আমরা জানি, ফরেক্স মার্কেটে প্রায় ৯০% ট্রেডার লুজার। খুব ঠান্ডার মাথার এবং ভাল এনালাইসিস জানা ট্রেডাররাই কেবল নিয়মিত প্রফিট করে থাকে। ভাল এনাইলাইসিস জানা ট্রেডারও অনেক সময় মানি মানেজমেন্ট না মানার কারনে লস করে থাকে। ফরেক্স হেজিং ই একমাত্র ট্রেডিং সিস্টেম যেখানে প্রায় শতভাগ ট্রেডারই লাভ করে থাকে।
নানা রকম হেজিং রয়েছে। একই একাউন্ট একই কারেন্সিতে হেজ। একই একাউন্টে ভিন্ন ভিন্ন কারেন্সিতে হেজ। একই ব্রোকারের দুই বা তিন একাউন্টে হেজ। দুই বা তিনটি ব্রোকারে হেজ।
দুই বা তিনটি ব্রোকারে যখন আপনি হেজ করবেন তখন যদি আপনি এমন ব্রোকার নির্বাচন করেন যারা আপনাকে ট্রেডাবল বোনাস দেবে তাহলে আপনি প্রায় রিস্ক ফ্রী নিশ্চিত প্রফিট করতে পারবেন।
উদাহরন স্বরুপ ধরুন আপনি দুইটি ব্রোকার নির্বাচন করলেন। ব্রোকার A এবং ব্রোকার B. এখন ব্রোকার A তে আপনি ১০০ ডলার ডিপোজিট করে ১০০ ডলার বোনাস পেলেন। এবং ব্রোকার B তে ডিপোজিট করে ৫০ ডলার ট্রেডাবল বোনাস পেলেন। এখন দুইটি একাউন্ট যথাক্রমে ২০০ ডলার এবং ১৫০ ডলার হলো।
এখন একই সাথে দুইটি ব্রোকারে ট্রেড অপেন করতে হবে। একটাতে বাই একটাতে সেল। এখন মার্কেট যেদিকেই যাক আপনার যেকোন একটা একাউন্টে প্রফিট হবে নিশ্চিত। আরেক একাউন্টে লস হতে থাকবে।
লস হতে হতে যখন একটা একাউন্ট জিরো হবে তখন আরেকটা একাউন্টের ট্রেড ক্লোজ করে দিতে হবে। এখন যদি A তে প্রফিট হয় তাহলে
ব্রোকার A—
200+150 = 350 – (ডিপোজিট ২০০)=১৫০- বোনাস ১০০= ৫০নেট প্রফিট।
কিন্তু যদি ব্রোকার B তে প্রফিট হয় তাহলে
ব্রোকার B —
১৫০+২০০=৩৫০ – (ডিপোজিট ২০০) = ১৫০ – বোনাস ৫০= ১০০ নেট প্রফিট।
তার মানে আপনি ২০০ ডলার পুজি নিয়ে ট্রেড শুরু করলে মার্কেট যেদিকেই যাক হয় আপনার কমপক্ষে ৫০ ডলার বা সর্বোচ্চ ১০০ ডলার লাভ হচ্ছে। সপ্তাহে যদি এরকম একটা ট্রেড করতে পারেন তাহলে মাসে ৪০০-৫০০ ডার প্রফিট করা সম্ভব।
রিস্ক ও অসুবিধাসমূহ: এখানেও কিছু রিস্ক আছে। যেমন আপনি যদি একই টাইমে ট্রেড অপেন না করেন বা একই লটে ট্রেড অপেন না করেন এবং একই সাথে ট্রেড ক্লোজ না করেন তাহলে আপনার প্রফিট কমে যেতে পারে বা লসের স্বিকারও হতে পারেন। স্প্রেড এ বেশ কিছু কেটে নেবে ফলে প্রফিটের অংক কিছু টা কমে যাবে। যদি নিউজ টাইমে বা যখন স্পেড বেশি থাকে যখন ট্রেড অপেন করেন তখন আপনি লসের স্বীকার হতে পারেন। প্রথম প্রথম একটু প্রবলেম হতে পারে। কিন্তু দুই একবার করলে বিষয়টা একদম সহজ হয়ে যায়।
মোট কথা এখানে মার্কেট আপনি বুঝতে না পারলেও প্রফিট করতে পারবেন। কিন্তু অত্যান্ত মনোযোগ এবং বিচক্ষনতার সাথে ট্রেড করতে হবে। ছোট্ট ভুলও করা যাবেনা। প্রয়োজনে অভিজ্ঞ কারো সহযোগীতা নিতে পারেন।
যেকোন ধরনের সহযোগীতার জন্য: স্কাইপ: BDForexSchool বা ফেসবুকে: facebook.com/bdforexschool
amon Article e khujcilam
ভালো লিখছেন। ধন্যবাদ।