সফল ট্রেডারদের ৬ টি বৈশিষ্ট্য

সফল ট্রেডার হওয়া সহজ নয়। তার জন্য প্রয়োজন যথেষ্ঠ Dicipline,Patience,Passion এবং আবশ্যক এমন কিছু অভ্যাস যা সাধারন মানুষ সহজে অর্জন করতে পারে না। নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য্ প্রত্যেক সফল ট্রেডারের মাঝে থাকা আবশ্যক যা তাদেরকে সুনিশ্চিত প্রফিটের দিকে নিয়ে যাবে।

সফল ট্রেডারদের ৬ টি বৈশিষ্ট্য 1
Man on top of mountain. Conceptual design.


নিম্নে ছয়টি বিষয় নিয়ে আলোচনা করা হলো, যা সফল ট্রেডারদের মাঝে আছে, আপনিও যদি সফল ট্রেডার হতে চান, আপনাকেও অভ্যাসে আনতে হবে এই ধরনের বৈশিষ্টগুলো:-

১. তারা একটি ট্রেডের উপর ভিত্তি করে কোন প্রতিক্রিয়া দেখায় না

একটি ট্রেড ক্লোজ হওয়ার পর বিভিন্ন ধরনের চিন্তা এবং অনুভতি আপনাকে গ্রাস করতে পারে। আপনার নিরুতসাহিত, বিক্ষিত বোধ হতে পারে। এমনকি একটি ট্রেড লস হওয়ার পরে নিজেকে আশাহীন মনে হতে পারে। অথবা একটি ট্রেড উইনিং এর পরে নিজেকে সুপার ইন্টেলিজেন্ট মনে হতে পারে, মনে হতে পারে আমি ওয়ার্ল্ডের সেরাদের একজন।

সফল ট্রেডার হতে ট্রেডিং সাকসেসের পথে যদি কোন বাধা থাকে, যা আপনাকে অতিক্রান্ত করতে হবে। এটা কোন ট্রেডের ফলাফল থেকে আসতে পারে এবং আবেগের প্রতিক্রিয়ার কারনে হতে পারে। প্রফেশনাল ট্রেডার তার প্রত্যেকটি ট্রেড সম্পাদন করে সাধারনভাবে অন্যান্য ট্রেডের মতই তার নির্দিষ্ট ট্রেডিং ষ্ট্যাটিজি অনুযায়ী। একটি ট্রেডের শুরু থেকে শেষ পর্যন্ত সামান্যতম ইমোশন সংযুক্ত হয় না তার ট্রেডিং এর সাথে। এই ইমোশন দুরে রাখা যায় কিছু বিষয মনে রাখার মাধ্যমে:

  • একটি ট্রেডের রেজাল্টই ট্রেডিং সাকসেস নয়, কিন্তু অনেকগুলো ট্রেডের(সিরিজের) মাঝে একটি বড় সিরিজ হিসেবে নির্ধারন করা যায়। আপনার অবশ্যই অবশ্যই যথেষ্ঠ ডিসিপ্লিন থাকতে হবে, ট্রেডটি ষ্ট্র্যাটিজী অনুযায়ী সম্পাদন করার জন্য। যেখানে কোন মানসিক এফেক্ট থাকবে না। যেহেতু একটি ট্রেড বড় একটি ট্রেডিং সিরিজের অংশ, যেখানে পক্ষ নিয়ে খেলা হবে। তাই উচিত প্রতিটি ট্রেড নির্দিষ্ট ডিসিপ্লিন অনুযায়ী সম্পাদন করা।
  • প্রত্যেক ট্রেডে রিষ্ক মেইনটেন্স করতে হবে অথবা নির্দিষ্ট পরিমান ডলার এমাউন্ট ফিক্সট করে নিতে হবে যা আপনার পুর্ব নির্ধারিত রিস্ক এমাউন্ট, যে এমাউন্ট লসের ব্যাপারে আপনার মানসিক প্রস্তুতি আছে, যে এমাউন্ট লস হলে আপনার ব্যালেন্সের উপর কোন বড় ধরনের নেগেটিভ ইফেক্ট পড়বে না এবং আপনার মেন্টালি সেটিসফিকশন থাকবে।

২. তারা যথেষ্ঠ আত্মবিশ্বাসী (কনফিডেন্ট), কিন্তু অযৌক্তিক নয়

সফল ট্রেডার হতে কনফিডেন্স খুবই গুরুত্বপুর্ন। আপনার ট্রেডিং ষ্ট্যাটিজির উপর পরিপুর্ন আস্থা রাখতে হবে এবং এটি ফলো করার এবিলিটি থাকতে হবে, থাকতে হবে পরিপুর্ন ডিসিপ্লিন।

কনফিডেন্স মানে হলো আপনার বিহেভিয়ার হবে আপনার ধারনা করা ট্রেডিং মেথডের অভ্যন্তরীন এরিয়ার মধ্যে।যার ধরুন আপনি সত্যি সত্যি আপনার ডিসিপ্লিন অনুযায়ী অপেক্ষা বা অবস্থান করতে পারবেন। এভাবে আপনি অনেকগুলো ট্রেডর মাঝে(ট্রডিং সিরিজ)প্রফিটেবল হবেন।

কনফিডেন্স হলো, যখন আপনার একাধিক ট্রেড একাধারে লসের সম্মুখিন হবে,তখন আপনি সেকেন্ড কোন থিংক করবেন না, সেকেন্ড কোন ট্রেডিং মেথড নিয়ে ভাববেন না। আপনি অটল আপনার ট্রেডিং মেথডের সাথে এবং কন্টিনউ ট্রেড করে চলেছেন একই মেথডে, রক্ষা করে চলেছেন নির্দিষ্ট রুলস।আমি উপরে উল্লেখ করেছিলাম যে, আপনি কোন একটি ট্রেডের দ্বারা প্রভাবিত হতে পারবেন না এর মানে হলো আপনার যথেষ্ঠ কনফিডেন্স আছে এবং আপনি ওভার ট্রেডিং এর প্রেরোচনা কে আগ্রহ্য করতে পেরেছেন। আপনার কনফিডেন্স আছে যে,আমি নিজেকে রক্ষা করতে পারবো ঝুকিপুর্ন খারাপ ট্রেডগুলো থেকে, যেসব জায়গায় দুর্বল মনের ট্রেডেররা আবেগের বশবতী হয়ে একাউন্টকে ঝিরো করে থাকে। যদি আপনি আপনার মনকে বিলিভ করতে না পারেন,আপনাকে এর মাশুল দিতে হবে, খুব সহজেই আপনার দুর্বলতা শীকারে পরিণত হবে।

কনফিডেন্স হলো, আপনি জানেন যে আপনার ট্রডিং স্ট্র্যাটিজি কি এবং প্রকৃতপক্ষে আপনি মার্কেটে কি খুজিতেছেন। আপনি জানেন যে, কখন একটি হায় কোয়ালিটি ট্রেডিং সেটআপ আসে যেখানে আপনার মানিকে রিস্ক হিসেবে নিচ্ছেন।

একমাত্র তখনই আপনি এই কনফিডেন্স অর্জন করতে পারবেন যখন আপনি আপনার নির্দিস্ট ট্রডিং স্ট্র্যাটিজি অনুযায়ী নিয়মিত অধ্যাবসায় করবেন। শিখতে থাকবেন কিভাবে একটি পরিপুর্ন ট্রেড করা যায়, যা একটি সলিড ট্রেডিং এডুকেশন থেকে সম্ভব।

৩. “কিছুদিন যাবত কিছুই হচ্ছে না” সফল ট্রেডাররা এটাকে কিছুই মনে করে না

সফল ট্রেডাররা মনে করে মার্কেটের ভিতরে বেশি থাকা অপেক্ষা মার্কেটের বাইরে থাকা বেশি ভাল। তারা রপ্ত করেছে কিভাবে ধৈর্যের প্রতীক হতে হয় এবং তারা বুঝেছে যে ধৈর্যই হলো লাভজনক। সর্বদা মার্কেট চষে বেড়িয়ে আপনি টাকা বানাতে পারবেন না বরং ধীরে ধীরে নিজেকে ক্ষতির দিকে ধাবিত করবেন।

আপনি প্রফিট করতে পারবেন সুন্দর একটি প্ল্যানের দ্বারা যেখানে আছে একটি ভাল রিস্ক রিওয়ার্ড এবং আপনার ফেভারে কাজ করার হাই প্রোভালিটি। সর্বদা মার্কেটে চষে বেড়ানো উচিত নয়,কারন আপনি যদি করেন,আপনি জাষ্ট গেম্বলিং করছেন। যদি আপনি কেছিনোতে কোন একটি গেম্বলিং এর ব্যাপারে জানেন, আপনার ফেভারে আসার সম্ভাবনা খুবই কম যদি না আপনার কোন একশন নেওয়ার মেথড থাকে। ট্রেডিং এর ক্ষেত্রেও কোন পার্থক্য নেই, যদি আপনার ট্রেডে পরিপুর্নভাবে ষ্ট্র্যাটিজি ব্যবহার না করেন,মুলত আপনি আপনার এগনেষ্টে ট্রেড করলেন।

এভাবে নিজের এগনেষ্টে বা জোর করে ট্রেড না করে যদি একটি ভাল ট্রেডের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতেন এবং যা প্রতিদিন আসে না এমনকি সপ্তাহ….।এই সময়টা আপনি মার্কেটের বাইরে থাকেন,কিছুই না করেন,বা অন্য কিছু করেন মুবি দেখেন,ঘুরতে যান,গেম খেলেন বা অন্য কোন জব করেন।এটাই আপনার জন্য মঙ্গলজনক হবে।
সফল ট্রেডাররা এই একদিন, এক সপ্তাহ.. অপেক্ষা করাকে কিছুই মনে করেন না। তারা অকাতরে ধৈর্যের সাথে অপেক্ষা করে একটি ভাল সেট আপের জন্য।

৪. তারা রাতে ভাল ঘুমায়

ঘুম খুবই গুরুত্বপুর্ন সব কিছুর জন্য এমনকি ট্রেডের জন্যও । ঘুম আপনার ব্রেইন এবং শরীরকে বিশ্রাম দেয় যা ট্রেডিং সাকসেসের জন্য গুরুত্বপুর্ন সহায়ক।

এছাড়াও আপনি যদি প্রোপারলি ট্রেড করে থাকেন, অতিরিক্ত রিস্ক না নিয়ে থাকেন,ওভার ট্রেডিং না করে থাকেন, ডিসিপ্লিনের সাথে আপনার ট্রেডিং প্ল্যান অনুসরন করে থাকেন তবে ট্রেড চালু রেখে ঘুমাতে যেতে আপনার কোন সমস্যা হবে না,আপনার কোন উদ্বেগ সৃষ্টি হবে না।

যদি আপনি সারারাত জেগে বসে থাকেন এবং ট্রেড খুজতে থাকেন, তাহলে আপনি লস করলেন আপনার মুল্যবান ঘুম এবং স্টুপিড ট্রেডিং মিসটেকের ভাল একটি চান্স তৈরি করলেন। বিছানায় যান এবং ঘুমান মাকের্ট আজ আছে আগামিকালো থাকবে,আগামিতে এর থেকে আরও ভাল সুযোগ পেতে পারেন।

৫. তারা ট্রেডিং ভালবাসে কিন্তু এডিকটেড নয়

তারা চার্ট নিয়ে কথা বলতে,রিসার্চ করতে ভালবাসে এবং অন্যান্য ট্রেডারদের সাথে কথা বলে বিভিন্ন মার্কেটপ্লেস নিয়ে কিন্তু, এটি হলো বড় কিন্তু তারা ট্রেডিং এ এডিকটেড না। ট্রেডিং ভালবাসি বলতে যেটা বুঝায় আপনি ভালবাসেন ডিসিপ্লিন,পেশন্স, আপনি ভালবাসেন চার্ট অবজারভেশন যতক্ষন না একটি ভাল সেটআপ আসে। একজন ভাল ট্রেডার ট্রেডিং ভালবাসে কিন্তু সেটাকে নয় যা তাকে জটিল করে তুলে এবং মার্কেটের দিকে এডিকটেড করে দেয়। কারন তারা জানে ট্রেডিং সাকসেস হলো ডিসিপ্লিন এবং পেসন্স এর ফল।

৬. তারা ক্রমাগত ট্রেডিং সম্পর্কে শিখতে থাকে এবং নিজের সম্পর্কে জানতে থাকে

যে কোন পাকা ট্রেডার আপনাকে বলতে পারে যে, ট্রেডিং হলো নিজেকে কন্ট্রোল করার চুড়ান্ত পরীক্ষা,তার সাথে আমি একমত পোষন করছি। যদি আপনি সিদ্বান্ত নিয়ে থাকেন যে আপনি ট্রেডার হবেন তাহলে আপনি শুধু মার্কেট এবং প্রাইস একশন শিখতে যায়েন না, সেই সাথে প্রচুর জানেন এবং শিখেন নিজের সম্পর্কে। সফল ট্রেডারদের হতে হয় সেলফ-কন্ট্রোলের মাস্টার এবং লজিক্যাল বিষয়বস্তুর থিংকারস যেটা অর্জন করা বেশিরভাগ মানুষের জন্য কঠিন হয়,সেই সাথে এই লাইনে টাকা উপার্জনের কঠিন চেষ্টা ।

সুতরাং আপনি যদি সফল ট্রেডার হতে চান,নিজের সম্পর্কে বেশি বেশি জানেন,সেলফ কন্ট্রোলের মাষ্টার হউন যা সত্যি আপনার ট্রেডিং স্ট্র্যাটিজির সাথে সংযুক্ত। আপনি কখনোই থেমে যাবেন না বা ছেড়ে দিবেন না মার্কেট এবং নিজের সম্পর্কে শিখা যতদিন পর্যন্ত আপনি ট্রেড করবেন।

ফরেক্স-ট্রেডিং-শিখুন:

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ