লাইকি থেকে টাকা ইনকাম করার উপায়

যদি জানতে চান যে, লাইকি থেকে টাকা ইনকাম করার উপায় কি কি? পাশাপাশি লাইকিতে লাইভ ব্রডকাস্টের মাধ্যেমে কিভাবে বেশি বেশি বিন আয় করা যায়? তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য। 

কারণ আজকের এই ব্লগে কিংবা পোস্টে আমি আপনাদেরকে বলবো, কিভাবে লাইক থেকে টাকা ইনকাম করতে হয়? পাশাপাশি কিভাবে সে-টাকা লাইকি অ্যাপ থেকে উইথ ড্র করতে হয়। কাজেই সম্পুর্ণ পড়বেন।

লাইকি থেকে টাকা ইনকাম করার উপায়
লাইকি থেকে টাকা ইনকাম করার উপায়

Likee অ্যাপ কি?

লাইকি অ্যাপটি আসলে একটি সিঙ্গাপুরের মোবাইল অ্যাপ। এটি তৈরি হয়েছিল Bigo টেকনোলজি দ্বারা। 2017 এর জুলাই মাসে সম্পূর্ণ টিকটকের হুবহু নকল এই এপটি পাব্লিস হয়। যেখানে ভিডিও আপলোড করে পপুলারিটি ও ফলোয়ার পাওয়া যায়। এটি একটি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। 

এখানে কোন একটি স্ক্রিপ্ট, ভিডিও ডায়লগ অথবা মিউজিক এড করে ভিডিও বানানো হয়। লাইকি অ্যাপ এর নিজস্ব অ্যান্ড্রয়েড ভার্সন আছে।

এই এপে আপনি বিশেষ ধরনের ইফেক্ট দেখতে পাবেন। যেমন ধরুন, 4D ম্যাজিক, ডায়নামিক স্টিকার। যেগুলো ভিডিওতে ব্যবহার করা যায়।

App Download Link: Click Here

সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটির নাম ছিল লাইক(Like)। কিন্তু স্পেলিং মিসটেক এর কারণে সব শেষে গিয়ে দাঁড়ায় Likee।

এটি বর্তমান পুরো বিশ্বে 500 মিলিয়ন এরও বেশি ডাউনলোড হয়েছে। এখানে টিকটক এর মতই বিনোদন দেয়ার জন্য শর্ট ভিডিও তৈরি করা যায়। সেগুলো এডিট করে আপলোড করে দেয়া যায়। এখানে আপনি টিকটকের মতো বিভিন্ন সুবিধা পাবেন, ফিচারস পাবেন। যেগুলো ভিডিওতে ব্যবহার করতে পারেন।

লাইকি অ্যাপ্লিকেশনটি অনেক বেশি পাবলিসিটি পেয়ে গেছে। এখানে বিভিন্ন বলিউড আর্টিস্ট, যেমনঃ শহীদ কাপুর, দিশা পাটানি, সোনাক্ষী সিনহা, অর্জুন কাপুর ভিডিও শেয়ার করে। এমনকি এই প্লাটফর্মে তাদের অ্যাকাউন্ট আছে।

লাইকি থেকে টাকা ইনকাম করব কিভাবে :
যে প্ল্যাটফর্মেই বেশি পপুলারিটি পাওয়া যায়, সাথে সাথে সেখান থেকে ইনকাম করার বিভিন্ন উপায় বের হয়ে আসে। কিভাবে ইনকাম করতে পারেন? ভালো ফলোয়ার্স ও পপুলারিটি থাকলে লাইকি এপ থেকেও ইনকাম করতে পারেন।

লাইকি থেকে টাকা ইনকাম করার উপায়

লাইকি অ্যাপ থেকে টাকা আয় করার সর্বমোট ৯টি উপায় আছে। যেকোন ১টি উপায়ে আপনি প্রতিনিয়ত আয় করতে পারেন।

1. লাইভ স্ট্রিমিং।

লাইকি অ্যাপ এ যখন আপনি লাইভ ব্রডকাস্ট করবেন, তখন আপনার বন্ধুরা ও অন্যান্য ইউজাররা গিফট পাঠাতে পারবে।তাদের গিফট গুলো হবে হয়তো কোন স্টিকার অথবা বিভিন্ন প্রিমিয়াম ফিচার। তারা আপনাকে যা গিফট করবে, সেগুলো টাকা দিয়ে পারসেজ করতে হয়। যদি আপনার ফ্যান- ফলোয়ার্স থাকে, তবে অবশ্যই তারা টাকা দিয়ে স্টিকার গিফট করতে তা পারসেজ করবে।

আপনি সেই স্টিকারগুলো লাইকি অ্যাপ এ পুনরায় বিক্রি করতে পারবেন। যেগুলো আপনার ইউজারকে আপনাকে গিফট হিসেবে দিয়েছে। আর সেগুলো বিক্রি করার মাধ্যমে টাকা আয় করা যাবে।

লাইকি অ্যাপ এর লাইভ ব্রডকাস্ট করার জন্য কিছু শর্তাদি আছে। সেগুলো পূরণ হলে কিংবা অ্যাপ্রভাল পেলে, আপনি এখানে লাইভ ব্রডকাস্ট করতে পারবেন।

এখানে লাইভ ব্রডকাস্ট করার শর্তাদিঃ
১) এজন্য আপনার বয়স কমপক্ষে 16 বছর হতে হবে।

২) তাছাড়া আপনাকে এখানে তিনটি কিংবা এর অধিক অরিজিনাল শর্ট ভিডিও কনটেন্ট আপলোড দিতে হবে।

৩) তাছাড়া বিগত 30 দিন যাবত লাইকি আর কোন পলিসি ভংগ না করার হদিস থাকতে হবে।

৪) এছাড়াও আপনাকে লাইকি অ্যাপ এ 35 লেভেল পর্যন্ত সম্পন্ন করতে হবে। পাশাপাশি 1000 কিংবা এর বেশি ফলোয়ার রাখতে হবে।

এই শর্ত গুলো ঠিক থাকলে আপনি লাইকিতে লাইভ ব্রডকাস্ট করতে পারবেন।

  1. লাইকির ইন্ডিয়ান কন্টেস্টে অংশ নিন।
    Likee India Contest হল পরবর্তী টাকা ইনকাম করার একটি উপায়। আপনাকে খুবই শক্তিশালী ভিডিও তৈরি করতে হবে, যেটি সহজেই ইউজারদের আকৃষ্ট করতে পারে।

এই কনটেস্টে পার্টিসিপেট করার জন্য আপনার ড্যাসবোর্ডে যেতে হবে। কনটেস্টে জয়েন করার জন্য সর্বপ্রথম লাইকি অ্যাপ এর ড্যাসবোর্ডে যেতে হবে। তারপর মেসেজ অপশনে ক্লিক করতে হবে। এবং কনটেস্টের উপর ক্লিক করতে হবে। তারপর পার্টিসিপেট ইন দা কন্টেস্ট এ ক্লিক করতে হবে।

এবার আপনাকে একটি ভিডিও তৈরি করতে হবে সে কনটেস্টের জন্য। তাছাড়া সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। একটি কভার টাইটেল দিতে হবে তারপর ভিডিও তৈরি করে সেটি পাবলিশ করতে হবে।

এই ধরনের কনটেস্ট প্রায় সময় ভারত সার্ভারের কিংবা ইন্ডিয়াতে ব্যাপক আকারে হয়। আপনি যদি কন্টেস্টে অংশ নিয়ে শীর্ষ 10 এর মধ্যে থাকতে পারেন, তবে মূল্যবান সব গিফট পাবেন।

  1. #Tag চ্যালেঞ্জ। লাইকি থেকে টাকা ইনকাম করার ভালো উপায়।
    likee অ্যাপ এ এমন অসংখ্য ভিডিও হয়তো দেখেন যেগুলোর নিচে হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখা থাকে। এই হ্যাশট্যাগ এর মাধ্যমে বোঝানো হয় এই ভিডিওটির টপিক কী? কী মেনশন করা আছে?

বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের প্রোডাক্ট যখন শর্ট ভিডিওর মাধ্যমে প্রমোট করতে চায়। তখন নিচে হ্যাশট্যাগ দিয়ে রাখে। সে কনটেন্টের রিলেটেড বিষয়বস্তু বুঝানো হয়েছে সেটা #ট্যাগের মাধ্যমে প্রকাশ করা হয়।

একটি হ্যাশট্যাগ এর ভিতরে যদি আপনার কনটেন্ট সবার উপরে র‍্যাংক করে। তবে সেই কন্টেন্টে বেশি লাইক, ফলোয়ার ও কমেন্টস পাবেন।

এখন দরুন সেই একই হ্যাশট্যাগ ব্যবহারে কোন একটি কোম্পানির প্রোডাক্ট প্রমোট করলেন। আর সেই হ্যাশট্যাগের ওই কোম্পানির রিলেটেড প্রোডাক্ট এর টেক্সট রাখলেন।

কোম্পানি থেকে আপনি 50 থেকে 100 ডলার পেয়ে যাবেন নিমিষেই। পাশাপাশি কিছু প্রোডাক্ট আপনাকে গিফট হিসাবে প্রদান করা হবে।

  1. প্রমোশন।
    লাইকি অ্যাপ থেকে টাকা ইনকাম করার একটি সহজ উপায় হলো প্রমোশন। যেকোনো ব্র্যান্ড এর পণ্য নিজের ভিডিওতে প্রমোটিং করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন। ধরুন, আপনার কয়েক হাজার কিংবা মিলিয়ন ফলোয়ার হয়ে গেল। তাহলে আপনি নিমিষে বেশি বেশি স্পন্সর প্রমোশন পাবেন।

যেগুলোতে কোনো কোম্পানির পন্য শেয়ারিং এর মাধ্যমে, প্রমোট করে ভালো ইনকাম করা যাবে। যখন আপনার ভিডিওতে অসংখ্য ফলোয়ার, লাইক, কমেন্ট পেয়ে যাবেন। সাথে সাথে কোন একটি কোম্পানির সাথে কন্টাক্ট করবেন।

তাদের পণ্য, প্রোডাক্ট প্রমোট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

  1. স্পন্সরশিপঃ
    Sponsorship হলো লাইক অ্যাপ থেকে ইনকাম করার সবচেয়ে ভালো উপায়। আপনার এভারেজ অর্থাৎ সাধারণ মানের ফলোয়ার্স অথবা খুব বেশি ফলোয়ার্স থাকলেই হবে। তখন যেকোনো পন্যের বা যেকোনো সার্ভিসের স্পনসর্শিপ করতে পারবেন।

সেখানে যেকোনো একটি প্রোডাক্ট, যে আপনার ব্যবহার করা হয়েছে। সেগুলো ভালোভাবে বুঝিয়ে, ভিডিও তৈরি করে ফলোয়ারদের কে মনিটাইজ করান। এভাবে ইনকাম করে নেয়া যাবে।

  1. এফিলিয়েট মার্কেটিং
    লাইকি থেকে আয় করার সহজ উপায় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। শর্ট ভিডিও তৈরি করার পর সেখানে অথবা কমেন্ট বক্সে একটি প্রোডাক্ট সেল করার লিংক, এফিলিয়েট লিংক প্রদান করে দিবেন। তাহলে ওইখান থেকে যদি কেউ ক্রয় করে তাহলে অবশ্যই ইনকাম হবে।
  1. ব্র‍্যান্ডিং।
    যদি আপনার অসংখ্য ফলোয়ার থাকে। তাহলে আবার সে ফলোয়ার গুলোকে আপনার নিজস্ব সোশ্যাল পেজ; যেমনঃ ইউটিউব, ফেসবুকে ফলো করতে বলবেন। এত করে সোশ্যাল পেজে ফলোয়ার আসবে। আর ইউটিউব, ফেসবুক থেকে ইনকাম বেশি বেশি আসবে।
  2. Collaboration:
    collaboration এর মাধ্যমে খুব সহজে ইনকাম হয়। ছোটখাটো লাইকি ভিডিও ক্রিয়েটর আপনার কাছ থেকে একটি ভিডিও নিবে। তার জন্য আপনি তাকে চার্জ করতে পারেন, কত টাকা নিবেন? সেটা নির্ধারণ করতে পারেন। তাছাড়া কোন একজন লাইকিতে আপনার সাথে ভিডিও তৈরি করলো। তাহলে তার থেকে টাকা নিতে পারেন। এভাবেও ইনকাম হয়।
  3. K1, k2, k3 ক্রাউন পদ্ধতি : লাইকি থেকে টাকা ইনকাম করার উপায়?
    K1 Crown Likee App: যাদের k1 মুকুট আছে তারা প্রায় 33000 টাকা ইনকাম করে।

K2 Crown Likee App: যাদের K2 Crown আছে তারা মাসে 20000 টাকা ইনকাম করে।

K3 Crown Likee App: যেসকল লোকেদের K3 ক্রাউন আছে, তারা মাসে প্রায় ১০,০০০ টাকা ইনকাম করে নেয়।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ