরেকশনস
নতুন ফিচারের মধ্যে রয়েছে গুগল ম্যাপস-এর বাংলায় ভয়েস নেভিগেশন বা পথের নির্দেশনা প্রদান। ‘ইন ১০০ মিটারস, টার্ন রাইট অন টু বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ’-এর মতো ভয়েস নেভিগেশন এখন শোনা যাবে বাংলায়।

Bangladesh Google Maps নতুন তিন সুবিধা 2

উল্লেখ্য, নতুন ফিচারের মাধ্যমে Google ম্যাপসে বাংলা ভাষায় নেভিগেশন বা দিক-নির্দেশনা শোনা যাবে এবং একই সাথে গুগল ম্যাপস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ইংরেজী ভাষায় ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া, গুগল ম্যাপসে বাংলায় ভয়েস নেভিগেশন সুবিধা নিতে চাইলে অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিং অপশনে গিয়ে বাংলা (বাংলাদেশ) ভাষায় পরিবর্তন করে নিতে হবে।

নিরাপদ যাত্রা
Google ম্যাপস নিয়ে এসেছে নতুন সেফটি ফিচার। অ্যাপসে নিজের গন্তব্যে এবং সেখানে কোনো রুট বা কোন পথ দিয়ে যাবেন তা নির্ধারণ করার পর ‘স্টে সেফার’ এবং ‘সেট অব-রুট অ্যালার্টস’-এর মাধ্যমে নিজের নিরাপদ যাত্রার বিষয়টি নিশ্চিত করতে পারবেন ব্যবহারকারী। ক্যাব, রিকশা কিংবা রাইড শেয়ারিং চালক গুগল ম্যাপে যাত্রীর বেঁধে দেয়া রুট থেকে যদি ০.৫ কিলোমিটার দূরের রুটে বা রাস্তায় যায়, তবে মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে এবং ভ্রমণকারী জানতে পারবে যে সে তার নির্ধারণ করে দেয়া রুট থেকে কতখানি দূরে আছেন।

Bangladesh Google Maps নতুন তিন সুবিধা 3

এছাড়াও এই ফিচারের মাধ্যমে যাত্রী তার যাত্রা পথটির লাইভ পরিবার এবং বন্ধুদের সাথে স্ক্রিণ থেকেই সরাসরি শেয়ার করতে পারবেন। ফলে পরিবার এবং বন্ধুরা লাইভ দেখতে পারবেন যে তার পরিচিত মানুষটি সঠিক পথ দিয়ে যাচ্ছে কিনা এবং কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তাঁরা যেন দ্রুত পদক্ষেপ নিতে পারেন।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে পুরো বাংলাদেশের ৫০,০০০ কিলোমিটারেরও বেশি রাস্তা, ৮০ লাখের বেশি বিল্ডিং বা দালানকোঠা এবং ৬০০,০০০-এর বেশি চাহিদাসম্পন্ন স্থান ম্যাপে যুক্ত করেছে Google ।

বাংলাদেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google ম্যাপসের হালনাগাদ সংস্করণ ব্যবহার করে উল্লেখিত নতুন ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ