ইউটিউব বর্তমান সময়ে হল এমন একটি Platform যেখানে যে কেও চাইলে তার নিজের জন্য ভাল একটি Online Career তৈরি করতে পারেন । আপনার যে কোন নিজস্ব মেধা বা Skill ব্যাবহার করে আপনিও Youtube এ সফল হতে পারেন। এই Platform এ সকলেই তার নিজস্ব মেধার বিকাশ ঘটিয়ে Income করছেন। তাহলে আপনি কেন পারবেন না??? অবশ্যই আপনি পারবেন।
Youtube Platform এ আপনি আপনার যেটা করতে ভালো লাগে সেটা করেই ভালো একটি Income হাতিয়ে নিতে পারেন খুব সহজেই। যেমন ধরুনঃ আপনি আপনি ভালো গান গাইতে পারেন তাহলে আপনি চাইলে গান গেয়ে youtube এ content প্রকাশ করতে পারেন । অথবা ধরুন আপনি ভালো গিটার বাজাতে পারেন তাহলে আপনি সেটা দিয়ে content প্রকাশ করতে পারেন youtube এ।
এছাড়া আপনি যদি খেতে ভালবাশেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় যেয়ে বিভিন্ন Hotel-Café- Rastuarent ইত্যাদি তে গিয়ে খাবার খেয়ে content করতে পারেন এবং তাদের খাবারের review দিতে পারেন। মোট কথা আপনি আপনার ভালোলাগার সকল কিছু থেকে ই youtube content তৈরি করতে পারবেন। Online Income Tunes
Youtube content তৈরি করতে গেলে প্রথমে আপনাকে অবশ্যই একটি Google এ Account করে নিতে হবে। তারপর আপনি সেই Google Account দিয়ে আপনার জন্য একটি youtube Channel খুলবেন। ব্যাস , আপনার কাজ শেষ ।
এবার আপনি আপনার সেই channel এ আপনার পছন্দের তৈরি করা ভিডিও গুলো upload করতে পারেন এবং মানুষের কাছে সেই গুলো পৌঁছে দিতে পারেন। যত মানুষ আপনার videoটি দেখবে আপনার income তত বেশি হবে।
ইউটিউব এর income এর জন্য কিছু youtube tearms & Condition আপনাকে মানতে হবে। আপ্নে সেইগুলো ঠিক মতো মেনে চললে আপনিও অনেক ভালো একটি income করতে পারবেন guarantee..!! Online Income Tunes
তবে আর দেরি না করে আজকেই চেষ্টা করুন আর নিজের একটি youtube channel create করে ফেলুন সাথে ইচ্ছা মতো income শুরু করে দিন। ইউটিউব সংক্রান্ত আরও অনেক তথ্য জানতে চাইলে আমার নিয়মিত লিখাগুলো দেখবেন। ইনশাল্লাহ আপ্নারাও চাইলে ইউটিউব এ খুব এ দারুন আর সুন্দর একটি career করতে পারবেন।
Comments (No)