সিপিএ মার্কেটিং কি
সিপিএ মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের এফিলিয়েট মার্কেটিং যেটি ব্যবহার করে আপনি কোন পণ্য বিক্রি করে এবং ছোটখাটো কিছু কাজ করে ইনকাম করতে পারেন । এই কারণে একে বলা হয় কস্ট পার অ্যাকশন মার্কেটিং। সহজ কথায় আপনার অ্যাকশন যদি ফুল ফিল হয় তবেই আপনি কমিশন পাবেন। মানে বিক্রি কমপ্লিট হলে।
কোন ধরনের মানুষ সিপিএ মার্কেটিং করতে পারবে ?
অনলাইন থেকে আয় করতে ইচ্ছুক এবং মোটামুটি ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে এমন যেকোনো ব্যক্তি সিপিএ মার্কেটিং করতে পারে। এটা করার জন্য প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত সময় দিতে হবে। এছাড়া শেখার জন্য কোন একটি ভালো আইটি ফার্ম থেকে দুই থেকে তিন মাসের একটি কোর্স করে নিলেই হবে। সিপিএ মার্কেটিং কি ।
সিপিএ মার্কেটিং করার জন্য কি কি দরকার ?
সিপিএ মার্কেটিং কি এটি জানার পর সর্বপ্রথম প্রশ্ন আসে এটি করার জন্য কি কি প্রয়োজন, আপনি যদি সিপিএ মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। নরমাল একটা ব্লগ বা সাবডোমেইন দিয়েও আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে সিপিএ মার্কেটিং করতে পারবেন। সিপিএ মার্কেটিং কি।
কি কারণে সিপিএ মার্কেটিং শিখবেন ?
সিপিএ মার্কেটিং একটি সম্পূর্ণ স্বাধীন একটি পেশার মত এটা আপনার সম্পূর্ণ নিজের একটি বিজনেস । যেখানে বড় আকারে কিছু করতে আপনি অন্যদের চাকরি পর্যন্ত দিতে পারেন। এছাড়া এখান থেকে আপনি কোন রকম ঝামেলা ছাড়াই কাজ করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হল অন্যের আন্ডার ফ্রিল্যান্সিং করে কাজ খোঁজার চাইতে নিজে মার্কেটিং করা অনেক ভালো।
সিপিএ মার্কেটিং করে কত টাকা আয় করা যায় ?
সিপিএ মার্কেটিং কি এটি সঠিকভাবে বোঝার পর প্রশ্ন আসে সিপিএ মার্কেটিং করে কত টাকা আয় করা যায় ? সস কোথায় এটা নির্ভর করবে আপনি কতটা একদিন তার উপর আপনার ইনকাম টার্গেট যত বেশি হবে আপনার বিনিয়োগ ও তা তো বাড়াতে হবে। আপনার সাইটে যদি যথেষ্ট পরিমান ভিজিটর থাকে তাহলে এখান থেকে প্রতিদিন আপনি 20 থেকে 30 ডলার পর্যন্ত আয় করতে পারবেন। অনেকে এর থেকে বেশিও আয় করে থাকে।
সিপিএ মার্কেটিং করলে টাকা কিভাবে পাব ?
এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে …আপনি চেক পেপাল পেওনিয়ার কার্ড ও মাস্টার কার্ড অথবা ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
বিনিয়োগ ছাড়া সিপিএ মার্কেটিং থেকে কি টাকা আয় করা যায় ?
এই প্রশ্নের উত্তরটি হলো হা আপনার ভাল মানের ফ্রী ট্রাফিক থাকলে ইনকাম করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার পরিশ্রম বেশি করতে হবে।
আশা করি এখান থেকে সিপিএ মার্কেটিং কি এবং সিপিএ মার্কেটিং থেকে কিভাবে আয় করা যায় এ ব্যাপারে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন।
Comments (No)