খুব সহজেই স্মার্টফোনেই জেনে নিন আপনি প্রেগন্যান্ট কিনা 1

প্রেগনেন্সি টেস্ট কিট কেনার ঝামেলা ভুলে যান। প্রযুক্তির জামানায় এবার স্মার্টফোনই জানিয়ে দেবে আপনি প্রেগন্যান্ট কিনা। জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির হ্যানোভার সেন্টার ফর টেকনোলজির গবেষকরা স্মার্টফোনের জন্য তৈরি করেছেন এমনই এক ফাইবার অপটিক সেন্সর। যার সাহায্যে খুব সহজেই ডায়বেটিস, প্রেগনেন্সি সহ একাধিক বায়োমলিকিউলার টেস্ট করা যাবে।

স্মার্টফোনের এই সেন্সর বডি ফ্লুইড, রক্ত, ইউরিন, লালা, ঘাম এবং নিশ্বাসও পরীক্ষা করতে পারবে।

এমনকী, এই সেন্সরের সঙ্গে জিপিএস সিগনাল যুক্ত করলে তা জানিয়ে দেবে আপনার পার্শ্ববর্তী ওষুধের দোকান, হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের হদিশও। সারফেস প্লাসমন রিজোনেন্সের সাহায্যে কাজ করে এই সেন্সর। যা কিনা প্রযুক্তির জমানায় বেশ আধুনিক বলেই দাবি করছেন গবেষকরা।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ