মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লোন নেয়ার সকল পদ্ধতি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লোন নেয়ার সকল পদ্ধতি

সবচেয়ে দ্রুততার সাথে আপনি যদি বাংলাদেশের কোন ব্যাংক থেকে লোন নিতে চান, তাহলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লোন আপনার জন্য অনন্য সহযোগী।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লোন খুব সহজেই নিতে পারবেন এবং এই ব্যাংকের লোন নেয়ার হিসাব সমীকরণ টি ও আসলে অন্যান্য ব্যাংক থেকে রীতিমতো সহজ।

মিউচুয়াল ট্রাস্ট Bank Loan সহায়তা নেয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট এর প্রয়োজন হবে এবং রিকোয়ারমেন্ট মেনে চললেই আপনি লোন নিতে পারবেন।

এছাড়াও বিভিন্ন প্রজেক্টের জন্য যে কেউ চাইলে মিউচুয়াল ব্যাংক থেকে লোন নিতে পারবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে লোন পরিশোধের কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।

Table of Contents

  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লোন এর রিকোয়ারমেন্ট
  • পার্সোনাল লোন রিকোয়ারমেন্ট এবং পরিমাণ
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হোম লোন
  • অটো লোন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লোন এর রিকোয়ারমেন্ট

নির্দিষ্ট স্যালারির মধ্যে যে কেউ চাইলেই মিউচুয়াল ব্যাংক থেকে loan নিতে পারবে; তবে লোন নেওয়ার বয়স সীমা হল 22 বছর থেকে 60 বছর পর্যন্ত।

এক্ষেত্রে ঋণের ন্যূনতম মেয়াদ থাকবে এক বছর এবং সর্বোচ্চ মেয়াদ থাকবে 5 বছর।  এই সময়সীমার মধ্যে ঋণ পরিশোধ করা কাম্য। Online Income Site

গ্রহণকৃত ঋণের জন্য মুনাফার হার প্রযোজ্য হবে। এই মুনাফার হার এর পরিমাণ হল ১১.০০%
চাকুরীজীবীদের জন্য সুদের হার ১১% এবং ব্যবসায়ীদের জন্য সুদের হার ১১.৫%

পার্সোনাল লোন রিকোয়ারমেন্ট এবং পরিমাণ

মিউচুয়াল ব্যাংক থেকে আপনি যদি পার্সোনাল লোন নিতে চান, তাহলে যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো অবশ্যই আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সে সমস্ত রিকোয়ারমেন্ট নিচে আলোচনা করা হলোঃ

  • বয়সসীমা অবশ্যই সর্বনিম্ন 21 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
  • সরকারী চাকুরীজীবি হলে কমপক্ষে 18 হাজার টাকা বেতনের চাকরিজীবী হতে হবে।
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন প্রতিনিধি হলে কমপক্ষে 20 হাজার টাকা বেতনের অধিকারী হতে হবে।
  • অন্যান্য যে কোন শাখার চাকরিজীবী হলে অবশ্যই 30 হাজার টাকা বেতনের ভুক্তভোগী হতে হবে।
  • স্বনির্ভর হলে অবশ্যই 50 হাজার টাকা।

চাকরির ক্ষেত্রে যে সমস্ত রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে সেগুলো হলোঃ

কমপক্ষে ছয় মাসের স্থায়ী চাকরি স্টেটমেন্ট এবং এক বছর চাকরিতে একটিভ থাকা।

যখনই উপরে উল্লেখিত রিকোয়ারমেন্ট গুলোর সাথে আপনার রিকোয়ারমেন্ট মিলে যাবে, তখন আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পার্সোনাল loan নিতে পারবেন।

এই ব্যাংক থেকে পার্সোনাল লোন নেয়ার জন্য ভিন্ন ভিন্ন চাকরিজীবীর জন্য ভিন্ন ভিন্ন মোটা অংকের টাকা দেয়া হয়।

সর্বনিম্ন 50 হাজার টাকা থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা লোন নেয়া সম্ভব।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হোম লোন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে হোম লোন নেয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট এর প্রয়োজন হবে, সে সমস্ত রিকোয়ারমেন্ট সম্পর্কে নিচে আলোচনা করা হলোঃ

  • সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 65 বছরের হতে হবে।
  • সরকারি চাকরিজীবীর জন্য 25 হাজার টাকা বেতন কাম্য।
  • বেতনভুক্ত নির্বাহী ৪০,০০০ টাকা।
  • স্ব-কর্মসংস্থান 50,000 টাকা।
  • ব্যবসায়ী / ভূমি অধিপতি / ল্যান্ড লেডি জন্য 50,000 টাকা কাম্য।

লোনের পরিমাণ

  • সর্বনিম্ন ৫ লক্ষ টাকা হতে সর্বোচ্চ ২ কোটি টাকা অবধি হোম লোন নিতে পারবেন।
  • তিন বছর থেকে 25 বছরের মধ্যে টাকাগুলো পরিশোধ করা কাম্য।

অটো লোন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে অটো লোন নেয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট এবং অন্যান্য বিষয়াদি প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

  • যোগ্য ব্যক্তির রিকোয়ারমেন্ট
  • কমপক্ষে 21 বছর এবং সর্বোচ্চ 60 বছর বয়সের ব্যক্তি এই লোন নিতে পারবে।
  • প্রতি মাসের ইনকাম কমপক্ষে 30000 টাকা হতে হবে।

লোনের পরিমাণ এবং সময়সীমা

  • সর্বনিম্ন ৫ লাখ এবং সর্বোচ্চ 20 লক্ষ অব্দি লোন নেয়া সম্ভব।
  • 12 মাস থেকে 60 মাসের মধ্যে লোন পরিশোধ করতে হবে।
  • কোন রকমের গোপন চার্জ প্রযোজ্য নয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লোন নেয়ার তিনটি গুরুত্বপূর্ণ খাত সম্পর্কে উপর আলোচনা করা হল। আপনি যদি আরো বিভিন্ন খাতের জন্য লোন নিতে চান তাহলে নিম্নলিখিত লিংকে ভিজিট করুন।

Loan

উপরে উল্লেখিত লিংকে ভিজিট করার মাধ্যমে আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে সমস্ত দেয়ার খাত রয়েছে সে সমস্ত খাতগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন।

এবং লোন নেয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট রয়েছে সে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো সম্পর্কে সর্বাধিক তথ্য সংগ্রহ করতে পারবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ