সহজ Data Entry কাজ করে সহজেই ইনকাম করা যায় সতর্কীকরণ! ব্যক্তিগতভাবে আমি কখনোই Data Entry বা ক্যাপচা এন্ট্রি’র কাজ পছন্দ করিনা। এখানে পরিশ্রম অনেক বেশি কিন্তু ইনকাম খুবই কম। সুবিধা একটাই: কাজ করার জন্য কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা লাগে না। দেখে দেখে টাইপ করতে পারলেই হয়। কীভাবে প্রোটাইপারসে কাজ করবো? রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে লগিন করুন। তারপর “Start Working” বাটনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। নিচের স্ক্রিনশটটি দেখুন। দেখলেই বুঝতে পারবেন। ইমেজ লেখার পাশের ইমেজটি নিচের টেক্সট বক্সে দেবেন এবং এন্টার চাপবেন।
কেন এই লেখা?
শুরুতে বলেছি আমি Data Entry বা ক্যাপচা এন্ট্রি’র কাজ পছন্দ করি না। তারপরও কেন এই লেখা? এই লেখা শুধুমাত্র একটা কারণেই। অনেকেই অভিযোগ করেন তিনি অনলাইনে আয় করতে পারছেন না। ব্যর্থ হচ্ছেন। কাজ পাচ্ছেন না… ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র তাদের কথা বিবেচনা করেই এই লেখার অবতারণা। অনলাইনে আমি যে কয়টি নির্ভরযোগ্য ক্যাপচা ডাটা এন্ট্রির ওয়েবসাইট পেয়েছি তাদের মধ্যে প্রোটাইপারস আমার কাছে সেরা মনে হয়েছে। তাই জন্যই এটা নিয়ে লিখতে বসলাম।
ক্যাপচা এন্ট্রি কী?
ক্যাপচা এন্ট্রি কী?
এটা খুবই সিম্পল একটা কাজ। বিভিন্ন ওয়েবসাইটে লগিন করতে গেলে দেখবেন একটা কোড আসে যেটা পাশে বা উপরের বক্সে টাইপ করে লগিন বা রেজিস্ট্রার করতে হয়। সেইটাকে বলে ক্যাপচা।
এখানে আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনাকে এই ধরণের কাজ করতে হবে। একটা একটা করে ক্যাপচা আসবে আর আমি দেখে দেখে শুধু টাইপ করবেন আর এন্টার চাপবেন।ক্যাপচা এন্ট্রি
প্রোটাইপারস কি?
প্রোটাইপারস হচ্ছে ক্যাপচা এন্ট্রি কাজের ক্ষেত্র। এখানে রেজিস্ট্রার করে আপনি ক্যাপচা Data Entry র কাজ করতে পারবেন। এদের ইন্টারফেস খুবই সুন্দর এবং সহজ। এখানে সাইনআপ করতে কোনো টাকা/পয়সা লাগে না।
সম্পূর্ণ ফ্রি প্রোটাইপারস রেজিস্ট্রেশন প্রোটাইপারস ফ্রি রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন করার সময় আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে হবে। এটা পরে আর চেঞ্জ করা যায় না। সুতরাং ভাবনা-চিন্তা করে এটা সিলেক্ট করবেন কীভাবে প্রোটাইপারসে কাজ করবো?
রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে লগিন করুন। তারপর “Start Working” বাটনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে।
নিচের স্ক্রিনশটটি দেখুন। দেখলেই বুঝতে পারবেন। ইমেজ লেখার পাশের ইমেজটি নিচের টেক্সট বক্সে দেবেন এবং এন্টার চাপবেন।
প্রতিটি ক্যাপচা এন্ট্রি করার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন। তবে সাধারণত ৩-৫ সেকেন্ডেই হয়ে যায়।
আপনি যদি আরও দ্রুত কাজ করতে চান তাহলেও এখানে ব্যবস্থা আছে। ওদের হাইস্পিড ওয়ার্ক বেটা সংস্করণ-এ ক্লিক করলে আরও দ্রুত ক্যাপচা পাবেন যদি আপনার নেট স্পীড ভালো হয়ে থাকে।
প্রোটাইপারস পেমেন্ট কীভাবে পাবো?
প্রোটা্পারস ৫ ধরণের পেমেন্ট মেথড সাপোর্ট করে। এতো বেশি পরিমাণ পেমেন্ট মেথড আর কোনো ক্যাপচা Data Entry সাইটে আছে বলে আমার জানা নেই। অন্তত আমি যখন কাজ করতাম তখনতো ছিলোই না।
এগুলো হচ্ছে- পেপাল, ওয়েবমানি, ওয়েস্টার্ন ইউনিয়ন, পারফেক্ট মানি এবং পেয়যা (এলার্টপে)।
প্রতিটি পেমেন্ট মেথড নিয়ে ভবিষ্যতে বিস্তারিত লেখার ইচ্ছে আছে।
যাইহোক, আপনি এই ৫টা পেমেন্ট মেথডের যেকোনো একটা ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে প্রতি সপ্তাহেই টাকা উইথড্র করতে পারেন।
মিনিমাম পেআউট মাত্র 3 ডলার।
I withdraw from payza. if you don.t have payza account check here to get a free payza account
I withdraw from payza. if you don.t have payza account check here to get a free payza account
প্রোটাইপারস-এর সুবিধা
ক্যাপচা Data Entry র সবচেয়ে বড় সমস্যা হলো এখানে খুব ধীর গতিতে ক্যাপচা আসে। ফলে এক হাজার এন্ট্রি করতে অনেক সময় লেগে যায়। কিন্তু প্রোটাইপারসে এই সমস্যা একেবারেই নেই।
আপনি যতো দ্রুত কাজ করতে পারবেন ততো দ্রুত ক্যাপচা পেয়ে যাবেন। এটা অনেক বড় একটা সুবিধা বলেই আমার কাছে মনে হয়। এছাড়াও এখানে কাজ করতে পারেন নিশ্চিন্তে। পেমেন্ট মিস হওয়ার কোনোই সম্ভবনা নেই।
ক্যাপচা Data Entry আয়ের পরিমাণ
এটা যেহেতু আপনার দক্ষতা অর্থাৎ কী পরিমাণ কাজ করছেন তার উপর নির্ভর করে সুতরাং আপনি যতো কাজ করবেন সেই অনুযায়ী টাকা পাবেন। এখানে প্রতি ১০০০ হাজার ক্যাপচা এন্ট্রি করার জন্য মিনিমাম ০.৫০ ডলার এবং সর্বোচ্চ ১.৩৫ ডলার দিয়ে থাকে।
প্রোটাইপারসের অসুবিধা
কাজের মূল্য খুবই কম। অবশ্য সব Data Entry র কাজই কম মূল্যের। পরিশ্রমের তুলনায় কাজের আউটপুট খুবই সামান্য। সুতরাং কাজ শুরু করার আগে আবারও ভেবে নিন।
শেষ কথা
যদি বিকল্প থাকে তাহলে ডাটা ক্যাপচা এন্ট্রির কাজ না করাই ভালো বলে মনে করি। তারপরও শুরু করার জন্য প্রোটাইপারস সেরা এ নিশ্চয়তা অবশ্য আপনাকে দেয়া যাচ্ছে।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। শিগগিরই আসছি নতুন টিউটোরিয়াল নিয়ে।
Comments (No)