এফিলিয়েট মার্কেটার হিসেবে কি পেইড মার্কেটিং করা উচিত? Boosting/paid Marketing for Sohoj Affiliate

ফ্রিল্যান্সিং জগতে টপ আর্নিয়ের বিষয়গুলোর মধ্যে Affiliate Marketing একবারে উপরের দিকে। প্রথম দিকে তেমন ইনকাম না আসলেও লেগে থাকলে ৬ মাস এক বছরের মধ্যে ব্যপক ইনকাম আসা শুরু হয়। বাংলাদেশের এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা মাসে ৫ লাখের বেশি টাকা আয় করছে। বাংলাদেশেও কিছু এফিলয়েট প্লাটফর্ম হয়েছে তার মধ্যে সহজ এফিলিয়েট বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান এফিলিয়েট প্লাটফর্ম। সারাদেশের প্রায় ৬০০০ এফিলিয়েট মার্কেটার এখানে কাজ করছে। এই এফিলয়েটদের মধ্যে অনেকেই Paid Marketing বা boosting এর উপর প্রশ্ন করে থাকেন।

অনেক এফিলিয়েট দুইটা প্রশ্ন করেন।

১. তারা বুস্ট করতে পারবেন কিনা?

২. বুস্ট করলে সেল আসে কিনা?

Boosting/paid Marketing for Sohoj Affiliate

উত্তর ১: হচ্ছে, আপনি বুস্ট করতে পারবেন। সহজ এফিলিয়েটের পক্ষ থেকে কোন নিষেধ নাই।

উত্তর ২: সঠিকভাবে বুস্ট করলে অবশ্যই সেল আসে। অনলাইনে ছোট বড় প্রায় সকল ইকমার্স সাইটই বুস্ট করে থাকে এবং বুস্টই তাদের প্রধান এবং কোন কোন সাইটের একমাত্র Marketing কৌশল। বুস্ট করেই তারা ব্যপক সেল পাচ্ছে।

এখন তাহলে আপনিও কি একজন এফিলিয়েট হিসেবে বুস্ট করবেন? করতে পারেন তবে এক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাকে আগে জানতে হবে। নিচের বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে পড়ুন।

১. যারা বুস্ট করে ব্যপক সেল পাচ্ছে তাদের খুব সুন্দর সাজানো গোছানো অনেক প্রডাক্ট, পোস্ট, ভিডিও সমৃদ্ধ একটা পেজ আছে। আপনার কি আছে? না থাকলে আপনি boosting করে শুধু লসই খাবেন।

২. আপনার পেজের শপ অপশন চালু আছে কিনা এবং সেই শপে যথেষ্ট প্রডাক্ট আপলোড আছে কিনা আগে নিশ্চিত হোন। কেননা আপনি যখন boosting করবেন তখন অনেক মানুষ আপনার পেজে আসবে এবং শপ থেকে প্রডাক্ট অর্ডার হবে। কিন্তু আপনার যদি শপ চালু না থাকে তাহলে আপনি অনেক সেল মিস করবেন।

৩. আপনি সঠিক নিয়মে বুস্ট করতে পারেন কিনা। বুস্টিংয়ের ক্ষেত্রে অনেক কিছু জানার আছে। Paid Marketing কলা কৌশল যত বেশি আপনার জানা থাকবে আপনি তত বেশি সেল পাবেন। আপনি এক্ষেত্রে যদি বেশি কিছু না জানেন তাহলে বুস্ট করে আপনি মোটেই ভাল ফল পাবেন না বরং আপনার boosting এর টাকাটাই জলে যাবে। একটি উদাহরন দেই।

ধরুন আপনি থ্রিপিস অথবা মেয়েদের কোন মেকাপ নিয়ে একটা বুস্ট করলেন। এখন বুস্টে ৯৫% কাস্টমারই হবে মেয়। এখন এই বুস্ট টা আপনি শুধুমাত্র ফিমেল কাস্টমার সিলেক্ট করলে আপনি ডাবল সেল পাবেন। আবার আপনার প্রডাক্ট ঠিক কোন বয়সি মেয়েরা ব্যবহার করে সেটা নির্ধারন করে দিলে সেলের পরিমান আরো বাড়বে।

আবার ধরুন, আপনি খুব দামি পারফিউম বা খুব দামি ব্রান্ডের কোন কসমেটিকসের বুস্টে সারাদেশ না দিয়ে ঢাকার গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি এরিয়া সিলেক্ট করলে অনেক অনেক বেশি সেল পাবেন। বিজ্ঞাপন খরচও কম হবে।এই বিষয়গুলোতে আপনার দক্ষতা না থাকলে কোন এক্সপার্ট ব্যক্তির সহযোগীতা নিলেই ভালো।

৪. আপনার পেজ ইনবক্সের অটোমেটিক রেসপন্সগুলো ঠিক ঠাক সেটাপ করেছেন কিনা। সেটা না থাকলে বুস্ট করলেও খুব ভালো রেসপন্স্ পাবেন না।কাস্টমার ইনবক্সে এসে আপনাকে কোন প্রশ্ন করলো। আপনি যত দেরিতে উত্তর দিবেন আপনার সেলস তত কমে যাবে। তাই কাস্টমারের আগ্রহ কমে যাবার আগেই সেলস কনফার্ম করা খুবই জরুরী। সেক্ষেত্রে পেজ ইনবক্সের অটোমেটিক রেসপন্সগুলো জানিয়ে নিন। কিছু কমন পশ্ন থাকে যেগুলো আপনি আগে থেকেই অটোমেটিক রেসপন্সে সেট করে রাখুন। আপনি অফলাইনে থাকলেও কাস্টমার সেই প্রশ্ন করলে ইন্সটান্ট উত্তর পেয়ে যাবে। এতে সেলস ও বাড়বে।

৫. প্রডাক্ট সম্পর্কে সঠিক জ্ঞান আছে কিনা। কেননা সঠিক তথ্য তুলে না ধরলে সেল আসবেনা। দুচারটা সেল হলেও আফটার সেলস অনেক বিড়ম্বনায় পড়তে হতে পারে।

৬. ধের্য আছে কিনা। বুস্টিংয়ের প্রথম দিন থেকেই ভাল ফলাফল নাও আসতে পারে। কেননা যারা শুধু বুস্ট করেই ভাল সেলস পাচ্ছে দেখা যাচ্ছে তারা রেগুলার বুস্ট করে এবং কখনো বুস্ট বন্ধ করেনা। এমনও না যে কিছুদিন বুস্ট করে কিছুদিন করেনা। বরং তারা Nonstop Boosting করে থাকে। ফলে প্রথম দিকে ভালো সেল না আসলেও আস্তে আস্তে ভালো ফলাফল আসতে থাকে।

৭. লস করার সামর্থ আছে কিনা। এই প্রতিযোগীতার মার্কেটে এমন হয় অনেক সময় বুস্ট করে বুস্টের টাকাই ওঠেনা। তাই অনেক সময় এমন হতে পারে যে আপনার বেশ লস হয়ে গেছে। সুতরাং লস করার সামর্থ না থাকলে boosting বা paid marketing আপনার জন্য না।

৮. ইউনিক এড আইডিয়া আছে কিনা। ইউনিক এড আইডিয়া ছাড়া বুস্টে ভাল ফলাফল পাওয়া কঠিন। যেমন ধরেন বুস্টে টেক্সটের চেয়ে ফটো তে ভাল রেজাল্ট আসে। ফটোর থেকে ভিডিও তে ভাল রেজাল্ট আসে। ফটোর ছবি বা লেখা যতো আকর্ষনীয় হবে তত বেশি সেল হবে। ভিডিও প্রথম ৫ সেকেন্ড যত আকর্ষনীয় হবে তত বেশি সেলস আসবে। ফটো বা ভিডিও সাথে যে টেক্সট বা টাইটেল থাকবে তা যত বেশি আকর্ষনীয় হবে তত বেশি সেল আসবে। এডের ক্ষেত্রে এরকম বুদ্ধদিপ্ত বিষয় যত সংযুক্ত করবেন তত সেল আসবে।

আপনি যদি এই পরিমান মেধাবী না হন তাহলে boosting থেকে ভাল ফল নাও পেতে পারেন। সর্বোপরি, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করছেন তাই আমরা রিকমেন্ড করবো আপনি আপনার সময় ও পরিশ্রম ইনভেস্ট করুন, টাকা বা পেইড বুস্ট না। তারপরেও আপনি যদি দ্রুত আপনার লক্ষ্যে পৌছাতে কিছু টাকা ইনভেস্ট করে boosting করতে চান করতে পারেন। তবে অবশ্যই উপরের বিষয়গুলো আগে পর্যালোচনা করেই সিন্ধান্ত নিবেন আপনার কি করা উচিত।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ