মেয়েদের জন্য ইনকাম করার বড় সুযোগ, মহিলাদের জন্য ঘরে বসে ১৫ টি ব্যবসার আইডিয়া, বর্তমান সময়ে মহিলারাও নিজের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তেমনই আপনিও যদি একজন মহিলা হয়ে থাকেন, আর আপনিও যদি চান একটি ব্যবসা করে সাফল্য অর্জন করতে তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
মহিলাদের জন্য ঘরে বসে অনলাইন ব্যবসার আইডিয়া
১. ফর্ম ফিলিং ও ডেটা এন্ট্রি (Form filling and data entry )
মেয়েদের ঘরে বসে রোজগার করার একটি সহজ উপায় ফর্ম ফিলিং ও ডেটা এন্ট্রি। এখানে আপনাকে ফর্ম ফিলিং করতে হবে আর সেটি সঠিকভাবে পূরণ হয়েছে কি না তা দেখতে হবে। তাহলেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তবে এই কাজে আপনি যতক্ষণ না একটা দল গঠন করছেন, আপনাকে একাই অনেকটা খাটতে হবে।
২. ইউটিউব চ্যানেল খুলে অর্থ উপার্জন (Make money by opening a YouTube channel)
বর্তমান সময়ে প্রায় সকলের কাছেই রয়েছে স্মার্টফোন। কমবেশি সকলের ফোনেই রয়েছে ইন্টারনেট। আজকের দিনে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে খুব সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে সব প্রথমে ঠিক করতে হবে আপনি কোন ধরনের ইউটিউব চ্যানেল খুলবেন। আজকের দিনে অনেকেই Vlogging করে অর্থ উপার্জন করছেন। আপনিও করতে পারেন এছাড়াও রয়েছে কমেডিয়ান ভিডিও, শিক্ষামূলক ভিডিও বা আপনার মন পছন্দের কোন বিষয় নিয়েও ইউটিউব চ্যানেল খুলতে পারেন।
তবে আপনাকে ইউটিউব চ্যানেল খোলার জন্য যে বিষয়গুলির ওপর নজর রাখতে হবে সেগুলি হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন- এর কৌশল, অর্থাৎ, ট্যাগ, প্রসঙ্গিক শিরোনাম, ভিডিওর যথাযথ ও আকর্ষণীয় বিবরণ। ইউটিউব চ্যানেল থেকে ইনকাম এর জন্য আপনি গুগল এডসেন্সের সাহায্য নিতে পারেন, অথবা আপনি পণ্য বিক্রি করতে পারেন কিংবা অ্যাফিলিয়েট হতে পারেন। তিনটে কাজ একসঙ্গেও করতে পারেন।
আরও পড়ুন – গোল্ড লোন (Gold Loan) কি, গোল্ড লোন কি ভাবে নেবেন ও সুদ কিভাবে নেওয়া হয়
৩. কনটেন্ট রাইটিং (Content writing)
গৃহবধূদের জন্য অন্যতম সেরা বিজনেস আইডিয়া হতে পারে কনটেন্ট রাইটিং। প্রতিদিনই নতুন নতুন ওয়েবসাইট লঞ্চ হচ্ছে। ওয়েবসাইটের মালিকরা দক্ষ লেখক এর নিয়োগ করে থাকেন। আপনি বাড়িতে বসেই কন্টাক্ট রাইটিং এর কাজ শুরু করতে পারেন। আপনি এই কাজগুলি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকেও শুরু করতে পারেন যার জন্য আপনাকে ওয়েবসাইটে গিয়ে আপনার একটা একাউন্ট খুলতে হবে। ওয়েবসাইট গুলি হল Fiverr, Upwork ও Freelancer এই ওয়েবসাইটগুলি থেকে আপনি আপনার প্রথম প্রজেক্টটা পেয়ে যেতে পারেন।
আরও পড়ুন – ফোন-পে থেকে কি করে লোন পাবো, বিনা সুদ দিয়ে ব্যবহার করুন, How to Apply PhonePe Instant Loan
৪. ড্রপশিপিং (Drop shipping)
মহিলারা বাড়িতে বসে খুব সহজেই এই কাজটি করতে পারেন। ড্রপশিপিং এর অর্থ হল, আপনি একটি অনলাইন স্টোরের মালিক, কিন্তু আপনি পণ্য মজুত রাখেন না। একজন ক্রেতা আপনার স্টোর থেকে একটি পণ্য পছন্দ করে কিনবেন ও তার দাম দেবেন। এরপর আপনি ডিস্ট্রিবিউটার এর কাছে পণ্যটি অর্ডার করবেন এবং ডিস্ট্রিবিউটার সেই পণ্যটি সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেবে। এই ব্যবসাটি শুরু করাও বেশ সহজ। আপনাকে প্রথমে বেছে নিতে হবে আপনি কোন শিল্পক্ষেত্রের কি ধরনের পণ্য বিক্রি করতে চান। এরপর একটি বিজনেস প্লাটফর্মে রেজিস্টার করে অনলাইন স্টোর বানিয়ে নিতে হবে। এইরকমই কিছু জনপ্রিয় ওয়েবসাইট হলো Amazon FBA, Teespring, Shopify, এবং printful
৫. গ্রাফিক ডিজাইনিং (Graphic designer)
মহিলাদের জন্য গ্রাফিক ডিজাইন দুর্দান্ত একটি বিজনেস আইডিয়া। আপনি ঘরে বসেই গ্রাফিক ডিজাইন করে ভালো অর্থ উপার্জন করতে। এর জন্য আপনার একটা সৃজনশীল থাকা জরুরি এবং তার সাথে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার। আপনি প্রথমে আপনার একটি ছোট্ট ব্যবসা শুরু করতে পারেন। এর পরে আপনি একটি টিম গঠন করে আপনার ব্যবসাকে আরো বড় করে তুলতে পারেন। প্রথমে আপনি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে কাজ জোগাড় করে গ্রাহকদের কাছ থেকে ভালো রেটিং পাবার চেষ্টা করুন। এরপর আপনি ভালো রেটিং অর্জন করতে পারলে ভালো কাজের সুযোগ পাবেন।
আরও পড়ুন – ঘরে বসে অন-লাইনে SBI সেভিংস খাতা খুলুন খুব সহজে
৬. ব্লগিং (Blogging)
আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এটি একটি দুর্দান্ত বিজনেস আইডিয়া হতে চলেছে। ব্লগিং মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার দুর্দান্ত একটি উপায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ব্লগ লিখতে হলে আপনাকে প্রথমে বেশ কিছুটা সময় দিতে হবে। এরপর একবার শিখে গেলে আপনি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। একবার আপনার ব্লগের পাঠক সংখ্যা বেশ ভাল মত হয়ে গেলে, আর কিছু পাঠক নিয়মিত আপনার ব্লগ পড়তে শুরু করলে, আপনি Google Adwords-এর সাথে যুক্ত হয়ে আপনার ব্লগ বা ওয়েবসাইট থেকে রোজগার করতে পারবেন।
৭. অডিও ট্রানস্ক্রিপশন (Audio transcription)
মহিলাদের জন্য বাড়িতে বসে অর্থ উপার্জন করার একটি ভালো উপায় হল অডিও ট্রান্সক্রিপশনের কাজ। অনেকেই আছেন যারা অডিও ফাইলকে টেক্সট ফাইলে রূপান্তরিত করতে চাই। আপনি তাদের সাহায্য করতে পারেন একজন অডিও ট্রানস্ক্রিপটস হিসেবে। আপনাকে সরাসরি অডিও ফাইল টি পাঠিয়ে দেওয়া হবে আপনি সেটি ঘরে বসে বা যেকোনো জায়গায় বসে টেক্সটাইলের পরিবর্তন করতে পারেন। আপনার কাজ হল একটি অডিও ফাইল আপনাকে পাঠানো হবে সেটিকে আপনি শুনে শুনে কম্পিউটারে টাইপ করা। যেসব মেয়েদের টাইপিং স্পিড বেশি আছে তাদের জন্য এই কাজটা খুব উপযুক্ত।
আরও পড়ুন – পেটিএম পার্সোনাল লোন কিভাবে পাব? Paytm Personal Loan ki vabe pabo, How To Get Paytm Personal Loan Apply Online
৮. ইউজার টেস্টিং করা (User testing)
মহিলাদের জন্য এটি খুব ভালো একটি বিজনেস আইডিয়া। কোন বড় ওয়েবসাইট বা এপ তাদের পণ্য সম্পর্কে ক্রেতা ও গ্রাহকদের মতামত পেতে চাই। আপনি ঘরে বসে কোন ওয়েবসাইট বা অ্যাপ সম্পর্কে নিজের মতামত দিয়ে ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল, আপনাকে স্পষ্ট ভাষায় বলতে হবে ওয়েবসাইটটা ব্যবহার করার সময় আপনার ওয়েবসাইটটি সম্পর্কে কি ধারণা হচ্ছে। একটি কম্পিউটার ও একটি মাইক্রোফোন থাকলেই আপনি ইউজার টেস্টিং আমাকে বিয়ে করতে পারবেন।
৯. সোশ্যাল মিডিয়া ম্যানেজার (Social media manager)
মহিলাদের জন্য এটি একটি অল্প পুজিতে লাভজনক একটি ব্যবসা। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ সম্পর্কে ভালো মত জানেন এবং আপনি যদি কোন ব্যবসার হয়ে পোস্ট, কমেন্ট, মেসেজ ইত্যাদি করতে পারেন। তাহলে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন।
আরও পড়ুন – টাকা শেয়ার মার্কেটে না মিউচুয়াল ফান্ডে লাগানো ভালো, Stocks vs Mutual Funds! Which is a better option
১০. অনলাইন কোর্স (Online course)
মহিলাদের জন্য এখন অনলাইন একাডেমি আর অনলাইন কোর্স দারুন একটি ব্যবসার সুযোগ। আপনি যদি একটি বা একাধিক বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তাহলে সেই পারদর্শিতা আপনাকে রোজগারের সুযোগ করে দিতে পারে। আপনি আপনার তৈরি করা ভিডিও-কেন্দ্রিক কোর্স অথবা পরীক্ষাভিত্তিক কোষের নির্দিষ্ট নাম ঠিক করতে পারেন। কোর্স গুলিতে আগ্রহীরা নিজেদের এনরোল করলে তা থেকে আপনি নিয়মিত আয় করতে পারবেন।
১১. ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট (Virtual Accountant)
ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট বাড়িতে বসে রোজগার করার এটি একটি ভাল সুযোগ মেয়েদের জন্য। আপনি ফ্রিল্যান্সিং ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ঘরে বসেই যে কোন কোম্পানির যাবতীয় হিসাব নিকাশ করে দিয়ে রোজগার করতে পারেন। আপনার কিছু গ্রাহকও থাকতে পারে, যাদের কাজ করে দিয়ে আপনি নিয়মিত অর্থ উপার্জন করতে পারেন।
আরও পড়ুন – SBI ATM ফ্রানচাইজ নেবার জন্য আবেদন করুন খুব সহজে, এটিএম বসিয়ে মাসে ইনকাম করুন ৬০-৯০ হাজার, State Bank of India ATM Franchise online apply
১২. অনলাইন শিক্ষকতা (Online teaching)
বর্তমান সময়ে মহিলারা অনলাইন টিউটর হয়ে অর্থ উপার্জন করতে পারেন। শুধু আপনি যেই বিষয় পড়াবেন সেই সম্পর্কে গভীর জ্ঞান আর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা জরুরি। আপনি প্রাথমিক স্তরের বিষয়গুলিও পড়াতে পারেন অথবা আপনি যদি বিশেষ দক্ষতা ও পড়াশোনা করে থাকেন তাহলে সেই রকম কোন বিষয়ক আপনি পড়াতে পারেন। মহিলাদের জন্য অনলাইন কোচিং একটি অন্যতম বিজনেস আইডিয়া।
১৩. ই-বুক প্রকাশ করে পরোক্ষ ইনকাম (Indirect income by publishing e-books)
মহিলাদের জন্য ই-বুক পাবলিশিং অল্প পুজিতে একটি লাভজনক ব্যবসা হতে পারে। ই-বুক হলো এমন বই যা ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় এবং ইন্টারনেটের মাধ্যমে অন্যকে পাঠানোও যায়। আপনি একবার ই-বুক লিখে তা অনলাইনে প্রকাশ করে দেওয়ার পর আপনি অন্য কোন ব্যবসাও করতে পারেন। আপনার ই-বুক থেকে ইনকাম হতে থাকবে।
১৪. ডোমেন ফ্লিপিং (Domain flipping)
ডোমেইন ফ্লিপিং মহিলাদের জন্য খুব সুন্দর একটি বিজনেস আইডিয়া। আগে থেকে ডোমেন- এর নাম কিনে রেখে পরে তা বেশি দামে বিক্রি করে ভালো অর্থ উপার্জন করা যায়। যে কেউ অনলাইনে তার উপস্থিতি জানতে চাইলে সবার আগে তার দরকার একটা উপযুক্ত ডোমেন-এর নাম। আর মনে করুন, সেই ডোমেন নামটা আগে থেকেই আপনার কাছে কেনা আছে। আপনি সেই ডোমেন নামটা বেশি দামে বিক্রি করতে পারবেন।
১৫. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistant)
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মেয়েদের জন্য একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া। বাড়িতে বসে মহিলারা এই কাজটি করতে পারেন। আপনি এই কাজটি প্রথমে একজন গ্রাহককে দিয়ে শুরু করতে পারেন। পরে আপনি দল গঠন করে এই কাজটি বড় ভাবে করতে পারেন। এছাড়াও ফ্রিল্যান্সিং ওয়েবসাইট পাওয়া যায় যেগুলো থেকে আপনি কাজটি শুরু করতে পারেন। আপনি ও আপনার দলের সদস্যরা ইমেইল চেক করা, অ্যাপয়নমেন্ট ঠিক করা এছাড়াও ব্যবসাসংক্রান্ত ফোন ধরা ইত্যাদি কাজগুলো করতে পারেন। সবথেকে ভালো ব্যাপার হলো আপনি এই কাজগুলি অফিসে না গিয়ে আপনার বাড়িতে বসে বাজে কোন জায়গায় করতে পারেন।
Comments (No)