Fixed ডিপোজিটের বিপরীতে Loan সম্পর্কে জানুন

Fixed ডিপোজিটের বিপরীতে Loan সম্পর্কে জানুন

আর্থিক সমস্যা কখনো বলে কয়ে আসে না। অধিকাংশ সময় আর্থিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করাটা আমাদের জন্য কঠিন হয় পড়ে। নগদ অর্থের প্রয়োজনে আমরা সাধারণত কম মূল্যে সম্পদ বিক্রি করি, অথবা উচ্চ হারের সুদ পরিশোধ করতে হবে এমন ব্যক্তিগত লোনের দিকে ঝুঁকে পড়ি। নগদ অর্থের প্রয়োজনে Fixed ডিপোজটের বিপরীতে লোন নেওয়া কতটা উপযোগী সে বিষয় কি আপনি জানেন?

ফিক্সড ডিপোজিটের বিপরীতে লোন কি ?
ফিক্সড ডিপোজিটে আপনি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মোট জমাকৃত অর্থের উপর সুদ ভোগ করার সুযোগ পান। শুধু তাই নয়, আর্থিক প্রয়োজনে আপনি ফিক্সড ডিপোজিটের বিপরীতে লোন গ্রহণ করতে পারবেন। বাংলাদেশের অধিকাংশ ব্যাংক ফিক্সড ডিপোজিটের মোট মূল্যের ৯০% পর্যন্ত লোন প্রদান করে থাকে। এ লোনের বড় সুবিধা হল সাধারণ ব্যক্তিগত লোনের তুলনায় এতে সুদের হার কম থাকে।

যেহেতু ব্যাংক Fixed ডিপোজিটের বিপরীতে আপনাকে লোন প্রদান করে, তাই এ ধরণের লোনকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়া সুদের হারও অনেক পরিমিত থাকে। ফিক্সড ডিপোজিটের লোন ওভারড্রাফট আকারে প্রদান করা হয়। প্রয়োজনের সময় ফিক্সড ডিপোজিট ভাঙার তুলনায় এ লোন একটি ভালো বিকল্প।

সাধারণত এই লোনে কোন প্রসেসিং ফী জড়িত থাকে না। এবং অধিকাংশ ক্ষেত্রে, লোন অগ্রিম পরিশোধের জন্য কোন চার্জ বা ফী আরোপ করা হয় না।

সুদের হার কত ?
ফিক্সড ডিপোজিটের বিপরীতে গ্রহণকৃত লোনে সুদের হার একেক ব্যাংকে একেকরকম হয়ে থাকে। সাধরণত ফিক্সড ডিপোজিটের মোট আমানতের উপর যে পরিমাণ সুদ ব্যাংক দিয়ে থাকে, লোন গ্রহণকারীকে তার চেয়ে ১-২.৫% বেশি সুদ লোন পরিশোধে প্রদান করতে হয়।

যৌথ ফিক্সড ডিপোজিট বা কোন অপ্রাপ্তবয়স্কের নামের অধীনে ফিক্সড ডিপোজিট থাকলে কি লোন নেয়া সম্ভব ?
জেনে নেয়া ভালো, ব্যাংক কখনো অপ্রাপ্তবয়স্ক কারো নামে করা ফিক্সড ডিপোজিট একাউন্টের বিপরীতে লোন প্রদান করে না। তাছাড়া ফিক্সড ডিপোজিট একাউন্ট যদি যৌথভাবে দুই বা ততোধিক ব্যক্তির হয়, তবে লোনের সমস্ত ডকুমেন্ট সব একাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষর করিয়ে নিতে হবে। অর্থাৎ লোন পরিশোধের দায়িত্ব সব হোল্ডারদের উপর পড়বে। Online Income Site

লোন অনুমোদনের পরে কি হয় ?
লোন অনুমোদন হওয়ার পরেও, একাউন্ট হোল্ডার ফিক্সড ডিপোজিটের অর্থের উপর সুদ ভোগ করার সুবিধা পাবেন। ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই লোন পরিশোধ করতে হবে। মাসিক কিস্তি অথবা এককালীন পেমেন্টে লোন পরিশোধ করা যাবে। লোনগ্রহীতা যদি লোন পরিশোধে ব্যর্থ হন, তবে তার ফিক্সড ডিপোজিট একাউন্ট বন্ধ করে লোন পুনরুদ্ধারের ক্ষমতা ব্যাংক কর্তৃপক্ষের রয়েছে।

তো জেনে গেলেন ফিক্সড ডিপোজিটের বিপরীতে লোন সম্পর্কে। ভবিষ্যতে কোন আর্থিক প্রয়োজনে ফিক্সড ডিপোজিটকে আপনার বিপদের বন্ধু হিসেবে কাজে লাগাতে পারবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ