মার্কেটি বাংলাদেশ একটি অনলাইন ডিরেক্টরী সাইট। এখানে বিভিন্ন গ্রুপ অব কোম্পানীজ, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন- শোরুম, শপ ইত্যাদি অর্ন্তভূক্ত করা হয়। এই ওয়েবসাইটে প্রতিষ্ঠানের পরিচিতি, ঠিকানা এবং ছবিসহ বিভিন্ন পণ্যের অফার ও ইভেন্ট প্রচারের সুযোগ রয়েছে। এটি একটি ই-কর্মাস ওয়েবসাইট।
আপনার নিজ এলাকায় বসে মার্কেট বাংলাদেশ এ কাজ করে আপনি আয় করতে পারবেন। এজন্য যেসব যোগ্যতা থাকতে হবেঃ
১) কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে
২) কম্পিউটার ও অনলাইন/ইন্টারনেট জানা থাকতে হবে
৩) ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ অথবা ট্যাব থাকতে হবে যা দিয়ে আপনি ওয়েবসাইটে লগইন করে কাজ করতে পারবেন।
কি কাজ করবেন এবং কিভাবে করবেন
********************************************
অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ব্যাক্তিরা প্রাথমিক পর্যায়ে পার্টটাইমার হিসেবে কাজ করবেন। অর্থাৎ প্রতিটি লিস্টিং (প্রতিষ্ঠান অর্ন্তভূক্তি)-র জন্য ১০/-টাকা হারে পারিশ্রমিক পাবেন। এভাবে প্রতিদিন ১০০-৫০০টাকা আয় করা সম্ভব। এভাবে যারা পার্টটাইমার হিসেবে সফল হবেন এমন ১০০জনকে জেলা ভিত্তিক নিয়োগ প্রদান শুরু হবে। যাদের প্রারম্ভিক বেতন হবে ১২০০০/- থেকে ১৫০০০/- টাকা (যোগ্যতা ও অবস্থান বুঝে)।
কিভাবে করবেনঃ যেহেতু বেসিক লিস্টিং একদম ফ্রি এজন্য পার্টটাইমারগণ শুধুমাত্র বেসিক লিস্টিং করবেন। এ বিষয়ে যে কোন সচেতন প্রতিষ্ঠান মালিক সহায়তা করবেন যদি তার নূন্যতম ইন্টারনেট জ্ঞান থাকে।
১) লিস্টিং ফরমটি প্রিন্ট করে ও ফটোকপি করে নিন কয়েক কপি। প্রথম ২০টি লিস্টিং এর পর কোম্পানীর ঢাকা অফিস থেকে আপনাদের নিকট লিফলেট ও লিস্টিং ফরম পাঠানো হবে।
২) যে কোন প্রতিষ্ঠান ভিজিট করার সময় ফরমটি পূরণ করে নিন অথবা ভিজিটিং কার্ড দেখে পূরণ করে নিন। এভাবে প্রতিদিন ২০-২৫টি প্রতিষ্ঠান ভিজিট করতে সময় লাগবে ১/২ ঘন্টা।
৩) প্রতিষ্ঠান বা শো-রুমের ২/৩টি ছবি পারমিশন নিয়ে আপনার মোবাইলে তুলে নিন।
৪) রাতে বসে ওয়েবসাইটে এসব তথ্য পূরন করে ফেলুন।
৫) প্রথমে আপনার জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও শোরুমগুলো ভিজিট করুন। যদি তথ্য দিতে না চায় তবে শুধু একটি ভিজিটিং কার্ড নিয়ে চলে আসুন। মনে রাখবেন এসব প্রতিষ্ঠান আপনার সফলতার ভিত্তি তৈরী করবে।
অস্থায়ী নিয়োগপ্রাপ্তদের লগইন আইডি ও লিস্টিং পার্মিশন দেয়া থাকবে যাতে করে ঘরে বসে সম্পূর্ণ ডাটা অনলাইনে পূরন করতে পারেন।
সম্পূর্ণ বিষয়টি একেবারে সহজ, যাদের সামান্য ইন্টারনেট জ্ঞান আছে তারাও বুঝবেন কিভাবে লিস্টিং করা যায়।
পেমেন্ট নিয়মঃ কমপক্ষে প্রতি ২০টি লিস্টিং এর টাকা আপনার (বিকাশ) একাউন্টে পাঠানো হবে। যদি ১০টি করার পর কাজ বন্ধ করেন তবে ১০টির টাকাও বিকাশ এর মাধ্যমে পাঠানো হবে।
আবেদনের নিয়মাবলীঃ
**************************
১) আপনার অাইডি’র জন্য রেজিষ্ট্রেশন করে নিন। ওয়েবসাইটের Create an Account অপশনে গিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিন এবং About me অপশনে আপনার শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার জ্ঞান লিখুন।
২) প্রাথমিক পর্যায়ে প্রত্যেক জেলার জন্য ১/২জন করে পার্টটাইমার নিয়োগ দেয়া হবে।
(আমরা প্রত্যেকের সহযোগিতা কামনা করছি এবং আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করবো আমাদের সাথে যারা সময় দিবেন তাদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদানের জন্য)
** ধন্যবাদ- সাথে থাকার জন্য। এটি আমাদের প্রথম পদক্ষেপ, আশা করি পরবর্তী পদক্ষেপেও আপনাদের সাথে পাব।**
http://marketbangladesh.com/index.php
Comments (No)