DJ-ওয়ালে বাবু’ খ্যাত বাদশার মোট সম্পত্তির অঙ্ক জানলে চমকে যাবেন।

মুম্বই: ডিস্কো থেক থেকে ঘরোয়া পার্টি…একটা গান ভুলেও মিস হবে না– এই প্রজন্মর নয়া সেনসেশন র‍্যাপার বাদশার গাওয়া ‘DJ-ওয়ালে বাবু’ — এই গানটি নিশ্চয়ই শুনেছেন। অন্যতম একটি হিট গান। গায়কের নামও নিশ্চয় কারও অজানা নয়। তাও আরও একবার মনে করিয়ে দেওয়া যাক। তিনি হলে র্যাডপার বাদশাহ। আসল নাম অদিত্য প্রতীক সিংহ সিসৌদিয়া।কিন্তু তার সম্পত্তির অঙ্কটা কেউ জানে না ।

বাদশার আসল নাম অদিত্য প্রতীক সিংহ সিসৌদিয়া। ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের ব্যান্ড ‘মাফিয়া মুন্ডির’-র সদস্য ছিলেন। ‘DJ-ওয়ালে বাবু’ -ই তাঁর ভাগ্য ওলার চাবিকাঠি! রাতারাতি লাইমলাইটের কেন্দ্রে

DJ-ওয়ালে বাবু’ খ্যাত বাদশার মোট সম্পত্তির অঙ্ক জানলে চমকে যাবেন। 1

২০১৪-য় বাদশা পাড়ি দিলেন বলিউডে! তারপর আর ফিরে তাকাতে হয়নি! একের পর এক কাজ করেছেন ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’, ‘খুবসুরত’, ‘ কাপুর অ্যান্ড সন্স’-এর মতো সপারডুপার হিট ছবিতে। দেখতে দেখতে বাদশার জনপ্রিয়তা আকাশ ছুঁল! পাশাপাশি বাড়ল তাঁর ব্যাঙ্ক ব্যালেন্সও!

জানেন, এই মুহূর্তে বাদশা কত টাকার মালিক ? বিস্বস্ত সূত্রের খবর, তাঁর বার্ষিক আয় সাড়ে ১০ কোটি টাকা। মোট ১০৫ কোটি টাকার মালিক তিনি। ব্যবহার করেন মার্সিডিজ বেঞ্জ জিএল৩৫০ যার দাম প্রায় ৮০ লক্ষ টাকা। জুতোই রয়েছে প্রায় দেড় কোটি টাকার। দিল্লিতে ‘দ্য প্রেসিদেন্তে’ নামের বাংলোটির দাম ১২ কোটি টাকা। এখানেই শেষ নয়! ‘DJ-ওয়ালে বাবু’-র  হাতঘড়ির দামই ৩৫ লক্ষ টাকা! এরেই কয় বাদশা!

আটিকেলটি :Bengali news18.com থেকে নেওয়া হয়েছে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ