এ্ফিলিয়েট মার্কেটিং কি ?
আপনার কোন নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ, Facebook প্রোফাইল, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে অন্য কোন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণা করা এবং আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রিত পণ্যের উপর কমিশন আয় করা হল Affiliate মার্কেটিং।
আপনি দারাজের Affiliate মার্কেটিং এর পার্টনার হলে আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে যতগুলো পণ্য বিক্রি করবেন তার একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।
পড়ুন:
How to Make Money With ” Vitae. co”.? (“ভিটা.কম” দিয়ে কীভাবে অর্থ উপার্জন করবেন?)
Vitae.co সাইটে কি কি উপায়ে আয় করা যায় এবং কিভাবে এ্যাকাউন্টটি খুলবেন? (What are the ways to earn money on Vitae. co site and how to open an account?)
How To Make Money With ” English Content”.(Review of 2021) “ইংরেজি বিষয়বস্তু” দিয়ে কীভাবে অর্থোপার্জন করবেন ?
Vitae.co: কিভাবে নতুন বন্ধু খুজে নিবেন এবং বৃদ্ধি করবেন?(Vitae.co: How to find and grow new friends?)
Vitae.co: কিভাবে Page এ্যাকাউন্ট খুলবেন?(Vitae.co: How to open a Page Account?)
দারাজ Affiliate মার্কেটিং বলতে কি বুঝায় ?
দারাজ হল বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস। এখানে দারাজের অনেক পণ্য আছে । যার গুনগতমান অনেক ভাল । বর্তমানে দারাজে প্রায় এক লক্ষ ৫০ হাজারের অধিক পণ্য রয়েছে। আপনার সাইটেররেফারেন্স দিয়ে যদি দারাজের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনি কিছু কমিশন পাবেন। এটিই হল দারাজ Affiliate মার্কেটিং ।
দারাজে Affiliate মার্কেটিং করলে কি পরিমান কমিশন পাওয়া যায় :
দারাজ কোম্পানি সাধারনত প্রোডাক্টের ক্যাটাগরি ভিত্তিক কমিশন দিয়ে থাকে। ফ্যাশন প্রোডাক্টের জন্যআপনি সর্বোচ্চ ১০% পর্যন্ত কমিশন পেতে পারেন। যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি দারাজের১০০০০ টাকা মূল্যের ফ্যাশন পণ্য বিক্রি করেন তাহলে আপনার কমিশন হবে ১০০০০x৮% = ৮০০ টাকা ।
আর আপনি যদি নতুন ক্রেতা হন তবে দারাজ আপনাকে আরও ১০০ টাকা বেশি কমিশন দেবেন। ১৫ এর অধিক পণ্য বিক্রি করলে আরও ১% করে বেশি কমিশন পাবেন।
ফলে আপনার টোটাল কমিশনহবে ১০০০ টাকা । এভাবে দারাজ তার পণ্য বিক্রি বাবদ আপনাকে কমিশন দিয়ে থাকবেন
দারাজের একাউন্ট খুলবেন কিভাবে ?
দারাজে এ্যাকাউন্ট খোলা খুবিই সহজ ব্যাপার । তারপর ও আপনাদের সুবিধার জন্য দারাজে কি ভাবে এ্যাকাউন্ট খুলবেন সে আলোচনা করছি।
1.প্রথমেই আপনাকে দারাজ ওয়েব সাইট টি খুলতে হবে সেখান থেকে একদম নিচে নেমে Make Money with us > Become an affiliate partner এ ক্লিক করে “sign up for free now“ এই বাটন এ ক্লিক করতে হবে। Online Income Site
2.তারপর ভাল ভাবে বুঝে ফর্মটি পূরণ করতে হবে । তারপর ফিরতি ইমেইল এর মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করুন।
3.তারপর আপনি কিভাবে কমিশনের টাকা গ্রহন করবেন, তার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ঠিকানা দিতে হবে।
4.তারপর দারাজ এ্যাকাউন্ট ওপেন করুন ।এখানে দারাজের AD Media তে ক্লিক করে > Ad media KIT থেকে আপনার পছন্দের অফারের ব্যানার এবং লিঙ্ক আপনার ওয়েবসাইটে সংযুক্ত করে মাসের শেষে বিক্রির উপর কমিশন পেয়ে যাবেন আপনার এ্যাকাউন্টে ।
পড়ুন: ঘরে বসে আয় করুন, বাগডুম এফিলিয়েট র্মাকেটিং শুরু করুন
5.আপনার ইমেইলের ইনবক্সে দারাজের বিভিন্ন সময়ের প্রোডাক্টের অফারগুলোর সম্পর্কে মেইল যেয়ে থাকে, আপনি সেখান থেকে ব্যানার এবং লিঙ্ক নির্ধারণ করে আপনার ওয়েবসাইট থেকে প্রচারণা করিয়ে কমিশন আয় করা যায়।
6.প্রথম অবস্থায় আপনাকে কাজ করতে হবে দিনে ৪ থেকে ৫ ঘন্টা তারপর একটি নিদিষ্ট সময় পর তা কমে আসে। আপনি নিজেই বুঝতে পারবেন ।
পরিশেষে আপনার ওয়েব সাইটে গ্রাহক যদি বেশি হয় । তারা যদি আপনার প্রোডাক্টের গুনগত মান দেখেপ্রোডাক্ট কিনে ,তবে আপনি মাসে কম করে হলেও ১০,০০০-২০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
উপসংহার :
তাহলে আপনি কি বুঝতে পারলেন । দারাজের পণ্য নিয়ে যদি এ্যাফিলিয়েট মার্কেটিং করেন তবে তা বিক্রি বাবদ একটি কমিশন আপনি পেয়ে যাবেন ।এটা কোন মিথ্যা কথা নয় । এটায় এ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ ।এ কাজ করতে হলে আপনার এ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্পর্কে অবশ্যই ধারনাথাকতে হবে । এবং সেই সাথে থাকতে হবে একটি নিজস্ব সাইট । তাহলে আজ এ পযর্ন্ত । ভাল থাকবেন আশা করি ।
ধন্যবাদ
পড়ুন: বিভিন্ন ধরনের এফিলিয়েট মার্কেটিং সর্ম্পকে আলোচনা ।
Comments (No)