মানুষ আজকাল বিজ্ঞাপন দেখতে পছন্দ করে না। বিজ্ঞাপনের প্রতি মানুষ ততটা ভরসাও পায়না। তাই কন্টেন্ট মার্কেটিং একটি ইনডায়রেক্ট এপ্রোচ। তাহলে কেন আমরা এটা ব্যবহার করব। কেন এই কাজে সময় নষ্ট করবো? কারন এটা অনেক সময় এডের চেয়েও বেশি কাজ করে। সবাই ইউজফুল ইনফরমেশন পেতে বেশি আগ্রহী। Content Marketing সেই বিষয়টাই আমরা এই পোস্টে জানবো।
B2B কনটেন্ট মার্কেটিং কি?
বি টু বি কনটেন্ট মার্কেটিং হলো ব্র্যান্ড সচেতনতা, ট্র্যাফিক, লিডস এবং ব্যবসায়ের থেকে ব্যবসায়িক সংস্থাগুলির বিক্রয় বাড়ানোর জন্য পন্য সামগ্রী বিস্তারিত তথ্য বিতরণ করার অনুশীলন। B2B তে সামগ্রী বিপণনের সাধারণ ফর্মগুলির মধ্যে রয়েছে ব্লগিং, পডকাস্টিং, ইমেল নিউজলেটার এবং ইনফোগ্রাফিক্স। ট্রেডিশনাল মার্কেটিংয়ে সাধারনত কোম্পানীর মার্কটিং করা হয়। আর কনটেন্ট মার্কেটিংয়ে প্রডাক্টের বিষয়ে বিস্তারিত ধারনা দেওয়া হয়। সুতরাং ট্রেডিশনাল মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য আছে। কন্টেন্ট মার্কেটিং একটু লংটার্ম মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে কাস্টমার আপনার কাছে পাওয়া তথ্য থেকে বুঝতে পারবে আপনার সার্ভিসের কোয়ালিটি, ফলে সে আপনার কাস্টমার হতে আগ্রহী হবে। কন্টেন্ট মার্কেটিং এর একটি জনপ্রিয় উপায় হচ্ছে ইমেইল নিউজলেটার।
B2B কন্টেন্ট মার্কেটিং এর একটা উদাহরন।
ধরুন একটি মোবাইল কোম্পানী সরাসরি তার মোবাইলের নতুন মডেলের বিজ্ঞাপন তৈরি না করে এমন একটা তথ্যবহুল ভিডিও তৈরি করলো যে ভিডিওতে উপস্থাপন করলো, কোন বিষয়গুলো মাথায় রেখে ফোন কেনা উচিত। কোন বয়সের মানুষের কোন ফোন দরকার হয়। ইত্যাদি ইত্যাদি নানান প্রয়োজনীয় তথ্য। শেষের দিকে বলা হলো যে এই ধরনের ফোন এই কোম্পানী তৈরি করে থাকে। এতে যাদের ফোন কেনার দরকার তারও উপকৃত হলো। কোম্পানিরও সেল হলো। আর যাদের ফোন কেনার দরকার নাই তারাও কিছু তথ্য পেয়ে উপকৃত হলো। এটাই মুলত B2B কনটেন্ট মার্কেটিং।
Comments (No)