খরগোশে সাতগুণ লাভ

facebook twitter pinterest linkedin শখের বসে খরগোশ পালন করে শেরপুরের নকলা উপজেলার বেকার যুবকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলার ভূরদী গ্রামের মনির, ডাকাতিয়া কান্দার মোশারফ, ইশিবপুরের আদেল ও হুমায়ুন কবির বর্ষা এবং কাশিগঞ্জের সুরুজ আলীর মতো অনেকেই খরগোশ পালন করে সংসারে সচ্ছলতা এনেছেন। বাড়িতে খরগোশ পালন করে এসব বেকার যুবক শুধু সফলই হননি, অন্যদেরও পথ দেখাচ্ছেন। ফলে দিন দিন খরগোশ পালনের আগ্রহ বেড়েছে স্থানীয় বেকার যুবকদের মাঝে। খরগোশ পালনে খরচের তুলনায় আট দিক দিয়ে গড়ে লাভ হয় প্রায় সাতগুণ। স্থানীয়রা জানান, খরগোশের মাংস সুস্বাদু, পুষ্টিগুণে ভরা। এ প্রাণীটি পালনে আলাদা আবাসস্থল নির্মাণ করতে হয় না, শ্রমও কম দিতে হয়। খরগোশ সব … Continue reading খরগোশে সাতগুণ লাভ