ব্যাকলিংক অডিট বর্তমানে কেন একটি সাইট সার্চ ইঞ্জিনে রেংক করছে? Why is Backlink Audit currently Ranking a Site in search engines?

ব্যাকলিংক অডিট বর্তমানে কেন একটি সাইট সার্চ ইঞ্জিনে রেংক করছে? Why is Backlink Audit currently Ranking a Site in search engines?

ফেসবুকের এক স্ট্যাটাসে বলেছিলাম, জনপ্রিয় ৫ টি নিস সাইটের এসইও অডিট করব। সেই ধারাবাহিকতায় এই পোস্ট! আজকে আমরা যে ওয়েব সাইট নিয়ে অ্যানালাইসিস করব যেটি কিনা বেস কিছু কিওয়ার্ডে ফিচার্ড সিনিপেট (Featured snippets) এ জায়গা করে নিয়েছে। যাকে আমারা ০ পজিশন বলে থাকি। আর এটা বলার অপেক্ষা রাখে না যে, ০ পজিশনে কারো সাইট যদি চলে আসে মানে সেই সাইটের আয় প্রায় আকাশচুম্বী। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমাদের আজকের কাংঙ্খিত নিস ব্লগটি:Backlink authorityadviser.com

Google Featured snippets
গুগলের ফিচার্ড সিনিপেট বা ০ পজিশনে আছে খুব ভাল একটি কিওয়ার্ডে

সাইটের বেসিক অডিট রিপোর্ট:
সাইটের বয়স: ১ বছর, ডোমেইন রেজিস্ট্রেশান তারিখ ১০ মার্চ, ২০১৭।
গুগল ইনডেক্স পোস্ট আছে: ১০৫ টা। যেখানে পেজ, ক্যাটাগরি ও অথর পেজও ইনডেক্স আছে। সাইট ম্যাপ অনুযায়ী ইনডেক্স পোস্ট আছে: ৮২ টা।
এলেক্সা র‍্যাংক হল: ৩,৮০,০০০±
Moz এর PA ও DA যথাক্রমে: ৪০ ও ৩২
Majestic এর TF ও CF যথাক্রমে: ২২ ও ২২
এলেক্সা’র ডাটার অথ্যমতে, গত ডিসেম্বর থেকে সাইটটি রেংকিং এ ভাল করতে থাকে যা কিনা আজ অব্দি ভালোর দিকে যাচ্ছে।

এলেক্সা রিপোর্ট
‘WebRank SEO’ Chrome Extension
কনটেন্ট অ্যানালাসিস
সাইটে কনটেন্ট আছে ৮২(±) টি, আর প্রতিটা কনটেন্ট এর লেন্থ ২,০০০ + ওয়ার্ড।

প্রায় প্রতিটা কনটেন্টেই রয়েছে কুইক ন্যাভিগেশন করার সুযোগ যা কিনা কনটেন্টের লেন্থ বাড়াতে সাহায্য করেছে।

এছাড়া প্রতিটা কনটেন্টে রয়েছে প্রডাক্টের ওভারভিউ টেবিল। এরি সাথে প্রতিটা সিঙ্গেল প্রডাক্টের “What We Liked” এবং “What We Didn’t Like” নামে আলাদা দুটি সেকশন রেখেছে।

কুইক ন্যাভিগেশন ও প্রডাক্ট ওভারভিউ টেবিল গুগলের ‘ফিচার্ড সিনিপেট বা ০ পজিশনে‘ জায়গা করে দিতে অনেক সাহায্য করছে। Online Income Site

এছাড়া প্রতিটি কনটেন্টে ইন্টারনাল লিংক ও অনেক হাই অথরিটি সাইটে এক্সটারনাল লিংক করা হয়েছে।একাউন্ট করে নিন 100 টাকা প্রতি রেফারে 10 টাকা

সাইটের Backlink ওভারভিউ:
আমরা এই সাইটের টোটাল অ্যানালাইসিস করতে দুইটা টুলস এর সাহায্য নিব। ১। serpstat এবং ২। ahrefs
বলে রাখা ভাল, যেকোন সাইট বা কি-ওয়ার্ড অ্যানালাইসিসের জন্য আমি এই দুইটা টুলসকে সবচেয়ে বেশি বিশ্বাস করি।

SERPSTAT এর ডাটা মতে:

রিপোর্টঃ serpstat
serpstat এর ডাটা মতে- এই সাইটের টোটাল Backlink (Google Sheet) আছে ৪,৮০০(±) টি, মোট রেফারেল ডোমেইন ৩৫০(±) টি, আর মোট রেফারেল আইপি আছে ৩৪১ টি।

SerpStat থেকে পাওয়া ইউনিক ডোমেইনের Backlink রিপোর্ট দেখুন- এক্সেল শিট

সাইটের মোট ৭৬ টি কিওয়ার্ড গুগল সার্চ ইঞ্জিনের প্রথম ১০ এর ভিতর আছে। যার ভিতর ২৮ টি কিওয়ার্ড আছে যা কিনা google.com (US) এর রেংকিং এ প্রথম ৫ এ আছে। serpstat এর ডাটা অনুযায়ী এই সাইটের সব কিওয়ার্ড রেংকিং পজিশন দেখুন এই পিডিএফ থেকে।

AHREFS এর ডাটা মতে:

রিপোর্ট: ahrefs
ahrefs এর ডাটা মতে- সাইটে অরগানিক ট্রাফিক আছে প্রায় ৭০,০০০। সাইটের টোটাল Backlink লাইভ আছে ৭.৯৯কে, মোট রেফারেল ডোমেইন ৩৭৯(±) টি।

Ahrefs থেকে পাওয়া ইউনিক ডোমেইনের Backlink রিপোর্ট দেখুন- এক্সেল শিট

সাইটের মোট ২৫২ টি কিওয়ার্ড গুগল সার্চ ইঞ্জিনের প্রথম ১০ এর ভিতর আছে। যার ভিতর ২০১ টি কিওয়ার্ড আছে যা কিনা google.com (US) এর রেংকিং এ প্রথম ৫ এ আছে। ahrefs এর ডাটা অনুযায়ী এই সাইটের সব কিওয়ার্ড রেংকিং পজিশন দেখুন এই google sheet থেকে।

Backlink অ্যানালাইসিস
এই সাইটের সকল ইউনিক Backlink (মোট ৩০৬ টি) এর ডাটা আমি অ্যানালাইসিস করেছি। যার বিস্তারিত নিচে দেয়া হল:

প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক (পিবিএন)
আমার রিসার্চ মতে, এই সাইটে সম্ভাব্য PBN আছে ৪৩(±) টি। আর এই পিবিএন গুলো এত বেশি শক্তিশালী যে এই সাইট রেংকিং এ অনেক বড় ভূমিকা পালন করেছে। এক ঝলকে দেখে নেই পিবিএন গুলোর বিস্তারিত:

সম্ভাব্য মোট পিবিএন ডোমেইন ৪৩(±) টা
পিবিএন ডোমেইন গুলোর ইউনিক আইপি ৪২ টা
একি আইপিতে ২ টা পিবিএন ডোমেইন রাখা হয়েছে।
পিবিএন ডোমেইন গুলতে এভারেজ পোস্ট আছে ৮-১০ টি করে।
পিবিএন গুলো বেশ গুছানো, যেখানের বেশিরভাগ পিবিএনে About us, contact us পেজ রয়েছে।
আলাদা আলাদা থিম ও কন্টেন্ট গুলো বেশ গুছানো ভাবে রাখা হয়েছে। প্রতিটা লেখায় অনেক ছবি ও ভিডিও দেয়া রয়েছে।
প্রতিটা পিবিএন সাইট এর হোম পেজ থেকে মানি সাইটে Backlink পাস করা হয়েছে। এছাড়া প্রতিটা পোস্ট থেকে বিভিন্ন অথরিটি সাইটেও লিংক দেয়া হয়েছে।
পিবিএন ডোমেইন গুলোর বিস্তারিত রিপোর্ট দেখুন – এক্সেল শিট

তবে, কিছু কিছু পিবিএন এর কন্টেন্ট এ স্প্যামি করা হয়েছে। নিচের ছবিতে দেখুন, জাস্টিন বিবার বিষয়ে লেখার এক পর্যায়ে হুট করেই অনেক টা জোর করেই তার সাইটের মার্কেটিং করেছে।

স্প্যামি Backlink
গেস্ট পোস্ট
সাইটে মোট লিংকের বড় একটি অংশ নেয়া হয়েছে গেস্ট পোস্ট বা ব্লগ আউটরিচ এর মাধ্যমে। সাইটের মালিক অকেন বেশি জোড় দিয়েছে এই গেস্ট পোস্ট ও ব্লগ আউটরিচের ক্ষেত্রে। আমার রিসার্চ ও অভিজ্ঞতা বলে এ ক্ষেত্রে তাকে অনেক অর্থ লগ্নি করতে হয়েছে।

এই সাইটে প্রায় ৫০+ গেস্ট পোস্ট করা হয়েছে, যার থেকে অধিকাংশই Do-follow Backlink এসেছে।

সবগুলো গেস্ট পোস্টের লিংক আলাদা ভাবে দেখুন – এক্সেল শিট

ডোনেশন/স্কোলারশিপ লিংক
সাইট টি কিছু সংগঠনকে অর্থ ডোনেট করার মাধ্যমে ব্যাকলিংক নিয়েছে। যেমন:

http://get-simple.info/sponsors-of-getsimple/
https://forum.snitz.com/donations.asp
http://www.warrencountyschools.org/olc/page.aspx?id=59568&s=13834
http://www.lincolnk12.org/students/counseling-office/
ব্লগ কমেন্ট থেকে নেয়া ব্যাংকলিংক
প্রায় ৮৬(±) টা ইউনিক ডোমেইন থেকে ব্লগ কমেন্ট করা হয়েছে, যার সব গুলো থেকেই ‘no-follow’ ব্যাকলিংক আসছে। আর বেশিরভাগ কমেন্টের Anchore Text ছিল ‘Walter’। টোটাল ব্যাকলিংক শিটে গিয়ে (ctrl+f) ফাইন্ডে “Walter” লিখে ফাইন্ড/সার্চ করলেই দেখতে পাবেন।

ব্লগের ইমেজ থেকে পাওয়া ব্যাকলিংক
সাইটে মোট ব্যাকলিংকের বড় একটা অংশ আসছে ইমেজ শেয়ারিং সাইট থেকে যার বেশিরভাগই অরগানিক। প্রায় ৬২(±) টি ব্যাকলিংক পাওয়া গেছে, যার বেশিরভাগই Do-follow ব্যাকলিংক।

প্রফাইল ব্যাকলিংক
সাইটে রয়েছে বেশ কিছু প্রফাইল ব্যাকলিংক যেমনঃ

https://community.sony.com/t5/user/viewprofilepage/user-id/399524
http://inmethod.com/forum/user/profile/66464.page
http://www.dead.net/member/walterforum
http://www.learnielts.com/forum/profile.php?id=123205
https://www.idolbin.com/gprofile/110715353582885280022 ইত্যাদি।
অন্যান্য ব্যাকলিংক
উপরের ব্যাকলিংক সোর্স ছাড়াও সাইটে আরো বেস কিছু সোর্স থেকে লিংক এসেছে। যেমন – ফোরাম ব্যাকলিংক, ইনফোগ্রাফিক ব্যাকলিংক, ডিরেক্টরি সাইট লিংক, সাইট অ্যানালাইসিস ব্যাকলিংক, রেটিং সাইট ব্যাকলিংক, সাইট সাবমিশন সাইট ব্যাকলিংক ইত্যাদি।

মতামত:
সর্বপরি, authorityadviser.com সাইট টি যার, তিনি নিঃসন্দেহে একজন বড় মাপের মার্কেটার। অনেক সময়, শ্রম ও অর্থের বিনিময়ে তিনি এই সাইটটি তৈরি করেছেন।

আমার মতে এই সাইটটি কে আর ১০টা যে কোন অ্যাফিলিয়েট সাইট থেকে আলাদা করা যায় শুধু মাত্র এর পিবিএন আর গেস্ট পোস্টের মাধ্যমে। কম্পিটিটিভ কিওয়ার্ডে সাইট টি রেংকিং ভাল অবস্থানে থাকার মুল কারন হল পিবিএন আর গেস্ট পোস্ট!

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ