Google Chorme নিয়ে কিছু খুঁটি নাটি কথা

কেমন আছেন অন্ধুরা ?Google Chorme নিয়ে কিছু খুঁটি নাটি কথা  আজকে আপনাদের জন্য একটি সুন্দর ব্রাউসার নিয়ে এলাম, মূলত ব্রাউসার টি গুগল এর একটি পন্য। অনেকে এটি ব্যবহার করে পছন্দ করেছেন কারন অনেকের কাছে এই ব্রাউসার টি অনেক স্পিড এর মনে হয়েছে। আসল মূল কথা হচ্ছে সবার চয়েজ এর উপর নির্ভর করে। যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এক ঝলক কি কি রয়েছে এই Google Chorme এ 🙂

একটি বক্স এ সবকিছু :

এড্রেস বার এ কন লিঙ্ক অথবা সাইট এর নাম লিখলে আপনাকে সুন্দর ভাবে সাজেস্ট করবে সব সাইট / ব্লগ / ওয়েপ পেইজ গুলো যাতে আপনে যা সার্চ করছেন তা খুব সুন্দর ভাবে পেয়ে যান।

আপনার টপ সাইট গুলো থামবনেইল হিসেবে থাকবে :

আপনার প্রিয় সাইট গুলো যদি বুকমার্ক করে থামবনেইল হিসেবে সিলেক্ট করে রেখে দেন তাহলে নতুন যে কন ট্যাব খুলার সাথে সাথে আপনার সামনে সেই থামবনেইল গুলো চলে আসবে, যা আপনার ব্রাউসিং এর সময় আনন্দ বারিয়ে দিবে 😉

ইঙ্কোগ্নাইট মুডঃ

এই মুড ব্যবহার এর ফলে আপনি এমন একটি মুড এ চলে যাবে যেখানে আপনার ব্রাউসিং হিস্ট্রি সেইভ হবে না (প্রাইভেট ব্রাউসিং) যেহেতু ব্রাউসিং হিস্ট্রি সেইভ হচ্ছে না সেই হ্মেত্রে আপনার ব্রাউসার এর স্পিড কমে যাওয়ার চান্স ও কমে যাবে 😀
সেইফ ব্রাউসিং:

 

Google Chorme আপনার ব্রাউসিং এর দিকে খেয়াল রাখে। আমরা গুগল এ অনেক লিঙ্ক এর ভেতর প্রবেশ করি কিন্তু প্রতিটি লিঙ্ক কি আমাদের জন্য সেইফ ? আমরা যেই সাইট গুলোতে প্রবেশ করছি সেগুলো হতে পারে অনেক ভয়ানক সাইট যা কিনা আমাদের পিসি কে হ্মতি করতে পারে। সেই সাইট গুলোর মধ্যে যাবার সাথে সাথে এই ব্রাউসার টি আমাদের ওয়ার্ন করে দিবে।

তাহলে আর দেরি কেন সিগ্রই ব্যবহার করতে শুরু করুন, আর ব্যবহার এর জন্য তো ডাউনলোড করা লাগবে, তাই ডাউনলোড কতে ক্লিক করুন

Google Chorme নিয়ে কিছু খুঁটি নাটি কথা

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ