সবচেয়ে সহজে টি-শার্ট ডিজাইন করে আয় করার উপায় – ESHO AYE KORI 2023

Table of Contents

  1. টি–শার্ট ডিজাইন কি?
  2. পেশা হিসাবে টি–শার্ট ডিজাইন :
  3. টি–শার্ট ডিজাইন শিখার উপায় :
  4. টি–শার্ট ডিজাইন করে আয় করার উপায় :
  5. শেষ কথা :

টি–শার্ট ডিজাইন কি?(T-Shirt Design)

বর্তমানে সবচেয়ে আরামদায়ক ও জনপ্রিয় পোশাকের মধ্যে একটি হচ্ছে টি-শার্ট। আর তাই সেই টি-শার্ট এর ডিজাইনেও এসেছে বিভিন্ন নতুনত্ব্। এখন ভিন্ন ভিন্ন ডিজাইনের টি-শার্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কিছু কিছু টি-শার্ট থাকে যা একদমই সাদামাটা বা এক রঙের, আবার কিছু থাকে রঙিন আর বিভিন্ন দৃশ্য বা ছবি দেওয়া। এগুলোই মূলত টি-শার্ট ডিজাইন

সবচেয়ে সহজে টি-শার্ট ডিজাইন করে আয় করার উপায় - ESHO AYE KORI 2023 1

আর এই টি-শার্ট ডিজাইনিং এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, বর্তমানে টি-শার্ট ডিজাইনিং একটি পেশা হিসেবে মানুষ গ্রহন করছে।

পেশা হিসাবে টিশার্ট ডিজাইন :

টি-শার্ট ডিজাইনকে পেশা হিসেবে নিয়ে বর্তমানে অনেকেই ভালো আয় করছে। আর এর মাধ্যমে অনলাইন থেকেও সহজে আয় করা যায়। তার জন্য টি-শার্ট ডিজাইন করে বিক্রি বা ডিজাইনগুলো বিক্রি করে আয় করা সম্ভব। অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে এই টি-শার্ট ডিজাইনগুলো বিক্রি করা যায়।

টিশার্ট ডিজাইন শিখার উপায় :

যে কোন কাজের জন্য ক্রিয়েটিভ হওয়া অনেক প্রয়োজন। টি-শার্ট ডিজাইনের জন্যেও আপানাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। তার সাথে অবশ্যই এডোবি ফটোশপ ও এডোবি ইলাস্ট্রেটর সফট্ওয়্যারটি ভালোভাবে শিখে নিতে হবে।

একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য এ কাজটি অনেক বেশি সহজ। তাই গ্রাফিক্স ডিজাইন এর উপর স্নাতক ডিগ্রি অথবা এ সংক্রান্ত বিভিন্ন অনলাইন বা অফলাইন কোর্স করলে ভালো হয়। এ ধরনের কোর্সগুলোর জন্য বর্তমানে অনেক প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো হচ্ছে :

  • বিআইটিএম
  • ক্রিয়েটিভ আইটি
  • ই-শিখন
  • পেন্সিল বক্স ইত্যাদি।

টিশার্ট ডিজাইন করে আয় করার উপায় :

টি-শার্ট ডিজাইন করে দুইভাবে আপনি আয় করতে পারবেন। একটি হচ্ছে কোন একটি কোম্পানির সাথে যুক্ত হয়ে তাদের ব্রান্ডের টি-শার্ট ডিজাইন করে দিতে পারবেন। আর একটি হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেটপ্লেসে আপনার ডিজাইনগুলো বিক্রি করতে পারেন।

একজন টি-শার্ট ডিজাইনার হিসেবে আপনি কেমন আয় করবেন তা দেশ এবং চাহিদাভেদে পরিবর্তন হয়। যেমন: মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় আমাদের দেশে আয় অবশ্যই কম হবে। তারপর আপনি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন তাদের চাহিদা কিংবা তারা কেমন প্রতিষ্ঠান এসবের উপর নির্ভর করবে।

সবচেয়ে সহজে টি-শার্ট ডিজাইন করে আয় করার উপায় - ESHO AYE KORI 2023 2

অনলাইনের ক্ষেত্রেও ঠিক একইভাবে চাহিদা এবং জায়গাভেদে আয় পরিবর্তন হয়। তবে একজন মুক্ত পেশার ডিজাইনারদের চাহিদা এখন অনেক অনেক বেশি। ফাইবার, আপওয়ার্ক এ কাজ করে বর্তমানে হাজার হাজার ডিজাইনার ঘরে বসে অনেক টাকা উপার্জন করছে।

বর্তমান সময়ের জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ডসগুলোর ভিতর একটি হলো টি-শার্ট। আজকাল ছোট শিশু থেকে শুরু করে তরুণ, তরুণী, মধ্যবয়স্ক ও বয়স্ক নারী-পুরুষ সকলেরই পছন্দের তালিকায় থাকে টি-শার্ট। টি-শার্ট অত্যন্ত আরামদায়ক একটি পোশাক। অবশ্য শুধু যে এর আরামপ্রিয়তার জন্য এটি মানুষের কাছে এতোটা জনপ্রিয় তা নয়। টি-শার্ট মানুষকে এতো বেশি আকর্ষণ করার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এর দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় ডিজাইন। আজকে আমরা টি-শার্ট ডিজাইন কী এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো।

টি-শার্ট ডিজাইনের প্রয়োজনীয়তা

টি-শার্ট ডিজাইন কী তা আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি কেন টি-শার্ট ডিজাইন করবো? অর্থাৎ, টি-শার্ট ডিজাইনের গুরুত্ব কী? নিম্নে টি-শার্ট ডিজাইনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হলো :

  • টি-শার্টের সৌন্দর্য্যবর্ধন করে। 
  • বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য ডিজাইন করা টি-শার্ট ব্যবহার করে। 
  • ঘরে বসেই কাজটি করে অর্থ আয় করা যায়। 
  • অনেক প্রতিষ্ঠান বা অফিসের ড্রেসকোড হিসেবে ডিজাইন করা টি-শার্ট ব্যবহার করা হয়।
  • অনেক সময় কোনো সংগঠন, সংস্থা বা দলের পরিচয় বোঝাতে টি-শার্ট ডিজাইন করা হয়। 
  • টি-শার্ট ডিজাইন করে মার্কেটপ্লেস ও অন্যান্য ক্ষেত্রসমূহ থেকে প্রচুর অর্থ উপার্জন করা যায়। 
  • কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ দিন বা অনুষ্ঠান উদযাপনে ডিজাইনেবল টি-শার্ট বানানো হয়।
  • ভলেন্টেয়ারি সংগঠনগুলো তাদের উদ্দেশ্য বোঝাতে এবং তা প্রচার করতে বিভিন্ন রকম ডিজাইনেবল টি-শার্ট ব্যবহার করে। 
  • নিজেকে ফ্যাশনেবল করে তোলার জন্য মানুষ আজকাল ডিজাইন করা টি-শার্ট ব্যবহার করে।  
  • কম খরচে কোনো ব্যবসা, পণ্য, ব্র্যান্ড বা সেবার প্রমোশন ও মার্কেটিংয়ের উদ্দেশ্য ব্যবহার করা যায়৷ 
  • সমাজ ও দেশের মানুষদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে ডিজাইনেবল টি-শার্ট ব্যবহার করা হয়। 
  • বেকারত্ব দূরীকরণের এটি একটি অন্যতম মাধ্যম হতে পারে।

এরকম আরো অসংখ্য কারণে বর্তমানে টি-শার্ট ডিজাইন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

বর্তমানে টি-শার্ট ডিজাইনারদের চাহিদা

টি-শার্ট ডিজাইন কী এবং এর গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। আসলে বর্তমানে অসংখ্য মানুষ বিভিন্ন রকম উদ্দেশ্যে টি-শার্ট ডিজাইনিং করে থাকে। কেউ হয়তো মার্কেটিংয়ের উদ্দেশ্যে, কেউ হয়তো ভলেন্টেয়ারি কাজের জন্য, আবার কেউ হয়তো কেবলই শখের বশে ইত্যাদি। এই সকল কারণে বর্তমানে টি-শার্ট ডিজাইনারদের পুরো বিশ্বব্যাপী প্রচুর চাহিদা রয়েছে।

সবচেয়ে সহজে টি-শার্ট ডিজাইন করে আয় করার উপায় - ESHO AYE KORI 2023 3

আপনি আপনার আশেপাশেই একটু খোঁজ-খবর নিলে দেখবেন, প্রতিনিয়তই বিভিন্ন কারণে অনেকেই টি-শার্ট ডিজাইনার খুঁজছে। কেউ হয়তো কোনো অনুষ্ঠানের জন্য, আবার কেউ হয়তো অন্য কোনো উদ্দেশ্যে। তাছাড়া, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলে প্রায়ই দেখবেন টি-শার্ট ডিজাইনার চেয়ে পোস্ট।

আর ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলোতে তো টি-শার্ট ডিজাইনার নিয়োগ বিজ্ঞপ্তির রীতিমতো ছড়াছড়ি। বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরই স্ব-স্ব প্রয়োজনে প্রতিনিয়ত টি-শার্ট ডিজাইনার দরকার হচ্ছে। অর্থাৎ, বর্তমান বাজার বা মার্কেটপ্লেসে টি-শার্ট ডিজাইনারদের চাহিদা অনেক বেশি।

টি-শার্ট ডিজাইন করে কি রকম উপার্জন সম্ভব?

টি-শার্ট ডিজাইনিং নিয়ে এতো আলোচনার পর স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতেই পারে টি-শার্ট ডিজাইন করে আদতে কত টাকা উপার্জন করা সম্ভব? আসলে এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। শুধু এটুকুই বলা যায় যে, “সীমাহীন”। এই সীমাটা কারো কারো জন্য ১০-২০ হাজার টাকা হতে পারে আবার কারো জন্য ১.৫-২ লক্ষ টাকাও হতে পারে। স্থান, কাল, মানুষ, ডিজাইন, ডিজাইনারের দক্ষতা, কতগুলো কাজ আপনি পাচ্ছেন সবকিছুর উপরই আয় নির্ভর করে এবং সে অনুযায়ী আয় কম-বেশি হতে পারে।

ধরা যাক, আপনাকে এমন একটি প্রজেক্টে নিয়োগ দেওয়া হলো যেখানে আপনাকে বেশ জটিল এবং সৃজনশীল কিছু ডিজাইন করতে হবে। স্বাভাবিকভাবেই, এর জন্য আপনার মেধা, শ্রম, সময় সবকিছুই অনেক ব্যয় হবে। তাই এক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনি পারিশ্রমিকও বেশি আশা করবেন। যদি আপনি ভালো মতো ডিজাইনগুলো করে দিতে পারেন তাহলে আশা করা যায় আপনি আপনার আশানুরূপ পারিশ্রমিকই পাবেন।

অথবা আপনাকে খুব সহজ এবং সাধারণ কিছু ডিজাইন করতে দেওয়া হলো। সেক্ষেত্রে আপনার কষ্টও কম হবে, সময়ও কম লাগবে। তাই এক্ষেত্রে পারিশ্রমিকও কিছুটা কম হবে।

সবচেয়ে সহজে টি-শার্ট ডিজাইন করে আয় করার উপায় - ESHO AYE KORI 2023 4

আপনি কতগুলো কাজ পাচ্ছেন, কেমন কাজ করতে পারছেন এগুলোর উপর আপনার আয় অনেকাংশে নির্ভর করছে৷ যেমন, আপনি ২০০ পিস টি-শার্ট ডিজাইনের অর্ডার পেয়েছেন। কিন্তু আপনি তাদের মন মতো ডিজাইন করতে পারেন নি। সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে পূর্ণ পারিশ্রমিক দিবেনা। যতটুকু আপনার প্রাপ্য ততটুকুই দিবে। কিন্তু যদি আপনি অর্ডারটা ঠিক সময় মতো তাদের কাছে পৌঁছে দিতে পারেন এবং আপনার ডিজাইন দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার প্রাপ্যের চেয়েও বেশি পেতে পারেন।

আপনি যখন কয়েকটি প্রজেক্ট সফলতার সাথে শেষ করবেন সুনাম ছড়িয়ে পরবে। তখন আপনি আরো অনেকের থেকেই কাজ পাওয়া শুরু করবেন। এভাবে আপনার আয়ও বাড়তে শুরু করবে।

এর বাইরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতেও আপনি চেষ্টা করে দেখতে পারেন। সেখানের অবস্থাও অনেকটা একই। আপনি কতগুলো ক্লায়েন্ট পাচ্ছেন, কতগুলো কাজ পাচ্ছেন, কেমন কাজ করতে পারছেন তার উপর নির্ভর করছে আপনি কত আয় করতে পারছেন।

তাছাড়া বেশ কিছু জনপ্রিয় টি-শার্ট ডিজাইন ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে আপনি ডিজাইন কিনতে এবং বিক্রি করতে পারছেন। সেখান থেকেও আপনি অর্থ উপার্জন করতে পারেন।

টি-শার্ট ডিজাইন করে কীভাবে অর্থ উপার্জন করা যায়?

টি-শার্ট ডিজাইন করে মূলত দুইভাবে আয় করা যায়। একটি হলো অফলাইন মাধ্যমে আরেকটি হলো অনলাইন মাধ্যমে। নিম্নে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো :

অফলাইন মাধ্যমে

ডিজাইনেবল টি-শার্টের চাহিদা বর্তমানে এতো বেশি বেড়ে গেছে যে, প্রায়শই আমাদের আশেপাশের অনেক মানুষ বা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কাজে টি-শার্ট ডিজাইনার খুঁজে থাকে।

যেমন ধরুন, কোনো একটি বেসরকারি অফিসের পক্ষ থেকে বনভোজনের আয়োজন করা হলো যেখানে সকলে প্রতিষ্ঠানের লোগো সম্বলিত একই রকম ডিজাইন করা টি-শার্ট পরার পরিকল্পনা করা হলো৷ তার জন্য তাদের এখন টি-শার্ট ডিজাইনার প্রয়োজন হচ্ছে, কারণ এসব ছোট খাটো কাজের জন্য সচারাচর কোনো প্রতিষ্ঠানই আলাদা করে ডিজাইনার রাখেনা। আপনার যদি মনে হয় যে আপনি কাজটি করতে পারবেন সেক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করে সহজেই কাজটি করে ফেলতে পারেন। যদি আপনি আপনার করা ডিজাইন দিয়ে তাদের মন জয় কর‍তে পারেন, সেক্ষেত্রে তারা আপনাকে পর্যাপ্ত পারিশ্রমিক দিবে।

সবচেয়ে সহজে টি-শার্ট ডিজাইন করে আয় করার উপায় - ESHO AYE KORI 2023 5

এরকম আরো শত শত কাজেই মানুষ প্রতিনিয়তই টি-শার্ট বানানোর পরিকল্পনা করে যার জন্য তাদের টি-শার্ট ডিজাইনারের প্রয়োজন হয়। হতে পারে কোনো অনুষ্ঠান বা ভলেন্টেয়ারি কাজ বা ব্যবসার প্রচার-প্রচারণা এরকম আরো অনেককিছুই। উদ্দেশ্য যাই হোক, আপনি যদি আপনার ডিজাইন দক্ষতা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন এবং তাদেরকে আপনার কাজ দ্বারা সন্তুষ্ট করতে পারেন, তাহলে তারা আপনাকে ভালো মানের সম্মানী দিবে।

এমনকি পরবর্তীতেও প্রয়োজন হলে তারা আপনাকে দিয়েই কাজ করিয়ে নিবে। এভাবে ক্লায়েন্টের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনার আয়ও বাড়বে।

অনলাইন মাধ্যমে

টি-শার্ট ডিজাইন করে আপনি অনলাইন থেকেও বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারেন। যেমন :

  • সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে

আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই টি-শার্ট ডিজাইনার খোঁজার বিজ্ঞপ্তি লক্ষ্য করা যায়। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কাজ বা প্রজেক্টের জন্য টি-শার্ট ডিজাইনার খুঁজে থাকেন। আর আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছুই সহজে প্রাপ্য বলে, টি-শার্ট ডিজাইনার খোঁজার কাজটিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেই করে ফেলেন।

আপনার যদি তাদের চাহিদা, পারিশ্রমিক সবকিছুই মন মতো হয় সেক্ষেত্রে আপনি তাদের কাজটি করে দিতে পারেন। বিনিময়ে সেখান থেকে আপনি ভালো একটি অর্থ পাবেন। সামাজিক যোগাযোগের মাধ্যমের আরেকটি বড় সুবিধা হচ্ছে, আপনি একবার সুনাম অর্জন করে ফেললে, পরবর্তীতে আপনি এখান থেকে আরো অনেক কাজ পাবেন। 

  • ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর মাধ্যমে

বর্তমানে বহুল জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে, যেমন :

  • ফাইভার(Fiverr)
  • আপওয়ার্ক(Upwork)
  • পিপলপারআওয়ার(PeoplePerHour)
  • ফ্রিল্যান্সার(Freelancer)
  • গুরু(Guru) ইত্যাদি

প্রথমেই আপনি এই ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলোতে একটি একাউন্ট খুলে ফেলুন। একাউন্ট খোলার পর দেখবেন এই ওয়েবসাইটগুলোতে দেশী-বিদেশি অনেক ক্লায়েন্টই প্রতিনিয়ত তাদের বিভিন্ন প্রজেক্টের জন্য টি-শার্ট ডিজাইনার খোঁজেন। তাদের চাওয়া-পাওয়া, শর্তাবলী যদি আপনার পছন্দসই হয় সেক্ষেত্রে আপনিও কাজটির জন্য আবেদন করতে পারেন। আপনার কাজ তাদের পছন্দ হলে তারা আপনাকে খুব ভালো মানের অর্থ দিবে। শুধু তাই নয়, পরবর্তীতে তাদের আবারো প্রয়োজন হলে তারা আপনাকে স্মরণ করবে।

সবচেয়ে সহজে টি-শার্ট ডিজাইন করে আয় করার উপায় - ESHO AYE KORI 2023 6

তাছাড়া তাদের পজিটিভ রিভিউ দেখে অন্যান্য ক্লায়েন্টদেরও আপনার প্রতি ভরসা জন্মাবে। যদি আপনি আপনার কাজের মাধ্যমে তাদেরও সন্তুষ্ট করতে পারেন, তাহলে সেখান থেকেও আপনি আয় করতে পারবেন। এভাবে দিনে দিনে আপনার উপার্জন বাড়বে।

  • টি-শার্ট ডিজাইন ওয়েবসাইটগুলোর মাধ্যমে

বিশ্বব্যাপী জনপ্রিয় অনেকগুলো টি-শার্ট ডিজাইনিং ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি ডিজাইন কিনতে এবং বিক্রি করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো : 

  • টিস্প্রিং(Teespring)
  • ক্যাফেপ্রেস(CafePress)
  • য্যাযেল(Zazzle)
  • রেডবাবোল(Redbubble)
  • মার্চ বাই অ্যামাজন(Merch by Amazon)
  • স্যোসাইটিসিক্স(Society6)
  • থ্রেডলেস(Threadless)
  • স্প্রিডশার্ট(Spreadshirt) ইত্যাদি

এই ওয়েবসাইটগুলোতে একাউন্ট খোলার পর আপনি সহজেই এখানে আপনার ডিজাইন করা টি-শার্ট বিক্রি করে আয় করতে পারেন। আপনার ডিজাইন দেখে পছন্দ হলে দেশী-বিদেশী অনেক ক্লায়েন্টই আপনার ডিজাইনটি কিনতে উৎসাহিত হবে।

তবে এই প্লাটফর্মগুলোতে ডিজাইন বিক্রি হওয়ার পুরো টাকাটা আপনি পাবেন না। কিছু অংশ আপনার প্লাটফর্মগুলোকে কমিশন দিতে হবে। তাদের কমিশন কেটে রেখে বাকি অর্থটুকু তারা আপনার কাছে পৌঁছিয়ে দিবে।

এভাবেই টি-শার্ট ডিজাইন করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করা যায়।

শেষ কথা :

টি-শার্ট ডিজাইন করে আপনিও সাবলম্বি হতে পারেন। তবে অবশ্যই অন্যের ডিজাইন কপি করা যাবেনা। একটু মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে চেষ্টা করলে টি-শার্ট ডিজাইন এর মাধ্যমে আপনিও ভালো আয় করতে পারবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ