Bitcoin হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে । বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় 250 ডলার । অর্থাৎ 1 BITCOIN = $250 !!!
১ টাকা = ১০০ পয়সা । তেমনি ১ বিটকয়েন = ১০,০০,০০,০০০ সাতোশি ( ১০ কোটি শাতোশি) আবার ১০০ শাতোশি = ১ বিট
Bitcoin এর মাধ্যমে আপনি অন্যান্য পেমেন্ট প্রসেসর যেমন Skrill, Perfect money ইত্যাদী এর মতোই লেনদেন করতে পারবেন। বিভিন্ন ফরেক্স ব্রোকারও এখন বিটকয়েন support করছে। Bitcoin একাউন্ট খুলতে নিচের পদ্ধতি অনুসরন করুন।
Bitcoin থেকে Free income তো অনেকেই করছেন কিন্তু সমস্যা হচ্ছে সেই বিটকয়েন এর টাকা ক্যাশ করা নিয়ে। সরাসরি অন্যের কাছে কারো কাছে বিটকয়েন সেল করে ক্যাশ করা যায়। কিন্তু সবসময় ক্রেতা খুজে পাওয়া যায় না। এরকম সমস্যা থেকে থেকে মুক্তি পারেন সহজেই। ALFcashier একটা exchanger site. এই সাইট থেকে আপনি বিটকয়েন কে অন্য যেকোন currency তে exchange করতে পারবেন। যেমন Perfect Money, Okpay, LeqPay এমনকি আপনি সরাসরি Bank transfer ও নিতে পারবেন।
শুরুতে আপনাকে এই সাইটে একটি একাউন্ট খুলতে হবে। Online Income Site
Comments (No)