সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি, সবাই ভাল আছেন। গত কিছুদিন থেকেই ফেসবুক গ্রুপ ও ব্লগে আমাদের টীমকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন বিট কয়েন আয়ের ব্রাউজার মাইনিং বিষয়ে একটি টিউন করতে। যাই হোক বর্তমানে ব্রাউজার অন রেখে Mining নিয়ে অনেক অনেক Apps/Plugin বাহির হয়েছে। তবে সবগুলোর কাজ এক নই, কোনটির জন্য হাই পাওয়ার পিসি লাগে, আবার কোনটি স্ক্যাম ইত্যাদি। তথাপি স্বল্প সময়ে সবগুলোর কাজ চেক করা আমাদের পক্ষেও সম্ভব নই। তবুও আপনাদেরকে নিরাশ করব না ভেবে ৩-৪টি প্লাগিন দেখেছি। তার মধ্য হতে একটি বাছাই করলাম। এবার সেই সম্পর্কে আপনাদের বলব।
মূল আলোচনার পূর্বে প্রথমে জেনে নিই ব্রাউজার মাইনিং কি?
Browser Mining হল কোন ব্রাউজারে যেমনঃ Mozila, Chrome, Opera, UCC, Maxthon, IE ওপেন রেখে সেখানে একটি Plugin সক্রিয় করা। এই প্লাগিন অন রেখে যতক্ষন ব্রাউজার ওপেন থাকবে ততক্ষন আপনার Cyrpto Currency মাইনিং হতে থাকবে। সেটা হতে পারে Bitcoin, Dogecoin, Bitcoin cash, Peer coin সহ অন্যান্য। এখানে সামান্য নেট খরচ হতে থাকে এবং আপনার পিসি কিছু র্যাম রিসোর্স ব্যবহার করে মূল সার্ভারের ক্লাউড মাইনিং করার চেষ্টা করে। যার বিনিময়ে প্রতিদিন কিছু কিছু পরিমাণ Bitcoin ডিপোজিট পাবেন আপনার Mining কৃত একাউন্টে।
Mining সাইটের পরিচয়ঃ
একটি সাইট পাইলাম তার নাম হচ্ছে cryptotab. এক নজরে এর বৈশিষ্টগুলো জেনে নিই-
- ১। এই সাইটের একটি প্লাগিন আপনাকে ব্রাউজারে ইনস্টল করতে হবে। এবং ব্রাউজারটি শুধুমাত্র গুগল ক্রোমের এবং মজিলার যে কোন ভার্সন হলেই হবে।
- ২। Ram ও Hardware উপর তেমন একটা চাপ সৃষ্টি করেনা।
- ৩। যে কোন ভাবে Boost Mining করতে পারবেন যথারুপঃ Normal, Medium & High Moode
- ৪। আনলিমিটেড রেফারেল করতে পারবেন। প্রতি রেফারেলে আপনি ০০.০৩ BTC হিসাবে পাবেন।
- ৫। ব্রাউজারে এটি সচল থাকলেও আপনি একই ব্রাউজারে অন্যান্য কাজ করলেও সমস্যা সৃষ্টি করবেনা।
- ৬। নেট খরচ তেমন নাই বললেই চলে। মনে করি, আপনি ১ দিনে সর্বমোট ১৬ ঘন্টার মত মাইনিং করলেন। তাহলে নেট খরচ হবে প্রায় ১০-১৫ এমবির মত।
- ৭। অবশ্যই পিসিতে/ল্যাপটপে কাজ করা যাবে। কোন ট্যাব কিংবা অ্যান্ড্রয়েড ফোনে কাজ করা যাবেনা (কারন, এই গুলোতে তেমন হাই কনফিগারের র্যাম, রম নাই)
- সাইটের নীতিমালা, প্রশ্নবিষয়ক, পেমেন্ট বিষয়ক বিস্তারিত তথ্যর জন্য অনুসরন করুন এখানে
কিভাবে একাউন্ট ওপেন ও মাইনিং করবেন?
১। প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং রেজিঃ করতে ক্লিক করুন এখানে।
২। নিচের মত একটি চিত্র আসবে
৩। এখানে Add to chrome and get bitcoin এ-ক্লিক করে প্লাগিনটি ইনস্টল করুন। ১ মিনিট মত সময় নিবে।
৪। নিম্নরুপ পপআপ বার্তা দিবে। এটি আসলে Add Extension অপশনে ক্লিক করুন।
৫। এরপর আপনার ব্রাউজারে উপরের ট্যাবে সর্বডানে লক্ষ্য করুন সেখানে হলুদ চিহৃর একটি আইকন যোগ হয়েছে। যদি যোগ হয় তাহলে বুঝবেন সঠিকভাবে ইনস্টল হয়েছে। নিম্নরুপঃ
৬। এবার সম্পূর্ণ ভাবে ওপেন হলে নিচের চিত্রের মত পাবেন। অনুগ্রহ করে বিষয়টি লক্ষ্য করুন। আরেকটি বিষয় এরপর অন্য কোন অপশন আসলে তাতে Skip করে এড়িয়ে যাবেন।
৭। অন্যান্য অপশন গুলো ঠিক করতে যেমনঃ উইথড্র বিষয়, মাইনিং ট্যাগ, রেফারেল শেয়ার প্রভৃতি বিষয়াদি জানতে ফ্লোট মেনুতে ক্লিক করলেই হবে। নিম্নরুপ চিত্র-
৮। এবার আপনার উক্ত একাউন্টে সেটিংস অপশনে গিয়ে Google Plus/Twitter/Facebook এর যে কোন একটি যোগ করলেই হবে। এর মানেটা হলঃ আপনার ব্রাউজার হতে কোন কারনে যদি প্লাগিনটা ডিলেট হয়ে যায় কিংবা হারিয়ে ফেলেন। পরবর্তীতে সময়ে আপনি Google Plus দ্বারা লগইন করলেই হবে। এটি যুক্ত করতে এই লিংকে ক্লিক করুন এখানে অথবা নিচের চিত্রে ক্লিক করলে হবে কিংবা এটি কপি করে ক্রোমে ওপেন করে নিলেই হবে।
৯। এবং হ্যা মাইনিং করার জন্য ব্রাউজারে এটাকে ট্যাব হিসাবে ওপেন করে রাখবেন। এবং একই ব্রাউজারে যদি অন্য কাজ করতে চান তাহলে আলাদা ট্যাব ওপেন করে নিয়ে কাজগুলো করতে পারবেন।
কিভাবে উইথড্র করবেন?
Setting Option হতেই জানতে পারবেন। অবশ্য অপশনগুলো ২-৩ বার ঘাটাঘাটি করলেই নিজেই বুঝতে পারবেন। তবুও বলছি মিনিমাম ০.০০০৪১ বিটিসি হতে হবে অর্থাৎ বাংলাদেশী কারেন্সী হিসাবে প্রায় ৩৫০৳ সমমান হতে হবে। এই যেমন আমার হয়েছে প্রায় ৮০৳ মত। Payment/Widthdraw করতে নিচের চিত্রগুলো অনুসরন করুন
A.
B.
পেমেন্ট ও রেফারেল বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। আমার এই পর্যন্ত কত ইনকাম হয়েছে নিচের ইমেজটি দেখলেই বুঝতে পারবেন।
সর্বশেষঃ
টিউটোরিয়ালের একদম শেষ পর্যায়ে। আশা করি, চিত্র অনুযায়ী নিজেই কাজগুলো করতে পারবেন। তারপরে সমস্যা হলে টিউমেন্ট করবেন। এবং হ্যা আমি কিন্তু এই পরীক্ষাটি নিজে পিসিতে বসে করেছি। সুতরাং PC/Laptop/Tab যে কোনটাতেই কাজ করবে এবং অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল থাকতে হবে। মোবাইলে কাজ করবে কিনা আমার জানা নাই। তবে মনে করি, Android সেটে ক্রোম থাকলে সেখানেও কাজ করা যাবে। যদি কাজটি হয় তাহলে আমাদের জানাবেন। এবং হ্যা যারা Dual core জাতীয় পিসি ব্যবহার করছেন তারা মাইনিং অপশনটি মিডিয়াম কিংবা নরমাল মুডে অন রেখে কাজ করলে ভাল ফল দিবে। এর থেকে হাই কনফিগারেশন পিসিতে যে কোন মুডে কাজ করলেই হবে। তবে মাঝে মধ্য রেস্টের জন্য মুড পরিবর্তন করলে ভাল হয়। আজ এই পর্যন্তই, সবাই ভাল থাকুন।
Comments (No)