মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করুন USB ক্যাবল দিয়ে/ Connect internet from mobile to computer with USB cable আমাদের অনেকের মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার প্রয়োজন হয়। অ্যান্ড্রয়েট মোবাইল দিয়ে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার ভালো উপায় wifi hotspot হলেও, কিন্তু এটা শুধুমাত্র ল্যাপটপের ক্ষেত্রে প্রযোজ্য। কম্পিউটারে বা পিসিতে wifi ব্যবহার করা সম্ভব নয়। এর জন্য বিকল্প উপায় হচ্ছে,
USB ক্যাবল দিয়ে ইন্টারনেট সংযোগ করা। অর্থাৎ USB ক্যাবলের মাধ্যমে খুব সহজে ইন্টারনেট সংযোগ করা যায়। আপনাদের অ্যান্ড্রয়েট মোবাইলের ই্ন্টারনেট গতি যদি দ্রুত হয় তাহলে কম্পিউটার বা পিসিতে USB ক্যাবল সংযোগ করে দ্রুত ইন্টারনেট গতি পেতে পারেন।
আপনাদের নতুন করে মডেম ব্যবহার করার প্রয়োজন হবেনা। তাছাড়া মডেম কেনার খরচও বেচে যাবে। এখন জেনে নিই USB ক্যাবল মোবাইলের সাথে কম্পিউটারে কিভাবে সংযোগ করবেন।
মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য USB ক্যাবল ব্যবহারের নিয়ম
সাধারণত আপনারা যারা অ্যান্ড্রয়েট মোবাইল ব্যবহার করেন, আশা করি সকলেই অ্যান্ড্রয়েট মোবাইল কেনার সময় ডাটা ক্যাবল চার্জার পেয়েছেন। এই ডাটা ক্যাবলটি হচ্ছে আপনার USB ক্যাবল। চলুন এখন জেনে নিই মোবাইল দিয়ে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ USB ক্যাবল ব্যবহার করার উপায়।
- সর্বপ্রথমে আপনার USB ক্যাবলটি মোবাইলের সাথে কানেক্ট করুন। যেভাবে মোবাইল চার্জে দেন ঠিক সেই ভাবে।
- তারপর মোটা চ্যাপটা USB ক্যাবলের মাথাটা আপনার কম্পিউটারের USB Port-এ কানেক্ট করুন। আপনার কম্পিউটারের সিপিউতে সামনের দিকে দু’টো USB Port দেখতে পাবেন। যেকোন একটার সাথে কানেক্ট করুন।
- এরপর মোবাইলের Settings-এ যান। Settings-এ গিয়ে More অপশন দেখতে পাবেন। More অপশন ক্লিক করুন, তারপর USB tethering দেখতে পাবেন। USB tethering অন করে দিন। (Settings > More > USB tethering)
নিচের ছবির মত করে সংযোগ করুন-
1. Settings > More
2. USB tethering
ইন্টারনেট সংযোগের আগে আপনার পিসির ইন্টারনেট আইকন এরকম দেখাবে
ইন্টারনেট সংযোগ করার পর আপনার পিসির ইন্টারনেট আইকন এমনটা দেখাবে
এখন হয়ে গেলো মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ। এবার আপনার মনের মত ইন্টারনেট ব্যবহার করুন। আর একটা কথা, আপনার মোবাইলে অবশ্যই নেট কানেক্টশন on করতে ভুলবেন না।
সর্বশেষ: আপনি যদি অনলাইন আয় এবং অন্যান্য নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে চান তাহলে এসো আয় করি ডট কমের সাথেই থাকুন। আরও জানতে পারেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আয় করা, যেমন টেলিগ্রাম থেকে ইনকাম কিভাবে করা যায়?
এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পোস্ট ও নতুন আপডেট TiChak ডট কমে গিয়ে পড়তে পারেন। ধন্যবাদ।।
Comments (No)