প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পেল ই-কমার্স

ই-কমার্স বা অনলাইনকেন্দ্রিক কেনাকাটার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

‘অনলঅইনে পণ্য বিক্রয়’ নামের ওই এসআরও জারি করেছে রাজস্ব বোর্ড । যেখানে আর ই-কমার্স কেনাকাটায় দ্বৈত মূসক থাকছে না। জাতীয় রাজস্ব বোর্ড রোববার একটি এসআরও দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে। সেবা কোড এস০৯৯৬০ এর আওতায় ‘অনলঅইনে পণ্য বিক্রয়’ নামের ওই এসআরও জারি করেছে রাজস্ব বোর্ড।

চলতি অর্থ বছরের বাজেটে মোট বিক্রয় মূল্যের ওপর কর আরোপ করা হলেও এবার তা কমিয়ে কমিশন বা সার্ভিস চার্জের ওপর ধার্য করা হয়েছে। এতে করে ব্যবসায়ী ও ভোক্তা উভয়েই প্রান্তিক পর্যায়ে দ্বৈত কর আর দিতে হবে না।

জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী, অনলাইনে পণ্য বিক্রয় অর্থ ইলেক্ট্রনিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সেই সকল পণ্য ও সেবার ক্রয়-বিক্রয়কে বোঝাবে যা ইতোপূর্বে কোনো উৎপাদনকারী বা সেবা প্রদানকারীর কাছ থেকে মূসক পরিশোধপূর্বক গৃহীত হয়েছে এবং যাদের নির্দিষ্ট কোনো সেবা কেন্দ্র নেই।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক আইন ও বিধি) হাছান মুহম্মদ তারেক রিকাবদার সাক্ষরিত ওই চিঠিতে অনলাইনে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে একটি ‘বিক্রয় মাধ্যম’ হিসেবে গণ্য করে এসব প্রতিষ্ঠান পণ্যের মূল সরবরাহকারী ও উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে কমিশন, ফি, সার্ভিস চার্জ, রেভিনিউ শেয়ারিং বা অন্যবিধভাবে সেবামূল্য গ্রহণ করে থাকে যুক্তিতে এসব প্রতিষ্ঠানকে পুনরায় সম্পূর্ণ পণ্য মূল্যের ওপর মূসব পরিশোধ করতে হবে না। বলা হয়ছে, গ্রাহক পর্যায়ে অনলাইনে পণ্য-সেবা পৌঁছে দেয়ায় প্রাপ্ত সেবা মূল্যের বিপরীতে এসব প্রতিষ্ঠানকে ৫ শতাংশ মূসক দিতে হবে।

এই বিষয়ে নাসিমা আক্তার নিশা নাসিমা আক্তার নিসা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর জয়েন্ট সেক্রেটারি জানান, রোববার অনলাইনে বেচা-কেনার সেবা কোডকে সুসঙ্গায়ণের মাধ্যমে এ বিষয়ে একটি এসআরও জারি করেছে রাজস্ব বোর্ড। এসআরও অনুযায়ী ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বাদ দিয়ে যে কমিশন বা সার্ভিস চার্জ ধার্য করা হবে কেবল তার ওপরই ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। সরকারের এমন সিদ্ধান্ত এই খাতের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি নিয়ে আসবে।

তিনি আরও বলেন, ই-ক্যাবের জোরালো দাবিতে অনলাইনে কেনা-বেচার ওপর আরোপিত মূসক প্রদানের বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে মোট বিক্রয় মূল্যের ওপর কর আরোপ করা হলেও এবার তা কমিয়ে কমিশন/সার্ভিস চার্জের ওপর ধার্য করা হয়েছে। এতে করে ব্যবসায়ী ও ভোক্তা উভয়েই প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পাবেন।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল জানান, তাদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন দিয়ে রাজস্ব বোর্ড এমন একটি নির্দেশনা দিয়েছে।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) যৌক্তিক দাবির প্রতি সমর্থন দিয়ে রাজস্ব বোর্ড এমন একটি নির্দেশনা দেয়ায় আমরা রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্টজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে এই আন্দলনে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রী টিপু মুন্স, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ