আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে / এডমিন কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য। কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি।
@
এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। CPA এর ফুল মিনিং দাড়ায় Cost Per Action, এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে পেমেন্ট কিছু কাজের উপর নির্ভর করে দেয়া হয়। সেটা হতে পারে রেজিষ্টেশন, ইমেল সাবমিট, পিন সাবমিট অথবা ডাইনলোড।[বাংলাদেশের জন্নে শুধুমাত্র ডাইনলোড এর লিড টাই কাজ করে Success হতে পারবেন। CPA মার্কেটিং জন্য এডয়ার্ক মিডিয়া ও পীরফ্লাই ১ম সারির CPA নেটোয়ার্ক।
@
CPA মার্কেটিং বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর ধারনাই পালটে দিয়েছে। এমাজনের এফলিয়েট মার্কেটিং এর কথাই ধরুন।
এমাজন আপনাকে শুধুমাত্র তখনি টাকা দিবে যখন আপনার মাধম্যে তাদের কোন প্রোডাক্ট সেল হবে। এটা আসলেই অনেকটা কষ্টসাধ্য ব্যপার। নতুন ইন্টারনেট মার্কেটার দের জন্যতো অনেকটা অসম্ভব। সেখানে CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়, নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। যেমনঃ- ফর্ম সাবমিট
[কিন্তু আমি আগেই বলছি আমরা শুধুমাত্র ডাউনলোড নিয়ে কাজ করবো ]এটাতে বেশি কষ্ট নেই -]
বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর চেয়ে CPA মার্কেটিং এর মাধ্যেমে সহজে কয়েকগুন বেশি আয় করা সম্ভব।[সবচেয়ে বড় সুবিধা হল -আমরা কাজ সিকিয়ে কিভাবে মার্কেটিং করতে হয় সব সিকিয়ে দিবো আমরা-]
EARNINGS -PER MONTH $40 MINIMUM -$100
কাজ করার যোগ্যতা-
১. অনলাইন এর সম্পর্কিত বেসিক ধারনা থাকতে হবে
২.মেইল,ইয়াহু ইত্যাদি কিভাবে খুলতে হয়, মেইল করতে হয় এগুলা সম্পর্ক এ বেসিক জানতে হবে,
৩.ফেসবুক এর গ্রুপ কিভাবে খুলতে হয় এবং পেজ কিভাবে খুলতে হয়। এক কথায় ফেসবুক সম্পর্কিত সব ধারনা থাকতে হবে।
৪. ব্লগস্পট লাগবে। এবং ব্লগ এ টিউন করা জানতে হবে।[থাকলে ভালো না থাকলে ও হবে]
৫.বাংলায় টাইপ করা জানতে হবে [Android দিয়েও টাইপ করলে হবে]
৬.3G স্পিড ইন্টারনেট লাগবে।
৭.মডেম অথবা ব্রডব্যান্ড হলেও হবে।
৮.পেজা অ্যাকাউন্ট লাগবে – বেস এগুলে হলেই আপনি কাজ করার জনেন প্রস্তুত।
জারা ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করেন।
কোর্স ১ দিনের –
কোর্স ফি – ৫০০ টাকা
সময় খুব কম
যারা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন
অথবা Skype ID : israfilcs
ধন্যবাদ।
Comments (No)