সঞ্চয়পত্র মুনাফার হার 2022

সঞ্চয়পত্র মুনাফার হার 2022 সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হয়েছে। এখন তিন হারে মুনাফা প্রযোজ্য হয়। স্ল্যাবভিত্তিক মুনাফা তিন ধাপে প্রদান করা হয়। ১৫ লক্ষ টাকা পর্যন্ত মুনাফা সকল সঞ্চয়পত্রে একই রাখা হয়েছে। বড় বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার কমে যাওয়ার কারণে কিছু ক্ষতি হলেও ছোট বিনিয়োগকারী বা সঞ্চয়কারীদের মুনাফা কমার কারণে কোন সমস্যা হয়নি। যদি আপনার বিনিয়োগ ১৫ লক্ষ টাকা ক্রস না করে থাকে তবে আপনি মুনাফা নিয়ে চিন্তা করবেন না। দেশের যে কোন ব্যাংক ডিপোজিট, ফিক্সড ডিপোজিট বা শেয়ার বাজার, ব্যবসা ছাড়া নিরাপত্তা বিনিয়োগ হচ্ছে সঞ্চয়পত্র।

বিভিন্ন সঞ্চয়পত্রে বর্তমান মুনাফার হার কত?
সঞ্চয়পত্রে বর্তমান মুনাফার হার

সঞ্চয়পত্র মুনাফার হার 2022
সঞ্চয়পত্র মুনাফার হার 2022

পরিবার সঞ্চয়পত্র নিয়ে আরও একটু পরিস্কার হওয়া যায় যে, ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ১১.৫২% মুনাফা প্রাপ্য হবেন ৫% মেয়াদ পূর্ন করলে অন্যথায় ভিন্ন রেট প্রযোজ্য। ১৫ লক্ষ টাকার উপরে কিন্তু ৩০ লক্ষ টাকার নিচে বিনিয়োগ হলে পাবেন ১০.৫০% হারে মুনাফা মেয়াদান্তে কিন্তু ৫ বছর পূর্ণ করার পূর্বে ভাঙ্গলে ভিন্ন রেট প্রযোজ্য। ৩০ লক্ষ টাকার উপরে বিনিয়োগ থাকলে ৯.৫০% হারে মুনাফা প্রাপ্য হবেন। সঞ্চয়পত্র ক্রয়ের সর্বোচ্চ সীমা ২০২২

সঞ্চয়পত্র মুনাফার হার 2022 1

২ লক্ষ টাকার নিচের সঞ্চয়পত্র কিনলে টিআইএন সার্টিফিকেট প্রয়োজন পড়বে না। মোট বিনিয়োগ ২ লক্ষ টাকা ক্রস করলেই টিআইএন সার্টিফিকেট প্রয়োজন পড়বে। টিন সার্টিফিকেট তৈরি করা কোন জটিল বিষয় নয়। কোন কম্পিউটারের দোকান হতেই আপনি টিআইএন সার্টিফিকেট করে নিতে পারেন। যদি আপনি অনলাইন সম্পর্কেে কিছুটা ধারণা রাখেন তবে আপনি নিজেই টিন সার্টিফিকেট তৈরি করে নিতে secure.incometax.gov.bd/TINHome এই লিংক ভিজিট করুন।

১০ হাজার টাকার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে?
জি আবশ্যই যদি আপনার মাত্র ১০ হাজার টাকাও থাকে তা দিয়ে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। ১৫ লক্ষ টাকার নিচে হলে পরিবার সঞ্চয়পত্রে আপনি ১১.৫২% মুনাফা পাবেন। স্বল্প অর্থ বলে হয়তো আপনি ব্যাংক একাউন্টে ফেলে রাখেন এবং এতে যে মুনাফা আসে তা খুবই সামান্য। তাই অলস অর্থ ফেলে না রেখে সঞ্চয়পত্র বিনিয়োগ করুন তা কম হলেও।

আমি ৫০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে চাই তা কি পারবো?
জি আপনি সকল সঞ্চয়পত্র মিলিয়ে ৫০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তবে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ৩০ লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারবেন এবং অবশিষ্ট ২০ লক্ষ টাকার বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে হবে। যদি সরকারি চাকরিজীবী হউন তবে আপনি পেনশনার সঞ্চয়পত্র একবারে ৫০ লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারবেন।

যদি আপনি মহিলা হয়ে থাকেন তবে ৪৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র এবং অবশিষ্ট অর্থ অর্থাৎ ৫ লক্ষ টাকার ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। অবশিষ্ট ৫ লক্ষ টাকার উপর তিনমাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ৩০ লক্ষ টাকার উপরের যে রেট থাকবে সেটি প্রযোজ্য হইবে। সঞ্চয়পত্র স্ল্যাব ভিত্তিক মুনাফা নির্ধারণ করার নিয়ম ২০২২

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ