ডিজিটাল পেমেন্ট পোর্টাল উদ্বোধন করল লংকাবাংলা ফিন্যান্স ও এসএসএল

লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড ও সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) মধ্যে সম্প্র্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুুক্তি অনুসারে লংকাবাংলা ফিন্যান্সের পেমেন্ট পোর্টালের মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ড ও মানি বিল্ডার ডিপিএস গ্রাহকরা তাদের বিল ও ডিপিএসের কিস্তি দিতে পারবেন।

এসএসএলের চিফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী, চিফ টেকনিক্যাল অফিসার শাহজাদা রেদওয়ান, হেড অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস সৌদ বিন জাহান, বিএফএসআইয়ের ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান, লংকাবাংলা ফিন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খুরশেদ আলম, হেড অব অপারেশন একেএম কামরুজ্জামান, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স উম্মে হাবিবা শারমিন, হেড অব কার্ড অপারেশন্স এবিএম ফারুক হোসেইন, হেড অব অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাটাবেজ সার্ভিসেস, আইসিটি কাজী মোহতাসিম বিল্লাহ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ