রণবীর কাপুর কত কোটি টাকার মালিক?

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে পিঙ্কভিলার প্রতিবেদন, রণবীর কাপুরের নেট সম্পত্তিমূল্য ৩২২ কোটি রুপি। এর মধ্যে যুক্ত তাঁর মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি, যার দাম প্রায় ১৬ কোটি রুপি।

রণবীরের রয়েছে কয়েকটি বিলাসবহুল গাড়ি। এই যেমন মার্সিডিস-বেনজ জি৬৩ এএমজি (প্রায় ২.১৪ কোটি রুপি), অডি (প্রায় ১.৫৬ কোটি রুপি), অডি আর৮ (প্রায় ২.৭২ কোটি রুপি।

রণবীর কাপুর কত কোটি টাকার মালিক? 1

এ ছাড়াও গাড়ি রয়েছে তাঁর। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি তো রয়েছেই। ১৪ বছরের ক্যারিয়ারে বলিউডের অন্যতম সুপারস্টার রণবীর কাপুর।এসব বাদেও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে রণবীর।

ইন্ডিয়ান সুপার লিগ টিমে মুম্বাই এফসিতে বিনিয়োগ করেছেন রণবীর। 

আটিকেলটি :ntvbd.news.com থেকে নেওয়া হয়েছে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ