Android মোবাইলে Whaff এর মাধ্যমে আয় করার সহজ উপায় হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন । আমিও বেশ ভালো আছি । আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই ব্যক্ত করি সব সময়। Android মোবাইলে Whiff এর মাধ্যমে আয় করার সহজ উপায়—
বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটু আয়ের ব্যাপার নিয়ে আলোচনা করবো। বিশেষত আজকে আমি তাদের আয়ের ব্যাপারে কথা বলব, যাদের পিসি নেই এবং পিসি থাকা সত্ত্বেও পিটিসি বা অন্যকোনো জায়গা থেকে আয় করতে পারছেন না। তো চলুন শুরু করা যাক—
তো প্রথমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারিরা প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর যথারীতি ইনষ্টল করুন এবং ওপেন করুন।ওপেন করার পর দেখবেন পেজ আকারে আপনাকে টিউটোরিয়াল শেখাচ্ছে কিভাবে এখান থেকে আয় করবেন। দেখার পর আপনি উপরের মেনুর বামদিকে দেখবেন লগিন লেখা আছে,সেখানে ক্লিক করুন। করার পর দেখবেন ফেসবুক পেজ লোড হয়েছে। এখন আপনার ফেসবুক আইডি দিয়ে লগিন করুন।
Brain Food
অফার Sponsored by Esho Ay Kori
Esho Ay Kori থেকে লেখালেখি করে আপনিও ইনকাম করুন। [সবার জন্য উন্মুক্ত]।
যদি কোনো Invitation Code চায় তাহলে এই কোড দিয়ে দিবেন। কোডটি হলঃ BG42026.এটা না দিলে আপনি লগিন করতে পারবেন না। তবে কোনো কোনো মোবাইলে না ও চেতে পারে। আপনি যদি এই কোড দেন তাহলে আপনি ০.৩০$ ডলার পাবেন আপনার একাউন্টে। আর যদি কোড না দেন তাহলে কিছু পাবেন না। এটাকে রেফারেল লিঙ্ক মনে করবেন না। এটি দিলে আপনার আয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাবে আর কি। এই হচ্ছে বেসিক।
এখন আয় বাড়াবো কিভাবে?
আপনি লগিন করার পর দেখতে পাবেন অনেকগুলো গেম অথবা সফটওয়্যার এসেছে। এগুলো খুব ছোট এম্বির হয়। যদি কোনোটি বড় এম্বির হয় তাহলে প্যাকেজ ডাটা ব্যবহার করে এড়িয়ে যান। আপনি এগুলো ডাউনলোড করলে ০.২০ থেকে ০.৯০ এবং মাঝে মাঝে ১.৩০ ডলার ও পেতে পারেন। তাছাড়াও এগুলো প্রতিদিন ব্যবহার করলে আপনাকে ০.০৫ থেকে ০.২৫ ডলার পর্যন্ত পে করবে। আবার আপনি যদি কোনো কিছু ডাউনলোড করেন এবং তা প্রতিদিন ওপেন করেন। তাহলে ২ দিন পর আপনি ০.১০ ডলার পাবেন। তাছাড়া আপনি প্রতিদিন Whaff এ ঢুকলে ০.০১ ফ্রিতে দিবে। এটাকে বলে রেগুলার এটেনডেন্স।
মিনিমাম পেআউট কত?
মিনিমাম পেআউট মাত্র ১০ ডলার। পেপাল এর ক্ষেত্রে ১০.৫০ ডলার। ১০ ডলার আয় করতে তো অনেক সময় লাগবে, তাই না? মোটে ও না। এটা শুধু দেখতে মনে হয়। তবে ৫-৯ দিনেই আপনি পৌছাতে পারবেন যদি আপনি সময় দেন।
পেমেন্ট কিভাবে নেব?
তারা Paypal, Amazon Gift Card, League Of legends, Itunes, Playstation Store Giftcard, Steam Giftcard, Xbox Giftcard, Facebook Giftcard এ পে করে। Playstore Gift Card এর মাধ্যমে আপনি Clash Of Clans এর জেমস কিনতে পারবেন।
পেমেন্ট দিতে কত সময় লাগে?
সর্বোচ্চ ৭২ ঘন্টা। কিছু কিছু ক্ষেত্রে আরো ৫-৬ ঘণ্টা বেশি সময় নেয়। তারা পেমেন্ট দিবে তো? ১০০% দিবে। বিস্বাস না হলে গুগলে সার্চ করুন।অসংখ্য পেমেন্ট প্রুফ পাবেন। আজকে এ পর্যন্তই। সামনে নতুন একটি আর্টিকেলে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভলো থাকুন সুস্থ থাকুন।
Comments (No)