Doji Candlestick কি ?

আমরা নীচের চিত্রটি থেকে “Doji Candlestick” সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারি ।

Doji Candlestick কি ? 1

যখন কোন ট্রেডের Opening Price এবং Closing Price এক হয়ে যায়, তখন Candlestick যে গাঠনিক রূপ ধারণ করে তাকে (জাপানী ভাষায়) Doji Candlestick অথবা সংক্ষেপে শুধু Doji বলা হয় । উপরে Doji Candlestick এর একটি নমুনা দেখানো হয়েছে । যখন ট্রেডিং মার্কেটে Buyer এবং Seller এর মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়, তখনই এই Doji Candlestick গঠিত হয় এবং মার্কেটের ভিন্ন ভিন্ন পরিস্থিতির কারণে অনেক রূপে গঠিত হয়, নীচে তার কয়েকটা রূপ দেখানো হলো ।

Doji Candlestick কি ? 2

সাধারণ ভাবে কোন Doji Candlestick এর Opening Price এবং Closing Price মাঝামাঝি অবস্থান করলে এই Doji কে তখন Doji Star বলা হয়। এই Doji Star মার্কেটের অনেক গুরুত্বপূর্ণ সিগন্যাল প্রদান করে থাকে ।

Star Position কি ?

যখন কোন Candlestick আগের Candlestick অপেক্ষা কিছু (Gap) উপরে কিংবা নীচে গঠিত হয়, তখন দ্বিতীয় Candlestick টির অবস্থানকে Star Position বলা হয় । সাধারণত Star Position এ পজিশনে থাকা Candlestick এর Body ছোট সাইজের হয় এবং আগের Candlestick এর Body বড় সাইজের হয়, তবে সব সময় নয় ।

মার্কেটে ধারাবাহিক ট্রেডিং এর সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি হলে Star Position এ Candlestick গঠিত হয় এবং সাধারণত এখান থেকেই Reversal Trend শুরু হয় । বিভিন্ন ধরনের Candlestick যেমন – Doji, Hammer, Shooting Star, Spinning Tops, প্রভৃতি Star Position এ গঠিত হয় ।

Doji Candlestick কি ? 3

Doji Star :

কোন Downtrend মার্কেটে কিছু (Gap) নীচে Doji Star গঠিত হলে, সাধারণত এটিকে Doji Star (Bullish) বলা হয় 

Doji Candlestick কি ? 4

এই Doji Star সাধারণত মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে শর্ত হলো এই যে, এই Doji Star পরে শক্তিশালী Bullish Candlestick থাকতে হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো ।

Doji Candlestick কি ? 5

সাধারণত কোন Downtrend মার্কেটে Doji Star দেখতে পাওয়া গেলে এবং Doji এর পরে শক্তিশালী Bullish Candlestick না থাকলে, এই Doji মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে না, বরং তখন এই Doji মার্কেটের Downward Continuation সিগন্যাল প্রদান করে, নীচে এর উদাহরণ দেখানো হলো । উল্লেখ্য যে, এই নিয়ম Spinning Top (Downward Continuation) এর ক্ষেত্রেও প্রযোজ্য ।

Doji Candlestick কি ? 6

কোন Uptrend মার্কেটে কিছু (Gap) উপরে Doji Star গঠিত হলে, সাধারণত এটিকে Doji Star (Bearish) বলা হয় ।

Doji Candlestick কি ? 7

এই Doji Star সাধারণত মার্কেটের Downtrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে শর্ত হলো এই যে, এই Doji Star পরে শক্তিশালী Bearish Candlestick থাকতে হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো 

Doji Candlestick কি ? 8

সাধারণত কোন Uptrend মার্কেটে Doji Star দেখতে পাওয়া গেলে এবং Doji এর পরে শক্তিশালী Bearish Candlestick না থাকলে, এই Doji মার্কেটের Downtrend Reversal সিগন্যাল প্রদান করে না বরং তখন এই Doji মার্কেটের Upward Continuation সিগন্যাল প্রদান করে, নীচে এর উদাহরণ দেখানো হলো । উল্লেখ্য যে, এই নিয়ম Spinning Top (Upward Continuation) এর ক্ষেত্রেও প্রযোজ্য ।

Doji Candlestick কি ? 9

Southern Doji :

সাধারণত ভৌগলিক মানচিত্রের নীচের অংশকে Southern অংশ হিসেবে গণ্য করা হয় । তদ্রুপ, কোন Downtrend মার্কেটের ট্রেডিং Chart এ নীচের দিকে যে Doji দেখতে পাওয়া যায়, তাকে Southern Doji বলা হয় । এই Doji এর পরে শক্তিশালী Bullish Candlestick থাকলে মার্কেটে Uptrend Reversal শুরু হবে আর না থাকলে Downtrend Continuation হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো ।

Doji Candlestick কি ? 10

Northern Doji :

সাধারণত ভৌগলিক মানচিত্রের উপরের অংশকে Northern অংশ হিসেবে গণ্য করা হয়, তদ্রুপ, কোন Uptrend মার্কেটের ট্রেডিং Chart এ উপরের দিকে যে Doji দেখতে পাওয়া যায়, তাকে Northern Doji বলা হয় । এই Doji এর পরে শক্তিশালী Bearish Candlestick থাকলে মার্কেটে Downtrend Reversal শুরু হবে আর না থাকলে Uptrend Continuation হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো ।

Doji Candlestick কি ? 11

Long – Legged Doji :

Doji Candlestick কি ? 12

কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য খুব বেশী হয়ে গেলে ঐ Doji Star টিকে Long – Legged Doji বলা হয় । এই Doji কে যদি কোন Downtrend মার্কেটের তলায় দেখতে পাওয়া যায়, তবে এটি Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে । তবে, Uptrend Reversal সিগন্যাল নিশ্চিত হওয়ার জন্য Doji এর পরের ট্রেডটি অবশ্যই শক্তিশালী Bullish হতে হবে ।

Doji Candlestick কি ? 13

কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য খুব বেশী হয়ে গেলে ঐ Doji Star টিকে Long – Legged Doji বলা হয় । এই Doji কে যদি কোন Uptrend মার্কেটে দেখতে পাওয়া যায় এবং এটির পরে যদি কোন শক্তিশালী Bearish ট্রেড না হয় তবে, এই Doji তখন Uptrend Continuation সিগন্যাল প্রদান করে থাকে ।

Doji Candlestick কি ? 14

Dragonfly Doji :

Doji Candlestick কি ? 15

Dragonfly Doji মূলতঃ তখনই তৈরী হয় যখন কোন ট্রেডের Open, High এবং Close এক সমান হয়ে যায়, এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর লম্বা Lower Shadow যার দ্বারা বোঝা যায় যে, অনেক চেষ্টা করে মার্কেটে Price কমানো গেলেও Closing এর সময় সেই Price আবার বেড়ে Opening কে ধরে ফেলে । Dragonfly Doji কে মার্কেটের Downtrend এর তলায় দেখতে পাওয়া যায় এবং এটি মার্কেটের Uptrend কে নির্দেশ করে, নীচে Dragonfly Doji এর উদাহরন দেখান হল ।

Doji Candlestick কি ? 16

সাধারণত Downtrend মার্কেটের তলায় Dragonfly Doji দেখতে পাওয়া যায় এবং এটি Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে এর ব্যতিক্রমও ঘটে । অনেক সময় Uptrend মার্কেটের চূড়ায় Dragonfly Doji দেখতে পাওয়া যায় এবং তখন এটি Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে । উপরে Dragonfly Doji এর গঠন এবং নীচে এর ব্যবহারিক প্রয়োগ দেখানো হলো

Doji Candlestick কি ? 17

Gravestone Doji :

Gravestone Doji মূলতঃ তখনই তৈরী হয় যখন কোন ট্রেডের Open, Low এবং Close এক সমান হয়ে যায়, এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর লম্বা Upper Shadow যার দ্বারা বোঝা যায় যে, মার্কেটে Price এর বৃদ্ধি ঘটলেও Closing এর সময় সেই Price কে ধরে রাখা যায়নি, অর্থাৎ Price এর পতন ঘটে । Gravestone Doji কে মার্কেটের Uptrend এর চূড়ায় দেখতে পাওয়া যায় এবং এটি মার্কেটের Downtrend কে নির্দেশ করে, নীচে Gravestone Doji এর উদাহরন দেখান হল ।

Doji Candlestick কি ? 18
Doji Candlestick কি ? 19

সাধারণত Uptrend মার্কেটের চূড়ায় Gravestone Doji দেখতে পাওয়া যায় এবং এটি Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে এর ব্যতিক্রমও ঘটে । অনেক সময় Downtrend মার্কেটের তলায় Gravestone Doji দেখতে পাওয়া যায় এবং তখন এটি Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে । উপরে Gravestone Doji এর গঠন এবং নীচে এর ব্যবহারিক প্রয়োগ দেখানো হলো।

Doji Candlestick কি ? 20

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ